নিউজ

সপ্তসুর মিউজিক স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন

লণ্ডন, ৩১ মার্চ : বিলেতে জন্ম ও বেড়ে ওঠা বাঙালি প্রজন্মকে হাজার বছরের সমৃদ্ধ বাংলা সঙ্গীত শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে এর যোগ্য উত্তরসুরী করে গড়ে তোলার কাজ করে যাচ্ছে সপ্তসুর মিউজিক স্কুল। লেখাপড়ার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা বাংলাদেশের জাতীয় দিবসসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসে বাংলা সংস্কৃতিকে গৌরবের সাথে তুলে ধরছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর, রোববার বেক্সলিহিথেরস্থানীয় একটি হলে সপ্তসুর আয়োজন করে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। 

স্কুলের শিক্ষিকা রুপি আমিনের পরিচালনায় এবং সায়মা হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেনইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ডাক্তার মঞ্জুর শওকত, আব্দুর রউফ, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম তুশার, হাবিবে আলম চৌধুরী , গোলাম মোহাম্মদ পলাশ ও শেখ নুরুজ্জামান। 

সাংস্কৃতিক পর্বে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করেন স্কুলের ছাত্রছাত্রীরা এরপর কবিতা পাঠ করে জায়ানা ও রাসিফদেশাত্মবোধক গান পরিবেশন করে তানিশা, ঈশান, তাহিম, জায়ানা, জেনিফার, মানহা, রিদা, লাইবা, আরিশা, আতিফ, আহানা, মারিয়া, লিয়ানা, রাসিফ, আবান, ঈশান ও মাহরিমা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চেরভাষণ উপস্থিত দর্শকদের সামনে পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে তাহিম এরপর নিপা ইসলামের পরিচালনায় , লিয়ানা, জেনিফার, রিদা, লাইবা, মারিয়া ও আলিনা, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য এই দেশাত্মবোধক গানটির সাথে নৃত্য পরিবেশন করে।অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন জিএম পলাশ এবং ভিডিও ধারণসহ সার্বিক সহযোগিতা করেন ইশা খান রাশেদ । 

এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কে এম হাবিবুর রহমান,  ফাহমিদা আহমেদ, সুলতানা পারভীন, মমতাজ জামান, খোদেজা সুলতানা মুন্নি, ফাতেমা আক্তার শোভা ও লিরা ইসলাম সহ আরো অনেকে।   ডার্টফোর্ডের বিখ্যাত মিস্টার শর্মা ডোনারকাবাব অনুষ্ঠানে স্পন্সর হিসেবে সবাইকে খাবার পরিবেশন করে। এর আগে ২৬ মার্চ শনিবার কেন্টের  ডার্টফোর্ড ডি এস টি সিহলে বাংলাদেশীজ ইন কেন্টের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অংশগ্রহণ করে সপ্তসুর মিউজিক স্কুল। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। আব্দুর রউফ, রওনক আনোয়ার, ডাক্তার মঞ্জুর শওকত, শহিদুল ইসলাম তুশার, মাসুদুল করিম জন, শরিফুল ইসলাম, রইস খান ও আমিনুল ইসলামেরপরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ডার্টফোর্ডের মেয়র রোজানা কারেন, বেক্সলি মেয়র জেমস হান্ট, লিডার ডার্টফোর্ড  বরা কাউন্সিল জেরিমি কাইট, ডেপুটি লিডার ডার্টফোর্ড বরা কাউন্সিল ক্রিস শিফাম, বি সি এর সভাপতি এমএ মুনিম ও চৌধুরী জিন্নাত আলী। অনুষ্ঠানে সপ্তসুর মিউজিক স্কুলের পরিবেশনায় মুগ্ধ স্থানীয় মেয়র এবং কাউন্সিলরগন, সপ্তসুরের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা কেন্টে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং পরবর্তীপ্রজন্মদের এ ধরনের অনুষ্ঠানের  সাথে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান। 

সপ্তসুর মিউজিক স্কুলের কর্ণধার রুপি আমিন স্কুলটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন এবং আগামীতে স্কুলেরছাত্র-ছাত্রীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে, প্রায় তিন বছর আগে যাত্রা শুরুকরে সপ্তসুর মিউজিক স্কুল। কেন্টের বেক্সলিহিথে অবস্থিত স্কুলটির শিক্ষিকা রুপি আমিনের তত্ত্বাবধানে প্রায় ২০ জন শিক্ষার্থীরয়েছে যারা এই স্কুলটি থেকে সঙ্গীতের তালিম নিচ্ছে। 

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close