নিউজহোম

কানাডার ভিসা পেলেন না ঢাবি ভিসি

ঢাকা অফিস।। ভিসা না পাওয়ায় কানাডায় যেতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার সঙ্গে কানাডার এই সিদ্ধান্তের কোন সম্পর্ক আছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রে ও কানাডা উভয় দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইমিগ্রেশনের তথ্যাদান প্রদান ও নীতিমালা অনুসরণ করে থাকে। উভয় দেশের সঙ্গে এসব বিষয়ে কয়েকটি চুক্তি রয়েছে।

জানা গেছে, ইয়র্ক ইউনিভার্সিটির এক প্রোগ্রামে যোগ দিতে গত ১৫ই জুন ভিসার জন্য ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন তিনি। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি ভিসি। তাই কানাডায় যাওয়ার উদ্যোগ বাতিল করতে হয়েছে তাকে। 

তবে ভিসি মো. আখতারুজ্জামানের দাবি- বিলম্বে আবেদন করায় ভিসা প্রসেসিংয়ে সময় লাগছে। প্রোগ্রামে অংশ নিতে পারবেন না বলে তিনি কানাডা সফর বাতিল করেছেন। তিনি ঢাকায় সাংবাদিকদের বলেছেন, কিছু দুষ্টু লোক এটাকে ভিন্নভাবে প্রচার করতে চাইছে। ভিসা পেতে অনেকের দুই থেকে তিন মাস সময় লাগে। 

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close