Opinion

ইউরোপিয়ান কমিশনের প্রতি আইন করে অন্য ধর্মের অবমানা বন্ধের আহবান

॥ শফি আহমেদ ॥

বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইউরোপিয়ানরা অন্য ধর্ম, বিশেষ করে ইসলামকে অবমানা করেই যাচ্ছে। আমরা দেখেছি সুইডেনেআদালত থেকে রায় এনে পুলিশি পাহারায় মুসলিমদের পরম আনন্দের ঈদের দিন, পবিত্র কোরআন জ্বালিয়ে মুসলিম বিশ্বজনতার অন্তরে আগুনের লেলিহান ছড়িয়ে দেয়া হয়েছে। এমন নির্দয় জঘন্য কাণ্ড কিভাবে একটা শান্তি কামী সুশীল সমাজসমর্থন করতে পারে। এটা বিশ্বে ঐক্য, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠার দাবিদার ইউরোপিয়ান কমিশনের নীতির পরিপন্থী তাই তাদেরউচিত আইন করে অন্য ধর্মের অবমানা বন্ধ করা।

(স্বাক্ষর করেন: https://chng.it/mbwqnYLV)

পশ্চিমা সুশীল সমাজ তাদের জ্ঞান বিজ্ঞান এবং বুদ্ধিমত্তা দেশ বিদেশের জন্য প্রগতিশীল মনে করেন। আমাদের দেশেরসুশীল সমাজের ও সমর্থন তারা পেয়ে থাকেন। যে জাতি, ব্যক্তি ভালো কাজ করবেন ভালো সুফল পাবেন ইসলাম তাই বলে। 

কারো ধর্ম কর্মে আঘাত না করেই বাক স্বাধীনতা চর্চা করা যায় এবং ঐক্য, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠার জন্য ইউরোপিয়ানকমিশনকে আইন করে অন্য ধর্মের অবমানা বন্ধ করা প্রয়োজন এই পেটিশনটিতে এর ব্যাখ্যা দেয়া হয়েছে। তাই সবার প্রতিঅনুরোধ সবাই সাইন বা স্বাক্ষর করার মাধ্যমে উক্ত ক্যাম্পেইনে যুক্ত হোন। 

উল্লেখ্য, এরকম প্রতিবাদের সরাসরি ফল না হতে পারে কিন্তু এর সুপ্রভাব পড়ে। প্রতিবাদ করতে হবে এটা ইসলামের দাবী। সেটা যুগপোযোগী পন্থায় করতে হবে। বর্তমান যুগে শান্তিপূর্ণ প্রোটেস্ট, ক্যাম্পেইন, পিটিশন এবং সচেতনতা সৃষ্টি অত্যন্ত প্রয়োজন।

Sheikhsbay
Back to top button
Close
Close