নিউজ

লণ্ডন হেলাল কমিটির উদ্যোগে “চাঁদ দেখা ও নামাজের সঠিক সময় নির্ধারণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লণ্ডন, ৩১ আগস্ট : গত ২৮শে আগস্ট, শনিবার লণ্ডন হেলাল কমিটির উদ্যোগে ‘চাঁদ দেখা ও নামাজের সময়সূচী নির্ধারণ’ তত্ব ও বাস্তবতা “ শীর্ষক এক সেমিনার দারুল হাদীস লতিফিয়ার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ।
লণ্ডন সালাহ টাইম ট্যাবল ইউনিফাইড উলামা কমিটির চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সাধারন সম্পাদক ও ইউরোপীয় ইসলামিক ইউনিভার্সিটির রেক্টর ড: আবুল কালাম আজাদ।
ড: আজাদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসনের মাধ্যমে চাঁদের জন্ম -উদয়, সুবহে কাজিব, সুবহে সাদিক, তুলুউ বা সুর্যোদয়, গারুব বা সূর্যাস্ত, যাওয়াল বা সূর্যের হেলে পড়া, ছায়ায়ে আসলী বা সূর্যের মূলছায়া, বিভিন্ন ওয়াক্তের নামাজের সময় নির্ধারনে শরীয়াতের নির্দেশিকা ও গবেষক উলামায়ে কেরামের মতামত, বিভিন্ন এলাকায় নামাজের সময় নির্ধারনের শরয়ী মূলনীতি, একই শহরে ভিন্ন ভিন্ন টাইম নির্ধারনের কারন ও অসুবিধা সমূহ এবং এক্ষেত্রে উলামায়ে কেরামের গবেষনার গুরুত্ব ও ফলাল এবং নামাজ রোজা হজ্বের দিন ও সময় নির্ধারনে সকল মানহাজের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভাবে কাজ করা ও মোশাহাদা বা নিজ চোখে সুবহে সাদিক ও গারুব প্রত্যক্ষ করে সঠিক সময় নির্ধারণে ঐক্যবদ্ধ ভাবে রামাদান, রোজা, ইফতার সুহুর, ঈদ ও হজ্বের দিন তারিখ নির্ধারনে কাজ করার গুরুত্ব নিয়ে গবেষণামূলক বক্তব্য উপস্থাপন করেন।

উপরোক্ত বিষয়ে পরামর্শ ও অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন ইসলামী শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সায়ীদ,ইকরা ইন্টারন্যাশনাল চ্যারিটি ও ইকরা টিভির চেয়ারম্যান ইমাম কাসিম রশীদ আহমদ, দারুল হাদীস লতিফিয়ার উস্তাদ মুফতি মুহাম্মদ ইলিয়াস, কোরআন গবেষক হাফিজ মাওলানা শফিকুর রহমান, মারকাজুল এরশাদুল ইসলামীর চেয়ারম্যান মাওলানা এ কে মওদুদ হাসান, জামিআতুল উম্মাহর সাবেক প্রধান শিক্ষক ও টিভি ওয়ান এর ডাইরেক্টর মাওলানা আবদুর রহমান মাদানী,রিকলেইন মসজিদের খতীব মাওলানা নজরুল ইসলাম, জামিআতুল উম্মাহর উস্তাদ মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, আলহুদা একাডেমির চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির সালেহ, মারকাজুল ইসলামের চেয়ারম্যান মাওলানা শোয়াইব আহমদ, মাজাহিরুল ইসলাম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান মাদানী, জামিয়াতুল খাইর এর পরিচালক ও ইকরা টিভির মুমিনের জীবন অনুষ্ঠানের আলোচক মুফতি আব্দুল মুনতাকীম, ইব্রাহীম কলেজের উস্তাদ মুফতি আশরাফুজ্জামান, দারুল হাদীস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, লতিফিয়ার উস্তাদ মওলানা আব্দুল আওয়াল হেলাল, সেক্রেটারী কারী বদরুল ইসলাম, টিভি প্রেজেন্টার মওলানা আবদুল কুদ্দুস, মুফতি আবদুর রহমান নিজামী, মওলানা মুসলেহ উদ্দিন, কারী সুফিয়ান বিললাহ, মওলানা আমীনুর রহমান, মওলানা হাবিবুর রহমান প্রমুখ।

সেমিনারে আলোচকগণ এ ব্যাপারে আরো গবেষনা ও নিয়মিত মোশাহাদা বা প্রত্যক্ষকরন অব্যাহত রাখা ও সকল মানহাজের উলামায়ে কেরাম ও আইম্যায়ে মাসাজিদকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। শীঘ্রই এরূপ আরো সেমিনার এবং এতে বাঙলা মিডিয়া ও মসজিদ কমিটি সমূহকে সম্পৃক্ত করনের উপর জোর দেয়া হয়। সেমিনার শেষে দারুল হাদীস লতিফিয়ার সৌজন্যে মেহমানগণকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close