নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনে আবারও  প্রবাসীর স্বজনকে গ্রেফতার-হয়রানি 

ঢাকা অফিস।। ২৫ আগস্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সরকারের দুর্নীতির বিরুদ্ধে মতামত প্রকাশের কারনে সিলেটর তরুণ ব্যবসায়ী ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। এই ঘটনা গত ২১ আগস্ট সন্ধ্যা ৬ ঘটিকার সময় মাসুদ রানা (২৭) নামের এক তরুণ ব্যবসায়ী ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে সিলেট কোতোয়ালি থানার ও ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলে কোন খোঁজ পাওয়া যায় নি।

পরিবার সূত্র জানায়, নিখোঁজ হওয়া পরিবারের জিডি গ্রহন করেনি কোতোয়ালি থানা। ৩৬ ঘন্টা পর ঢাকা কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) অফিস থেকে মোবাইল ফোনে মাসুদ রানার পরিবারকে জানানো হয় ফেইসবুকে লেখার কারনে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। ২৪ আগষ্ট ঢাকা সিএম আদালতে হাজির করে জামিন নামঞ্জুর করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। ভিকটিম মাসুদ রানার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নে। তিনি বুরাইয়া গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র। তিনি মানবাধিকার সংগঠন  নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খানের শ্যালক। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করায় ইউকের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বের তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close