নিউজহোম

ছেলে ছাড়া পাওয়ার পর গ্রেফতার হলেন বৃদ্ধ বাবা

সুরমা ডেস্ক।।
লন্ডন ২১ নভেম্বর; ফেনী জেলা যুবদলের নেতা রাফিউদ্দিন আহমেদ হামিম ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ থেকে গ্রেপ্তার হন। তিন সপ্তাহ জেল খেটে বেরুনোর একদিন না পেরোতেই পুলিশ তার বাবাকে গ্রেফতার করে ফেনী থেকে। হামিম ফেনী পৌর যুবদল আহবায়ক কমিটির সদস্য।

আমাদের প্রতিবেদক জানিয়েছেন, হামিমের বাবা ফেনী জেলা জামায়াতের আমীর একেএম শামছুদ্দিন। তাকে পুলিশ আগে হুমকি দিয়েছিল হামিম মুক্ত হয়ে ফেনী আসলেই ১৫ টি মামলা দিয়ে বাবাকে তারা (পুলিশ) আটক করবে। ঢাকা কাশিমপুর কারাগার থেকে রবিবার ১৯ নভেম্বর হামিম মুক্তিপান। হামিম ফেনী যাবার আগেই মঙ্গলবার সকালে তার বাবা শামসুদ্দীনকে বাসার সামনে থেকে পুলিশ গ্রেফতার করে এবং ১৯৭৪ সালের বিস্ফোরক আইনে দুটি মামলা (ফেনী জি,আর ৫৫১/২৩ ও ৫৮৮/২৩) দিয়ে কোর্ট হয়ে কারাগারে পাঠায়। কারাগার থেকে প্রিজন ভ্যানে উঠানোর সময় তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গত কয়েক বছরের আন্দোলনে ইতিমধ্যে তার নামে আরও ২২ টি মামলা দেয়া হয়েছিল। যার সবগুলোতেই তিনি জামিনে আছেন। ১৪ সালে একদলীয় নির্বাচন বিরোধী আন্দোলন চলাকালে ২০১৫ সালের ১১ জানুয়ারি ফেনী থেকে তিনি গ্রেফতার হন।সেসময় তিনি ৭ মাস কারা ভোগ করেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close