কমিউনিটি নিউজ

টি আলী স্যার সম্মাননা পেলেন ২ গুণী শিক্ষক

লণ্ডন, ৩১ জুলাই : মানুষ গড়ার কারিগর শিক্ষকদের কল্যাণে কাজ করছে টি আলী স্যার ফাউন্ডেশন। ২০১৯ সালে  যুক্তরাজ্যেপ্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন শুরু থেকে আর্থিকভাবে অস্বচ্ছল, অসুস্থদের সহায়তা ও গুণী শিক্ষক সম্মাননা প্রদান করছে। এছাড়া শিক্ষকদের অবসরকালীন সময়কে আনন্দময় করতে শিক্ষার্থীদের সাথে একটি হার্দিক সম্পর্ক অটুট রাখার লক্ষ্যে নানারকম সৃজনশীল উদ্যোগ এবং সামাজিকভাবে শিক্ষাগুরুদের সর্বোচ্চ সম্মান জানানোর যে কোন উদ্যোগ নিতে শিক্ষার্থীদের মধ্যেসচেতনতা ও অনুপ্রেরণা দানে কাজ করছে।

সম্প্রতি দুজন গুণী শিক্ষককে তাদের কর্মের স্বীকৃতিস্বরূপ টি আলী স্যার সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- জলঢুপ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক অদ্বৈত কান্ত দাস ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান।

গত ২৫ জুলাই পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের সভাপতি ফয়সল আহমদ রুহেল সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদকরাসেল আহমদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনলন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।বিশেষ অতিথি ছিলেনসাপ্তাহিক জনমত সম্পাদক ও লন্ডন  বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক পত্রিকা প্রধান সম্পাদকও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসাপ্তাহিক দেশ সম্পাদক  তাইসির মাহমুদ। 

অতিথিবৃন্দ সম্মাননা প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মানা ক্রেস্ট তুলে দেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

টি আলী স্যার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের লক্ষ্য ও ধারাবাহিক কাযক্রমের বিস্তারিত তুলে ধরেন- ফাউন্ডার যুগ্মআহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন জাহেদ চৌধুরী স্পিকার টাওয়ার হেমলেট কাউন্সিল, সাংবাদিক রহমত আলী, জেবুল ইসলাম, আনোয়ার হোসেন, কাউন্সিলার কবির হোসেন, শামিম আহমদ, ইমরান আহমদ, সুমন মিয়া, ফখরুল ইসলাম, মিজানুর রহমান

প্রসঙ্গত, টি আলী স্যার ফাউন্ডেশনন ২০২০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের  টি আলী স্যারফাউন্ডেশন সম্মাননা পদক এবং বিশেষ সম্মাননা পদক প্রদান করছে। ফাউন্ডেশন  অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবনী লিখে তাসংবাদপত্রে প্রচার এবং লেখাটি ফ্রেমবন্দি করে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের হাতে শ্রদ্ধার সাথে প্রদান করে থাকে। 

টি আলী স্যার ফাউন্ডেশন এর ট্রাস্টি ফি ইউকে ১০০ পাউন্ড। ইউএসএ ১০০ ডলার এবং ডনার হতে ৫০০ পাউন্ড বা ইউএসডলার নিধারিত করা আছে। এছাড়াও পৃথিবীর যে কোন দেশ থেকে ট্রাস্টি বা ডনার হতে সমপরিমাণ টাকা দিয়ে শিক্ষকদেরকল্যাণে গঠিত এই চ্যারিটি প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন। 

ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের ১৫ নভেম্বর সিলেট জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের  সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২২ ও  সিলেট বিভাগের ১৯ জন শিক্ষককে টি আলী স্যার বিশেষ সম্মাননা দেওয়া হয়। ২০২৩ সাথে সিলেটের হবিগঞ্জ জেলার ৫ জন অবসর প্রাপ্ত গুণী শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৩ এবং ১৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে টি আলী স্যার ফাউন্ডেশন বিশেষ সম্মাননা পদক দেয়া হবে।

উল্লেখ্য তজম্মুল আলী প্রকৃত অর্থেই একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। ভালোবেসে তাঁর অগণিত ছাত্র-ছাত্রীরা নামরাখেন- টি আলী স্যার। ২০১৯ সালে শিক্ষকদের কল্যাণে তার নামেই যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে -টি আলী স্যার ফাউন্ডেশন।www.talisirfoundation.com ওয়েভসাইটে ফাউন্ডেশনের সকল কার্যক্রমের বিস্তারিত যুক্ত আছে।

টি আলী স্যার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার  জলঢুপ গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সালপর্যন্ত দীর্ঘ ৩১ বছর হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি হোস্টেল সুপারের মত গুরুদায়িত্বও পালন করেন। এই গুণী শিক্ষক ২০০০ সালের ২৮ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপে নিজ বাড়ীতেইন্তেকাল করেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close