নিউজ

মানবাধিকার প্রতিষ্ঠা ও রাজবন্দীদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে গত সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সভা করেছে ইউকে ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল(এফআরআই)।

সংগঠনের সভাপতি মো : রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী বুরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আমারদেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান।বিশেষ অতিথি ছিলেন শিবিরের সিলেট মহানগরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সিপার, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সিনিয়র সহ সভাপতি মো : তরিকুল ইসলাম ও যুক্তরাজ্য যুবদলের সহ সাধারন সম্পাদক নুরুল আলী রিপন।ছালেহ আহমদ এর কোরআন তেলাওয়াতের এর মাধ্যমে প্রতিবাদ সভা শুরু হয়।

সভায় আরও বক্তব্য রাখেন এফআরআই এর সহ সভাপতি আমিনুল ইসলাম মুকুল, আব্দুল গফ্ফার শাহিন, শরীফ রানা, মির্জা আবুল হোসেন, সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেন, কামরুল হাসান রাকিব, মোহাম্মদ আলী, আমিনুল ইসলাম সফর, প্রচার সম্পাদক মো : ফান্টু, ক্রীড়া সম্পাদক রুহল আমিন, শিক্ষা সম্পাদক শেরওয়ান আলী, সহ সাংগঠনিক সম্পাদক মো: বদরুল ইসলাম মো: কামাল আহমেদ ও সাবেক ছাত্রনেতা মো: রাসেল আলম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, অতীতেও শেখ হাসিনা ক্ষমতায় আসার জন্য ২০০১-২০০৬ সাল পর্যন্ত ইউরোপ-আমেরিকার দ্বারে দ্বারে ঘুরেছে, কান্না-কাটি করেছে।এখন সে জনগণের ও প্রবাসীদের শ্রমের টাকায় বিদেশে লবিসট নিয়োগ করেছে জনগণের বিরুদ্ধে।কিন্তু এবার সে আমেরিকায় অপমানিত হয়েছে, ব্রিটেনে অপমানিত হয়েছে।আন্তর্জাতিক মহল বর্তমান বুঝেছে আওয়ামীলীগ যা যা বলে তা মিথ্যা ও ছলনায় ভরা, তাই তারা শেখ হাসিনাকে অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার আর কোন সুযোগ দিতে চায় না।সেজন্য সরকারের প্রতারণা বুঝতে পেরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, ভিসা নীতি ঘোষণা করেছে।কাজেই কোন ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমরা-আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরসরকারের পতন ঘটিয়ে এই আলতাব আলী পার্কে বিজয় উৎসব পালন করব ইনশাআল্লাহ্‌।

প্রধান বক্তা অলিউল্লাহ নোমান বলেন, এই সরকার পরিকল্পিতভাবে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে।নির্বাচন কমিশনসহ প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করেছে।সুতরাং এই সরকারের কাছে দাবি জানিয়ে কোন লাভ হবে না।এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে হলে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে, গণ আন্দোলন, গণ সুনামি ও গণ বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।এজন্য সব ভেদাভেদ ভুলে রাজপথে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করতে হবে।

বিশেষ অতিথি শাহরিয়ার আলম শিপার বলেন, দ্রবমূল্য উর্ধগতির কারণে গরিব মেহনতি মানুষ সারা বছরেও তার বাচ্চাদের মুখে এক টুকরো মাংস তুলে দিতে পারছেনা।বিদ্যুৎ সংকটে মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।তিনি বিদ্যুত উৎপাদনে সরকারের ব্যর্থতাকে দায়ী করে অনতিবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্তিক সরকার গঠনের আহবান জানান |

মানবাধিকার কর্মী এবং ফাইট ফর রাইটের এর সহসভাপতি মো: তরিকুল ইসলাম বলেন, ডা: শফিকুর রহমান এবং সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে, তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।যদি সরকারের শুভ বুদ্ধির উদয় হয় তাহলে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরি করেন অন্যাথায় দেশি বিদেশি আন্দোলন আরও বেগবান হবে এবং দ্রুত আপনাদের পতন ঘটবে।

এফআরআই এর সহ সাধারণ সম্পাদক মো:ইকবাল হুসেন বলেন, বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।সরকার দেশের সাধারণ জনগণ ও বিরোধী দলের নেতাকর্মীদেরকে নানা নির্যাতন-নিপীড়ন, গুম-খুন ও উদ্দেশ্য মুলক বানোয়াট মামলার মাধ্যমে সকল আন্দোলন বন্ধ করে দিতে চায়।কিন্তু আমরা যুক্তরাজ্য থেকে বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে আন্দোলন চালিয়ে যাব যতক্ষন না ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়।

সভাপতির বক্তব্যে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মো: রায়হান উদ্দিন বলেন, বাংলাদেশে কোন মানবাধিকার নাই, কোন বাকস্বাধীনতা নেই অবিলম্বে তা ফিরিয়ে দিতে হবে।যদি মানুষের অধিকার ফিরিয়ে দেয়া না হয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে।অবিলম্বে বেগম খালেদা জিয়া, ডা: শফিকুর রহমান সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো: ইরফানুল হক রাব্বি, ইশতিয়াক হোসেন, মোসা: হামীম আক্তার আলো, নাদিয়া ফাতেমা, মো: আলী হাসান,ওয়াহিদুর রহমান, সাবের আহমদ, আশরাফুল আলম, পীরজাদী তাছনিয়া হোসেন তমা, মো: আরাফাত রহমান,দিলোয়ার করিম সাজু, ফরহাদ আহমেদ রাজিদ, কদ্দুস, মাহফুজুর রহমান খান, মো: আব্দুল খয়ের, মো: জবলুল আলম বিপুল, আলিম উদ্দিন, সোহেল আহমদ, মো: আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন জাফরী, জুবের আহমেদ, আলআমিন প্রমুখ।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close