নিউজ

করোনায় শীর্ষ ব্যবসায়ী এম এ হাসেমের মৃত্যু

ঢাকা, ২৫ ডিসেম্বর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, সাবেক সংসদ সদস্য ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে শওকত আজিজ রাসেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
গত ১১ ডিসেম্বও কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর হাসেমকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বও থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মরহুম হাসেমের পুত্র শওকত আজিজ রাসেল তার বাবাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান।
উল্লেখ্য, ব্যবসায়ী হাসেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে অনেক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে হাসেমও গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close