নিউজ

চিরচেনা রুপে ফিরছে আওয়ামী লীগ

  • নির্বাচনি ছকে প্রশাসন সাজাচ্ছে লীগ!
  • একদলীয় শাসন চালুর পাঁয়তারা চলছে: জিএম কাদের!

।। সুরমা প্রতিবেদন ।।

লণ্ডন, ২০ জুলাই: নির্বাচন যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগ ততই চেনারুপে ফিরছে। গেল এক মাসে সরকার চারজন বিভাগীয় কমিশনার ও ৩১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে নতুন ৫৬ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ প্রশাসনে রোববার ১৬ ডিআইজি ও ৩৪ অতিরিক্ত ডিআইজি এবং ১৩ জেলার পুলিশ সুপার (এসপি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সাধারণত জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ইউএনও এবং এসপিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নির্বাচনে। তাই নির্বাচনের ঠিক আগে এসব নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সরকারের বিরুদ্ধে পছন্দমতো ছকে প্রশাসন সাজানোর অভিযোগ রয়েছে। ডিসি পদে নিয়োগ নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। নতুন ডিসিদের মধ্যে আটজনই বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবের একান্ত সচিব (পিএস)। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ১১ জনকে এবার জেলা প্রশাসক করা হয়েছে। ডিসি পদে নতুন করে ২৭তম বিসিএসের কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ২৪ ও ২৫তম বিসিএসের কিছুসংখ্যক কর্মকর্তাও ডিসি হয়েছেন। জেলা প্রশাসক পদে নিয়োগের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে সংস্থার মাধ্যমে তথ্য নেওয়া হয়। এছাড়া প্রশাসনের নিজস্ব চ্যানেলেও তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। তারা সরকারের প্রতি কতটা অনুগত, সেটা বোঝার চেষ্টা করা হয়। সার্বিক দিক বিবেচনা করে তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়। এবার মন্ত্রী-সচিবের পিএসদের মধ্য থেকে আটজনকে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামানকে পাবনা, আইনমন্ত্রীর পিএস নূর কুতুবুল আলমকে পটুয়াখালী, পানিসম্পদ উপমন্ত্রীর পিএস আরিফুজ্জামানকে ভোলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পিএস খন্দকার মু. মুশফিকুর রহমানকে কুমিল্লা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের পিএস শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দরবান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস কায়ছারুল ইসলামকে টাঙ্গাইল, নৌপরিবহণ প্রতিমন্ত্রীর পিএস মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিএস মো. গোলাম মওলাকে নওগাঁ জেলার ডিসি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যারা কর্মরত, তাদের সরকার ঘনিষ্ঠ হিসাবে বিবেচনা করা হয়। এসব মন্ত্রণালয় থেকে ১১ জনকে নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। গত এক মাসের ব্যবধানে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে বদলি করে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ রোববার সিলেটের বিভাগীয় কমিশনারকে বদলি করে অতিরিক্ত সচিব আবু আহমেদ ছিদ্দীকীকে বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেশে একদলীয় শাসন চালুর পাঁয়তারা চলছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ইলেকশনের পরিবর্তে সব সিলেকশনে হবে। কখনো নির্বাচন হলে সুপ্রিম লিডারের নির্দেশেই হবে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালুর পাঁয়তারা চলছে। দেশে একজন নেতা আজীবনের জন্য নেতা থাকবেন। জনগণের কোনো অধিকার থাকবে না। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে শুধু রাজনৈতিক দল নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মঙ্গলবার বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নে এ কথা বলেন। জিএম কাদের বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। বর্তমান সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, আগামীতেও এভাবে নির্বাচন করে যদি গ্রহণযোগ্য করাতে পারে তাহলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে। তখন একজন নেতা থাকবেন, তিনি আজীবনই নেতা থাকবেন। একটি মাত্র দল থাকবে, তারা চাইলে শোভার জন্য কিছু পাপেট দল তৈরি করে রাখতে পারবে। জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, দুটি কাজ সরকার সাফল্যের সঙ্গে করতে পেরেছে। একটি হচ্ছে- মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে। জনগণ সরকারের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারছে না। নির্যাতন, নিষ্পেষণ এবং কঠোরভাবে দমনের ভয়ে মানুষ সরকারবিরোধী কর্মকাণ্ডে যোগ দিতে আতঙ্কিত। দ্বিতীয় হচ্ছে- মানুষের মাঝে হতাশা সৃষ্টি করতে পেরেছে। সাধারণ মানুষ মনে করে, অন্দোলন করে কোনো ফল হবে না। এ দুটি বিষয় থেকে মানুষকে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। জনগণের সক্রিয় সমর্থন ছাড়া রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close