নিউজ

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মেডিক্যাল সহায়তা প্রদানের লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু

সিলেট, ২৪ জুন : গত ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডস্ট্রি’র উদ্যোগে এবং সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার এসোসিয়েশন ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লি:-এর সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক আশ্রয়কেন্দ্রে সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মেডিক্যাল সহায়তা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয। এসময় সিলেট চেম্বারের সভাপতি জনাব তাহমিন আহমদ বলেন, সিলেটে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজমান। বন্যা দুর্গত এলাকার মানুষ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা জরুরী ভিত্তিতে মেডিকেল ক্যাম্প গঠনের সিদ্ধান্ত গ্রহণ করি।

কেন্দ্রে সম্বলহীন মানুষদের নিয়ে দোয়া করা হচ্ছে

এছাড়া পর্যায়ক্রমে সিলেটের বন্যা দুর্গত সকল আশ্রয়কেন্দ্রে আমরা ফ্রি মেডিকেল সেবা চালু করব। আমি মেডিকেল সেবা প্রদানে সার্বিক সহায়তা প্রদানের জন্য সিলেট প্রাইভেট হসপিটাল এণ্ড ডায়গনস্টিক সেন্টার এসোসিয়েশন ও ইবনে সিনা হাসপাতালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেট প্রাইভেট হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার এসোসিয়েশন এর সভাপতি জনাব ডা. নাসিম আহমদ বলেন, সম্প্রতি সিলেটে ভয়াবহ বন্যায় সিলেটের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা বিপর্যয়ের মুখে রয়েছে। গ্লাবিত রয়েছে সিলেটের বন্যা দুর্গত এলাকার ৯০ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সিলেট চেম্বারের আহবানে আমরা বন্যা দূর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প চালুর জন্য সর্বাত্মক সহযোগীতা অব্যাহত রেখে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন ডা. অবঃ মেজর আব্দুস সালাম চৌধুরী, চীফ মেডিকেল অফিসার, ইবনে সিনা হাসপাতাল সিলেট লি, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, মোঃ মুজিবুর রহমান মিন্টু, আলিমুল এহছান চৌধুরী, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাক্তন পরিচালক মোঃ সাহিদুর রহমান, মেজর দেওয়ান মোঃ মোক্তাদির, ক্যাম্প কমাণ্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ, ইবনে সিনা হাসপাতাল সিলেট লি: ডাক্তার ও অন্যান্য কর্মকর্তাবৃদ্ধ প্রমুখ।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close