সম্পাদকীয়

একুশে: এখনো আন্তর্জাতিক কেন নয়?

সম্পাদকীয় নোট

প্রায় দুই দশক পরেও একুশে স্মরণে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পুরোপুরি আন্তর্জাতিক রূপ পায়নি। এতোদিনেও সেটা কেন হয়নি, এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক।

আসলে বাঙ্গালী অর্জনের ক্ষেত্রে পারঙ্গম, কিন্তু অর্জনকে ধরে রাখা এবং তাকে বিকশিত করার ক্ষেত্রে একেবারেই বিপরীত। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো সকল মানুষের মাতৃভাষা ও সংস্কৃতিকে স্বীকৃতি প্রদানের মহিমা নিয়ে। সবকিছু জাতিসংঘ আর ইউনিসেফ করে দেবে এমন ধারণা থেকে আর কিছু করা হয়নি। কিন্তু সব কিছুরই ধারণ করা, অর্জনকে আগলে ধরা ও ছড়িয়ে দেওয়া একটা প্রাতিষ্ঠানিক বিষয়। সেটা করা না গেলে শতাব্দি পরেও একুশে শুধু আমাদের একুশেই থাকবে। কাগজে-কলমে আন্তর্জাতিক দিবস ও থাকবে। কিন্তু স্বমহিমায় প্রতিষ্ঠিত কখনো হবে কিনা এই সংশয় থেকেই যাবে। তারপরও মহান একুশে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। পাশাপাশি বিশ্বের সকল মানুষের মাতৃভাষার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close