নিউজ

ফেনীতে বিএনপি নেতা মানিকসহ ৯ জন গ্রেফতার-সংঘর্ষে আহত ৪০ জন

।। নুর তানজিলা রহমান।।
ফেনী, ১২ নভেম্বর; ফেনীতে সরকার বিরোধী আন্দোলন দমনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক সহ ৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি প্রথমদিনে তাদের আটক করা হয়।

রবিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রামপুর থেকে বের হয়ে শহরের দাউদপুল এলাকায় এসে অবরোধের সমর্থনে সড়কের উপর শ্লোগান দিতে থাকে এবং সড়কে বসে পড়ে। তখন পুলিশ এসে তাদের বিক্ষোভ মিছিলে লাটিচার্জ করতে থাকলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে পুলিশ ৪ জনকে আটক করে। এসময় পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজাবাহ উদ্দিন ভূঁঞাসহ ৪০ জন আহত হন।

আটককৃতরা হলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী,কালিদহ বিএনপি নেতা মহিউদ্দিন ও ছাত্রদল নেতা আরমান। বিক্ষোভ মিছিলে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিকের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লীবিদ্যুতায়ন সংলগ্নস্থানে বিক্ষোভ মিছিল করার পূর্ব প্রস্তুতিকালে ডিবি পুলিশ গাজী হাবীব উল্লাহ মানিককে আটক করে। পরে তাকে মডেল থানায় হস্তান্তর করে। এর আগে শনিবার রাত ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, যুবদল নেতা মুন্না ও গাড়ির ড্রাইভার ইসমাইল সহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৭। রাত আড়াইটার দিকে তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত গাজী মানিকের বিরুদ্ধে ১ দফা সরকার পতন আন্দোলনে হরতাল ও অবরোধ চলাকালীন সময় বিভিন্ন ঘটনায় ফেনী মডেল থানায় ১০টি মামলা করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, মানিকের বিরুদ্ধে চারটি ও বাবুলের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া গাজী মানিক অন্তত ৮৫টি মামলায় জামিনে রয়েছেন।

ফেনী পৌর বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, গতকাল রাত থেকে আজ পর্যন্ত বিএনপির ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএনপির নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ পর্যন্ত আমরা ৮ জনকে গ্রেফতার করেছি। সম্প্রতিকালে যে নাশকতার মামলাগুলো হয়েছে সেসব মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের নাম বিভিন্ন মামলায় এজহারে আছে তাই মামলা অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close