নিউজহোম

লণ্ডনে মুজিব ছবি দেখতে গিয়ে সিনেমা হলে মারামারি

কাউন্সিলর ফিরোজ গনিক হারিয়েছেন দাঁত -আরেক কাউন্সিলরের অল্পের জন্য রক্ষা

ছবি: স্ক্রীনশট রানার টিভি’র সৌজন্যে

।। সুরমা প্রতিবেদন ।।
লণ্ডন, ৩০ অক্টোবর : মুজিব দেখতে গিয়ে লেবার পার্টির দুই কাউন্সিলর লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে একজন কাউন্সিলর যুবলীগ নেতার ঘুষিতে দাঁত হারিয়েছেন। এ ঘটনা ঘটেছে ৩০ অক্টোবর  রাত ১১টায়  লণ্ডনের ইলফোর্ড সিনেপ্লেক্সে।

শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে শ্যাম বেনেগালের শতকোটি টাকায় নির্মিত বায়োপিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখতে যান লণ্ডনে বাংলাদেশ হাইকমিশনার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

জানা যায়, হাইকমিশনারের সাথে ছবি তোলা নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম কাউন্সিলার ফিরোজ গনিকে চড়-থাপ্পড় মারলে ফিরোজ গনি প্রতিবাদ করায় সাথে সাথে যুবলীগ নেতা কাজী মাসুম কাউন্সিলর ফিরোজকে এলোপাথাড়ি মারপিট করতে থাকেন। এতে ফিরোজ গনি রক্তাক্ত হন।  ফিরোজ গনির সাথে থাকা কাউন্সিলর মঈন কাদরী  অল্পের জন্য বেঁচে যান।

আহত ফিরোজ গণি আর্তচিৎকারে স্থানীয় আওয়ামী লীগ নেতা আফছার খান সাদেক, ফারুক উদ্দীন, আ স ম মিসবা, জামাল খান, সারব আলী, আহাদ চৌধুরী ও অন্যান্যরা দৌড়ে এসে ফিরোজ গনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফিরোজ গনি দাঁতভাঙ্গা, বুকে ব্যথা ও শরীরের বিভিন্ন স্থানে যখম অবস্থায় চিকিৎসাধীন আছেন। 

লণ্ডনের পুলিশ এ বিষয়ে তদন্ত করছে বলে জানা গেছে।  

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close