নিউজ

লাইসিয়াম কিণ্ডারগার্টেন স্কুলের ২০ বছর পূর্তি উদযাপন

ভবন নির্মানে সহযোগিতা করতে পরিকল্পমন্ত্রীর আশ্বাস

।। সুনামগঞ্জ থেকে সুরমা প্রতিনিধি ।।
সুনামগঞ্জ, ৯ ফেব্রুয়ারী : ঐতিহ‍্যবাহী সৈয়দপুর গ্রামে ২০০২ সালে প্রতিষ্ঠিত লাইসিয়াম কিণ্ডার গার্টেন স্কুলের ২০ বছরপূর্তি আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন হলো গত ৫ ফেব্রুয়ারী। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেলন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। প্রধান অথিতি তার বক্তবে‍্য উক্ত প্রতিষ্ঠানের ভূয়োশী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের জন‍্য ভবন নির্মাণে সহযোগিতার আশ্বা প্রদান করেন।

বক্তব‍্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী জনাব এম এ মান্না এমপি

জগন্নাথপুর বৃটিশবাংলা একডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ এর সভাপতিত্বে ও লাইসিয়াম কিণ্ডার গার্টেনের অন‍্যতম পরিচলাক জিয়াউল সৈয়দ ও সৈয়দ জাবের আহমদ এর পরিচালনায় এতে কোরআন তেলোয়াত করেন সৈয়দ বোরহান আহমদ। প্রধান অথিতিকে দেয়া মানপত্র পাঠ করেন লাইসিয়াম কিণ্ডার গার্টেনের অন‍্যতম পরিচালক সৈয়দ হুমায়ূন রশীদ। স্বাগত বক্তব‍্য রাখেন আম্বর খানা গার্লস স্কুল ও কলেজের অধ‍্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ।

বক্তব‍্য রাখছেন যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব‍্য রাখেন যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলার চেয়ারম‍্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ তসলিমুর রহমান দুলাল, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম‍্যান আবুল হাসান, সৈয়দপুর পাইলট স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা নূরুন নাহার, হোটেল পলাশ-এর এমডি শেখ ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বিজন দে, সাল্ডারল্যাণ্ড সেন্টারের সভাপতি সৈয়দ খালিদ মিয়া অলিদ, লাইসিয়াম-এর অন‍্যতম পরিচালক সৈয়দ শাখায়াত হোসেন কামরান, লাইসিয়াম-এর অন‍্যতম পরিচালক রফিকুল হাসান হিরন, লাইসিয়াম-এর প্রোগাম কো-অর্ডিটর সৈয়দ হোসেন আহমদ, সৈয়দপুর আদর্শ কলেজের প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রহমান, সৈয়দ জামিল আহমদ।

লাইসিয়াম কিণ্ডার গার্টেন এর পরিচালকদের সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী জনাব এমএ মান্নান এমপি

এতে আরও উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন‍্যতম সহ-সভাপতি ছিদ্দীক আহমদ, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মশাহিদ, আশারখান্দি ইউনিয়েনর চেয়ারম‍্যান জনাব আয়ূব খাঁন, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম‍্যান জনাব সদরুল ইসলাম, আব্দুস সোবহান উচ্চবিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান নুর, সাদিক মিয়া কোরেশী, মল্লিক মাকু মিয়া, শেখ রেজুওয়ান, মাওলানা আমিরুল ইসলাম, সৈয়দ শেফুল আমিন ও ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন-এর নবনির্বাচিত সদস্য ও মহিলা সদস্যবৃন্দ।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close