মুক্তচিন্তা

কার্নিভ্যাল  মাত্তম

।। তাহমিনা হোসেন ।।
২০২৩ সাল। মাঝ সময় পেরিয়ে আগষ্টের শেষ। ব্যাঙ্ক হলিডে সোমবার। তারিখ ২৮.০৮ ফি বছর উৎযাপিত হয়ে আসা কার্নিভ্যাল শোভাযাত্রা পালিত হয়ে গেল। এলাকা নটিংহিল, উত্তর পশ্চিম লণ্ডন, ডবলিউ ১০।  বলাবাহুল্য, কভিড বছর ছিল আওতা বর্হিভূত। ইউরোপ মহাদেশের আনুষ্ঠানিক সবচেয়ে বড় পথ শোভাযাত্রা। এমনটিই উঠে আসে তথ্য সূত্রে।

কি বলে ধর্মীয় ইতিহাস?

রোমান ক্যাথলিকদের ধর্মীয় পর্ব লেন্ট অর্থাৎ (যীশুর চল্লিশ দিন উপবাস শুরুর আগ মুহূর্তে হৈ হুল্লোড় আমোদ প্রমোদ পথ শোভাযাত্রা-এ উৎসবের প্রধান আকর্ষন।  

দুই দিনব্যাপি আয়োজন রবিবার ২৭ আগষ্ট শুরু হওয়া উৎসব চলেছিল ২৮ আগষ্ট সোমবার। প্রথম দিন রবিবার, লাল বেশভূষায় সজ্জিত শিশুদের পথ প্রদর্শন ছিল নজরকাড়া দৃশ্য। পরিবার পরিজন নিয়ে আনন্দমাত্তমে মাতোয়ারা শিশুদল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিব্যি বলে যাচ্ছে তাদের নিজস্ব অভিমত। দ্বিতীয় দিন ব্যাঙ্কহলিডে সোমবার। জাতি ধর্ম নির্বিশেষে সব জাতি, প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী, প্রৌঢ় বৃদ্ধ বৃদ্ধাদের রাস্তায় উপচেপড়া ভীড়। কান ঝালাপালা আফ্রিকান নাচ গানে ভরপুর পরিবেশ। পাল্লাদিয়ে চলছে খাবার দোকানে বেচাকেনা সেইসঙ্গে খাওয়ার ধুম।

একটু পিছনে তাকানো

রাজধানী লন্ডন শহর কেন্দ্রস্থলে অনুষ্ঠিত  কার্নিভ্যাল উৎসব উদ্যোক্তা মূলতঃ আফ্রিকান ক্যারিবিয়ান সম্প্রদায়। সূচনা বছর ১৯৬৬। তথ্য সূত্রে এমনটি উঠে আসে।

আগেই বলেছি, বৃটেনে বসবাসরত জাতিধর্ম নির্বিশেষে সবজাতির মানুষের ঢল নামে এ পথমেলায়। আলিশান বৈচিত্রময় কৃষ্টিসংস্কৃতির মিলন মেলা।

চলতি বছর উপচে পড়েছিল ২ মিলিয়নের বেশি মানুষ অবশ্য ৮০% লণ্ডনবাসী। (মেট্রো সংবাদপত্র)। পশ্চিম লণ্ডন নটিংহিলে সম্প্রদায়গোষ্ঠী আয়োজিত কার্নিভ্যাল উৎসব গ্রহের সবচেয়ে বড় জমকালো উৎসব ঘটনা-এমন খবরও শিরোনামে স্থান পায়।

উৎসব পর্বের প্রথম দিনে লন্ডন মেয়র সাদেক খান বিপুল উৎসাহ উদ্দীপনায় হেন বিরল আনন্দ উপভোগ করেন। লন্ডনবাসীদের সাথে স্বীয় অভিজ্ঞতা  ভাগাভাগি করেন। তিনি বলেন, এটা লন্ডন। এক অর্পূব বিষ্ময়কর দিন। সবাইকে ধন্যবাদ, যারা রাতদিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে কার্নিভ্যাল অনুষ্ঠানকে এক নিরাপদ,নজরকাড়া  উৎসবমুখরিত প্রদর্শনীতে রূপান্তরিত করেছেন।‘   

ব্যাঙ্কহলিডে, ২৬ আগষ্ট,২০২৩। সকাল ১০টায় শুরু হয়ে যায় ইউরোপ মহাদেশের সবচেয়ে লম্বা চলমান পথশোভা। উল্লেখ্য, এ বছর উদযাপিত হল, ৫৫তম কার্নিভ্যাল উৎসব। উন্মোচিত হল বৃটিশ ইতিহাসে স্থান পাওয়া উল্লেখযোগ্য গুটিকতক ঘটনাবলী।

দ্বিতীয় মহাযুদ্ধের পর ক্যারিবিয়ান দেশ থেকে  জাহাজ বোঝাই মানুষ যুক্তরাজ্যে নিয়ে আসা হয়েছিল। ইতিহাসের পাতায় এঁরা উইন্ডরাস বংশগত নামে পরিচিতি পায়। ২০২৩ সালে পালিত হল ৭৫তম বার্ষিকী।

 বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হল ২০১৭ সালে  গ্রীনফেল টাওয়ার অগ্নিকান্ডে নিহত ৭২ অসহায় মানুষের প্রতি।

মাঝ সকাল পেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল। সন্ধ্যা নামি নামি সময় ৭টায় যবনিকা টানা হয়ে গেল উৎসব পর্দার। থেমে গেল দিনব্যাপী বাজানো আফ্রিকান বাদকগোষ্ঠীর ঢাক ঢোল।

সেপ্টেম্বর, ২০২৩

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close