নিউজ

সুরমার স্পেশাল কন্ট্রিবিউটর ডরিনা লাইজু’র পিতা শেখ লুৎফুর রহমানের ইন্তেকাল

সুরমা পরিবার ও লণ্ডন বাংলা প্রেসক্লাবের শোক

লণ্ডন ৩০ ডিসেম্বর : সুরমার স্পেশাল কন্ট্রিবিউটর, কবি ও সাংবাদিক ডরিনা লাইজু’র পিতা এবং সুরমা সম্পাদক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শামসুল আলম লিটনের শ্বশুর শেখ লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহিরাজিউন। তিনি গত ২৯ ডিসেম্বর, শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০মিনিটে ইব্রাহীম কার্ডিয়াক সেন্টার, ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়ের জনক মরহুম শেখ লুৎফুর সন্তানসহ অসংখ্যআত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অত্যন্ত সজ্জন ও পরোপকারী হিসেবে পরিচিত শেখ লুৎফুর রহমানের বাড়ী ফেনী জেলার মুহুরিগন্জে। ৩০ ডিসেম্বর ১১টায় মরহুমের গ্রামের বাড়িতে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।

সুরমা পরিবারের শোক:

সাপ্তাহিক সুরমার স্পেশাল কন্ট্রিবিউটর, কবি ও সাংবাদিক ডরিনা লাইজুর পিতা এবং সুরমা সম্পাদক শামসুল আলম লিটনের শ্বশুর শেখ লুৎফুর রহমানের ইন্তেকালে সুরমা পরিবারের তাদের সহকর্মীবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সুরমার প্রধান সম্পাদ ফরীদ আহমদ রেজা, ইংরেজী বিভাগের সম্পাদক সৈয়দ মামনুন মুর্শেদ, সাবেক সম্পাদক কবি আহমদ ময়েজ, ডিপ্লোমেটিক এডিটর শেখ আহমদ, বার্তা সম্পাদক কাইয়ূম আবদুল্লাহ, প্রধান প্রতিবেদক হাসনাত আরিয়ান খান ওস্পোর্টস প্রতিবেদক কবি মুহাম্মাদ শরীফুজ্জামান এক শোকবার্তায় মরহুম শেখ লুৎফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেপরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

লণ্ডন বাংলা প্রেসক্লাবের শোক:

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ডরিনা লাইজু’র পিতা শেখ লুৎফর রহমানের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীরশোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহআহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমেররুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্যধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close