কমিউনিটি নিউজ

ড্রিম ট্যুরিজমের লণ্ডন শাখার যাত্রা শুরু

লণ্ডন, ২২ নভেম্বর : লণ্ডন থেকে ইউরোপ ভ্রমণের অভাবনীয় সম্ভাবনা নিয়ে শুভ উদ্বোধন হলো ড্রিম ট্যুরিজম লণ্ডন শাখার।গত ১৬ নভেম্বর সন্ধ্যা সাতটায় লণ্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্তোরাঁতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন ড্রিম ট্যুরিজমের ইতালি শাখার প্রধান নির্বাহী আশিক মজুমদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রিম ট্যুরিজম লণ্ডন শাখা ডাইরেক্টর কাজী ফারহানা আলম, ম্যানেজার অপারেশন এন্ড আই টি শফিকুল ইসলাম, মিডিয়া পার্টনার ও ডটএন পিক্স মিডিয়া লিমিটেড এর ডিরেক্টর মুহাম্মদ আলমগীর, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বর্তমান সেক্রেটারি তাইসির মাহমুদ এবং কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আগামী ২৯ ডিসেম্বর লণ্ডন থেকে প্যারিস এর আইফেল টাওয়ার এ নতুন ইংরেজি নববর্ষ উদযাপনের উদ্যেশ্যে ড্রিমট্যুরিজম লণ্ডন শাখার প্রথম ট্যুরের ঘোষণা করা হয়। উক্ত ট্যুরে তিনটি দেশ- ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যাণ্ডস ভ্রমণ করা হবে। তিন রাত ও চার দিনের এই ট্যুর প্যাকেজ মাত্র ৫৯০ পাউণ্ড। এছাড়া বাচ্ছাদের জন্যে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। ৬-১২বছর ৪৫০ পাউন্ড, ২-৬ বছর ২৯০ পাউন্ড এবং ২ বছরের ছোট বাচ্চাদের একদম ফ্রী।

ড্রিম ট্যুরিজম ইতালি শাখার প্রধান নির্বাহী আশিক মজুমদার বলেন, ইউরোপের প্রায় ৩০টি দেশে তিনি গত ১৫ বছর নিয়মিত ট্যুর আয়োজন করছেন। তার দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতায় আলোকে তিনি লণ্ডন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদান করবেন।

কোম্পানির লণ্ডন অফিসের অপারেশনের হেড শফিকুল ইসলাম বলেন, এখন থেকে ড্রিন ট্যুরিজম ইউরোপ এবং ইউকের বিভিন্ন শহরে নিয়মিত ট্যুর আয়োজন করবে। বাংলাদেশি কমিউনিটি যারা দেশী আমেজে এদেশ থেকে গ্রুপে ঘুরতে যেতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। পৃথিবীর দর্শনীয় স্থানের ইতিহাস ও ঐতিহ্য বাংলায় শোনার পাশাপাশি থাকবে হালাল খাবারের ব্যবস্থা আছে।

অনষ্ঠানে লণ্ডনের বাংলাদেশী কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ নিশাথ খুশবুকে ড্রিম ট্যুরিজমের ব্রাণ্ড অ্যাম্বেসেডর ঘোষণা করা হয়। নিশাথ খুশবু বলেন, তিনি ভ্রমণ করতে পছন্দ করেন এবং ড্রিম ট্যুরিজমের সাথে যুক্ত হয়ে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। তিনি আরো বলেন ড্রিম ট্যুরিজমের আগমী ট্যুরে তিনিও ঘুরতে যাবেন এবং সবারসাথে আনন্দ উপভোগ করবেন।

অনষ্ঠাটির উপস্থাপক এবং ডটএনপিক্স মিডিয়ার ডাইরেক্টর মুহাম্মদ আলমগীর ড্রিম টুরিজমের সাথে গত বছর ইতালি ওসুইজারল্যাণ্ড ভ্রমণের সুখকর অভিজ্ঞতা বর্ণনা করেন এবং সবাইকে আসন্ন ট্যুরে অংশগ্রহণের আহবান জানান।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close