নিউজ

একদলীয় নির্বাচনের পরিকল্পনা মুক্তিকামী মানুষ বাস্তবায়ন হতে দেবে না- ড. মঈন খান 

২০২৪এ এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারবে না

ঢাকা অফিস, ০৯ নভেম্বর; “রাষ্ট্রপতির সম্মতি পেয়েছি, দ্রুত তফসিল ঘোষণা” করবেন সিইসি’ এই খবরের প্রতিক্রিয়ায় বিরোধীদলের পক্ষ থেকে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করা হয়েছে। বিএনপিরসহ আন্দোলনকারী দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই তফসিল ঘোষণার উদ্যোগে বিষ্ময় প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সাপ্তাহিক সুরমাকে তিনি বলেন, এ মুহূর্তে সরকার একতরফা তফসিল ঘোষণা করলে পুনরায় এটাই প্রমাণিত হবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়। বরং একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়। সরকারের  একদলীয় নির্বাচনের পরিকল্পনা মুক্তিকামী মানুষ বাস্তবায়ন হতে দেবে না।
ড. খান বলেন, সরকারী দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারেও নির্বাচনী বৈতরণী পার হবে। তারপর যেন তেন প্রকারে একটা গৃহপালিত বিরোধী দল সাজিয়ে নির্বিঘ্নে একটি “মেইক বিলিভ” সংসদের নাটক মঞ্চস্থ করবে। তবে, এখন আর ২০১৪ বা ২০১৮ সাল নয়।২০২৪এ এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারবে না। কারণ তাদের “অলটারনেট গণতন্ত্রের” ফানুস ইতিমধ্যেই ফেটে গিয়েছে। কাজেই বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সরকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার হরণ করেই চলবে, এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close