নিউজ

রাষ্ট্রপতির সম্মতি পেয়েছি, দ্রুত তফসিল ঘোষণা- সিইসি

“বিরাজমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ‘তেমন আলোচনা’ হয়নি সিইসি’র”

ঢাকা অফিস, ০৯ নভেম্বর; প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,  রাষ্ট্রপতির সম্মতি পেয়েছি, দ্রুত তফসিল ঘোষণা করবো। বৃহস্পতিবার(৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন কাজী হাবিবুল আউয়াল। 

সিইসি বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছি। তিনি সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশঙ্খলভাবে হবে। এ বিষয়ে রাষ্ট্রপতি সহযাগিতার আশ্বাস দিয়েছন।

রাষ্ট্রপতি বলেছেন, গণতান্ত্রিক, সাংবিধানিক ধারাবাহিকতা যেকোনও মূল্যে অব্যাহত রাখতে হবে। আমরা জানিয়েছি, আমাদের ওপর যে সাংবিধানিক দায়িত্ব আরোপিত হয়ছে ও বাধ্যবাধকতা রয়েছে, সে অনুযায়ী নির্ধারিত সময়ে ও নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে আমরা বদ্ধপরিকর।

সম্ভাব্য সময়সূচির বিষয়ে আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, নির্বাচন অত্যাসন্ন। যেকোনও মূল্যে আমাদের ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে। তাকে জানিয়েছি জানুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে, যেটা এখনও ওই অবস্থায় আছে। আমরা কমিশন সভায় বসে সিদ্ধান্ত নেবো, তারিখ চূড়ান্ত করবো। 

বিরাজমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ‘তেমন আলোচনা’ হয়নি বলে উল্লেখ করেন সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমরা শুধু আমাদের কথা বলেছি। প্রত্যাশা করেছি, শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচন হয়, সে ব্যাপারে সবার সহযোগিতা দরকার। জানতে চাইলে রাজনৈতিক মতানৈক্যের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সিইসি। ব্রিফিংকালে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রস্তুতি অবহিতকরণ বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব জাহাংগীর আলম।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close