কমিউনিটি নিউজ

সিআইপি নির্বাচিত হওয়ায় কমর উদ্দিন চৌধুরী পাপলুকে জকিগঞ্জবাসীদের সংবর্ধনা

লণ্ডন, ১৪ ফেব্রুয়ারি- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কমর উদ্দিন চৌধুরী পাপলু বাংলাদেশ সরকার কতৃক সিআইপি নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসীদের পক্ষ থেকে এক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি রবিবার রাতে পূর্ব লন্ডনের একটি হলে এ সংবর্ধনা প্রদান করা হয়। কমিউনিটির মুরুব্বী জনাব মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আলবাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব শামীম শাহান ৷

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার জাহেদ বখত চৌধুরী বলেন, ‘আমাদের টাওয়ার হ্যামলেটসের ব্যবসায়ী পাপলু ভাই বাংলাদেশ সরকার কতৃক সিআইপি নির্বাচিত হওয়ায় কাউন্সিলের পক্ষ থেকে  অভিনন্দন জানাচ্ছি। তিনি হচ্ছেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কাউন্সিলের ইকোনিমিক ও মানুষের চাকুরীর প্লাটফর্ম  তৈরি করে তিনি যে অবদান রেখেছেন এজন্য আমরা গর্ববোধ করি।‘

বিবিসিআই এর সভাপতি সাইদুর রহমান রেনু বলেন, ‘কমর উদ্দিন চৌধুরী পাপুল ভাই বাংলাদেশ সরকার থেকে সিআইপি নির্বাচিত হয়েছেন, এটা বৃটিশ বাংলাদেশীদের জন্য গৌরবের। এটা উনার পাপ্য ছিলো। সরকার যেভাবে কাজের মূল্যায়ন করেছে, আমরাও একই ভাবে মূল্যায়ন করতে হবে। পাপুল ভাই শুধু ব্যবসায়ীনা, উনি একজন দানবীর ও সমাজ সেবী। তিনি ব্যবসার পাশাপাশি সাধারণ কৃষকদের নায্য পাওনা পরিশোধে অন্যন্য ভূমিকা রেখে চলেছেন’।

বাংলাদেশ ইমপোর্টার এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট রফিক হায়দার বলেন, ‘বাংলাদেশ সরকার সঠিক একজন মানুষকে সঠিক কাজের মুল্যায়ন করেছেন তাই আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।‘

দারুল হাদিস লতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, ‘পাপলু ভাই এবং আমি আমরা একই ঘরের মানুষ, আমরা একই এলাকা থেকে এসেছি, পাপলু ভাই একটি সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবার থেকে এসেছেন। শিক্ষা এবং মানুষের কল্যাণে নীরবে কাজ করা উনার পারিবারিক শিক্ষা। প্রচার বিমুখ এই মানুষটি মানুষের কল্যাণে কী পরিমান অবদান রেখে আসছেন তা শুধু আমরা একান্ত ঘনিষ্ঠজনরা সামান্য কিছু বলতে পারি‘।

টাওয়াল হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আয়াছ আলী বলেন, ‘পাপলু ভাই একজন প্রচার বিমুখ মানুষ। তার এই প্রাপ্তিতে আমরা গর্ববোধ করি। তিনি সিআইপি নিতে চাননি, বন্ধু-বান্ধবের কথায় তিনি এটা গ্রহণ করতে রাজি হয়েছেন। তিনি শুধু রেমিটেন্স যোদ্ধা নন, বাংলাদেশে কর্মসংস্থানেও বিরাট অবদান রেখে চলেছেন। তিনি আমাদের জন্য মডেল‘।

সভায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিবিসিসিআই ইউকের সাবেক সভাপতি বশির আহমদ, জিএসির ইউকের চেয়ারম্যান ব্যারিষ্টার আতাউর রহমান, সিলেট সীমান্তিক বি এড কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুর রউফ তাপাদার, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ গোলাম জিলানী, চ্যানেল এস এর সিইও তাজ চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, ডেপুটি স্পীকার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ, কাউন্সিলার কবির আহমদ, সাইদ আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজ হক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার মোঃ আহবাব হোসেন, মকবুল হোসেন, ব্যারিষ্টার কালাম চৌধুরী, কৃষিবিদ নিজাম উদ্দিন, লণ্ডন আওয়ামিলীগের সহসভাপতি সৈয়দ এহছানুল হক, ডাঃ এনায়েত হোসেন চৌধুরী পিন্টু, আব্দুল মোহাইমিন উনু ও কবি মিজানুর রহমান মিরু প্রমূখ৷

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য আতিকুর রহমান চৌধুরী, একে এম মাছুম, আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, মাওলানা মোছলেহ উদ্দিন, হাসনাত চৌধুরী ও মোঃ রুহুল আমিন প্রমূখ ৷

সিআইপি কমর উদ্দিন চৌধুরী পাপলু বলেন, ‘আমার এ পর্যায়ে আসতে সময় লেগেছে বিশ বছর। আমার দীর্ঘ জার্নি ও সম্মান পাওয়ার পেছনে যাদের অবদান রয়েছে আমি এই প্রাপ্তির দিনে তাদেরকে কৃতজ্ঞতার সহিত স্বরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদেরকে আমার এই সিআইপি এ্যাওয়ার্ড উৎসর্গ করছি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যানমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আমার সিআইপি অর্জনের পেছনে সকলের সহযোগিতা রয়েছে। আমার এই প্রাপ্তি দেখে বৃটেনের ব্যবসায়ীরা উৎসাহিত হয়ে বাংলাদেশের সাথে আরো ব্যবসা সম্প্রসারিত করবেন, যার ফলে বাংলাদেশ ও বৃটেন প্রবাসীরা লাভবান হবেন‘। বিশেষ করে তিনি তার দীর্ঘ এ পথচলায় তার সহধর্মিনীর সহযোগিতার কথা স্বরণ করে উনাকে কৃতজ্ঞতা জানান একই সাথে আয়োজনকারী জকিগঞ্জবাসীসহ অনুষ্ঠানে আসা সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় জকিগঞ্জ দারুল হাদিস লতিফিয়া ও জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত ব্যাক্তিকে বরণ করা হয় এবং সম্মাননা স্বারক প্রদান করা হয় ৷ সভায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ীরা, কমিউনিটি ব্যাক্তিবর্গ, রাজনীতিবীদ, সংবর্ধিত ব্যাক্তির পরিবারবর্গ, আত্বীয়স্বজন, কমিটির সদস্যবৃন্দসহ জকিগঞ্জের বিপুল সংখ্যক মানুষ৷ সভা শেষে সংবর্ধিত অতিথির মা-বাবাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close