নিউজ

আল জাজিরা’র বিশেষ প্রামাণ্যচিত্র: “প্রধানমন্ত্রীর যত সহযোগী”

“একটি সন্ত্রাসী পরিবার কিভাবে একটি রাস্ট্রযন্ত্রকে দখল করলো”

।। সুরমা প্রতিবেদন ।।
লণ্ডন, ৩০ জানুয়ারী – কাতারভিত্তিক আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা আগামী সোমবার বাংলাদেশ নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র সমপ্রচার করবে।

আল জাজিরার অনুসন্ধান বিভাগের দীর্ঘ সময়ের তথ্য সংগ্রহ ও তদন্ত শেষে এই গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র তারা প্রকাশ করতে যাচ্ছে।

অল দ্যা প্রেসিডেন্ট’স ম্যান মুভির পোষ্টার

প্রধানমন্ত্রীর যত সহযোগী:
একটি সন্ত্রাসী পরিবার কিভাবে একটি রাস্ট্রযন্ত্রকে দখল করলো” শিরোনামে এই প্রামাণ্য তথ্যচিত্র আগামী ১ ফেব্রুয়ারী, সোমবার লণ্ডন সময় সন্ধ্যা ০৮:০০ টায় অর্থ্যাৎ বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় সম্প্রসারিত হবে।
প্রায় ঘন্টাব্যাপী এই ফিল্মের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে (নিক্সন) নিয়ে বানানো বিখ্যাত চলচ্চিত্র “অল দ্যা প্রেসিডেন্ট’স ম্যান”-এর আদলে প্রামাণ্যচিত্রটি নির্মিত হতে পারে বলে লন্ডনে একজন গণমাধ্যম বিশেষজ্ঞ সুরমার প্রতিবেদককে মন্তব্য করেছেন। তাঁর মতে, “অল দ্যা প্রেসিডেন্টস ম্যান” হলিউডের এই মুভিতে দেখানো হয় প্রেসিডেন্ট নিক্সনকে ঘিরে কিভাবে
অপরাধী চক্র হোয়াইট হাউজ ও রাষ্ট্রকে কলুষিত করেছিল; ওয়াটারগেট কেলেংকারীর মাধ্যমে যা বিশ্বের কাছে প্রকাশিত হয়।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close