নিউজ

নির্বাচনী ভিলেনদের তালিকা প্রকাশ: ১৮ সালের “পদকপ্রাপ্ত” ৩৪৯ পুলিশ ও র‌্যাব কর্মকর্তা চিহ্নিত

।। সুরমা প্রতিবেদন।।

লণ্ডন, ৯ জুন: ২০১৮ ইং সালের ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে যেসব পুলিশ ও র‌্যাব সদস্যগণ খল নায়কের ভূমিকা পালন করেছিলেন, শেখ হাসিনার নৈশ ভোটের অনৈতিক সরকার তাদের প্রত্যেককে পুরস্কৃত করেছিলেন। নৈশ ভোটে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকার থানায় থানায় ভূড়ি ভোজের আয়োজন করেছিলেন। সুরমা পাঠকদের মনে থাকবার কথা- ৩০ ডিসেম্বর রাতে ভোটের পর ১ জানুয়ারি পুলিশ সদরদপ্তর প্রত্যেক জেলার পুলিশ সুপারের কাছে একটি ধন্যবাদপত্র পাঠিয়েছিলেন। ওই চিঠিতে বলা হয়েছিলো, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর গণতান্ত্রিক পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ পরে ৫ ও ৬ জানুয়ারি দেশের সব থানা ও পুলিশ সদরদপ্তরে সরকার ভূড়ি ভোজের আয়োজন করেছিলেন। শুধু তাই না, আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশন অনুয়ায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় আট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) সহ পুলিশের ৭২ জন কর্মকর্তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি প্রতি বছর পুলিশ সপ্তাহে পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ যে পুরস্কার দেয়া হয়, সেই পুরস্কার দেয়ার ক্ষেত্রেও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন ও সুষ্ঠুভাবে নৈশ ভোট সম্পন্ন করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদেরকেই প্রাধান্য দিয়েছিলেন। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক ও ৬৪ জেলার পুলিশ সুপাররা পদক তালিকায় বিশেষ প্রাধান্য পেয়েছিলেন। ৪ ফেব্রুয়ারি ২০১৯ ইং সালে পুলিশ সপ্তাহের প্রথম দিনে নৈশ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পদক তুলে দিয়েছিলেন। পুলিশ সপ্তাহে ইতিহাসের প্রথমবারের মতো দেশের প্রতিটি জেলার পুলিশ সুপারই পুরস্কৃত হয়েছিলেন। দেশের ১৪টি র্যাব ব্যাটালিয়নের অধিনায়করাও পুরস্কার পেয়েছিলেন। রেকর্ডসংখ্যক, ৩৪৯ জনকে সেবার পদক দেয়া হয়েছিলো। সব জেলার এসপি এবং প্রতিটি র্যাব ব্যাটালিয়নের অধিনায়কের পাশাপাশি পদকপ্রাপ্তির এই সংখ্যাটিও বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড হয়ে থাকবে।

সাপ্তাহিক সুরমা’র গত সংখ্যায় (২ জুন) প্রথম পর্বে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে নৈশ ভোট করে গণশত্রুতে পরিণত হওয়া ৪৫ জন সচিবের তালিকা প্রকাশের পর এবার দ্বিতীয় পর্বে নির্বাচন পদকপ্রাপ্ত ৩৪৯ পুলিশ ও র্যাব কর্মকর্তার নাম প্রকাশ করা হলো।

নৈশ ভোটের কারিগর ও শেখ হাসিনার অনৈতিক আওয়ামী লীগ সরকারের দোসর এবং নির্বাচন পদকপ্রাপ্ত পুলিশ ও র্যা বের এই সদস্যরা হলেন:- জনাব বেনজীর আহমেদ, বিপিএম (বার), বিপি-৬৩৮৮০০০০২১, মহাপরিচালক, র্যাব। জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজি), ডিএমপি, ঢাকা। জনাব মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি, ঢাকা। জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার), ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টাস, পুলিশ অধিদপ্তর, ঢাকা। বিএ-৪৩৮৬ কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম, পিএসসি, প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), র্যাব ফোর্সেস সদর দপ্তর, ঢাকা। বিএ-৪৬৩৫ কর্নেল মোঃ জাহাঙ্গীর আলম, এএফডব্লিউসি, পিএসসি, অতিঃ মহাপরিচালক (অপস্)। জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম-বার, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ইন্টেঃ), ঢাকা রেঞ্জ, ঢাকা। বিএ-৫৩২২ লেঃ কর্নেল মোঃ মাহাবুব আলম, বিপিএম, পিপিএম, পদাতিক, পরিচালক, ইন্ট ও ভারপ্রাপ্ত পরিচালক, অপস্। জনাব আব্দুল কাহার আকন্দ (বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, সিআইডি, ঢাকা। জনাব আতিকা ইসলাম, বিপি-৭৩৯৯০০৯৫৩৭, অতিঃ ডিআইজি, অধিনায়ক, র্যাব-৮। জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম-সেবা, বিপি-৬৮৯৯০০৭৭৬৯, অতিঃ ডিআইজি, অধিনায়ক, র্যাব-১৩। জনাব এ এইচ এম আবদুর রকিব পিপিএম (বার), বিপি-৭৫০৫১০৪৫৬০, উপ-পুলিশ কমিশনার, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব এ, বি, এম, মাসুদ হোসেন, (বিপি-৭৫০৫১০৫০৭৯), পুলিশ সুপার, কক্সবাজার। জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার, (সোয়াট, বিডিইউ, এন্টি ইল্যিগ্যাল আর্মসঃ স্পেশাল অ্যাকশন ডিভিশন), সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, পিপিএম, বিপি-৭৯০৬১১৩৯৬০, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রান্সন্যাশন্যাল ক্রাইম বিভাগ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিটিটিসি, ডিএমপি, ঢাকা।  বিপি-৭৬৩৫ মেজর নাঈম আবদুল্লাহ, আর্টিলারি, র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। বিএ/৭৯৩৬ মেজর মেহেদী হাসান, র্যাব-৭, চট্টগ্রাম। বিপিএম  বিডি/৯৪১০ স্কোয়ার্ডন লিডার শাফায়াত জামিল ফাহিম, পিপিএম, উপ-অধিনায়ক, র্যাব-৭, চট্টগ্রাম। জনাব জাহাঙ্গীর আলম, বিপি-৭৯০৬১২৬৭৬৬, অতিঃ উপ-পুলিশ কমিশনার, স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ নূরে আলম, বিপিএম-সেবা, বিপি-৮২১৩১৫৯৩৮৫, অতিরিক্ত পুলিশ সুপার, এলআইসি শাখা,পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা।  জনাব এসএম জাহাঙ্গীর হাছান, বিপিএম, পিপিএম, বিপি নং-৮৬১২১৪৭৬২৬, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, সোয়াট, বিডিইউ, এন্টি ইল্যিগ্যাল আর্মস: স্পেশাল এ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপি-৮৪১৩১৫৯৪৭২, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, পল্লবী জোনাল টিম, গোয়েন্দা পশ্চিম বিভাগ, ডিএমপি, ঢাকা।  সৈয়দ গোলাম মাওলা, পিপিএম (সেবা), বিপি-৭৩০১০৬১৬৩৬, পুলিশ পরিদর্শক নিরস্ত্র, সিআইডি, ঢাকা। জনাব প্রদীপ কুমার দাশ, পিপিএম (বার), বিপি-৭২৯৫০৮৪৪৪২, নিরস্ত্র পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ, টেকনাপ মডেল থানা, কক্সবাজার। জনাব মোঃ নুর-এ-আলম সিদ্দিকী, ইন্সপেক্টর, ডিবি, বগুড়া। জনাব মোঃ শাহজাহান, পিপিএম, বিপি-৬৭৯১০৭৯২০৩, অফিসার ইনচার্জ, সন্দ্বীপ থানা, চটগ্রাম। এসআই/শহিদুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা। এএসআই/বিকাশ চন্দ্র দে, বিপি-৮১০০০৯৫৪৮৮, সদর মডেল থানা, মৌলভীবাজার। এসআই(নিরস্ত্র)/ মোঃ ওহিদুল ইসলাম, বিপি-৮২০২০৭৮৪৪৭, সদর থানা, চুয়াডাঙ্গা জেলা। বিজেও-৪৬২২৬ সিঃ ওয়াঃ অফিঃ মোঃ মোকারম হোসেন খাঁন, র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ। এএসআই(নিরস্ত্র)/ মোঃ রুহুল আমিন, জেলা গোয়েন্দা শাখা, বগুড়া।  নং-১২৩০৭৬২ ল্যান্স কর্পোরাল মোঃ শহিদুল ইসলাম (সেনা), র্যাব-৭, চট্টগ্রাম। ৭৩৩১৩ ল্যান্স নায়েক সাফায়েত হোসেন, র্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জ। কনস্টেবল/৫১৩ মোঃ সোহরাব হোসেন, বিপি-৬৬৮৫০২৮৮৭৬, সিআইডি, ঢাকা। কনস্টেবল/৩৭৫৩ মোঃ রাসেল মিয়া, বিপি-৯১১১১৫৫৯২০, কোতয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম। নং ১৮১৩১৮৭ সৈনিক মোঃ আরিফুল ইসলাম (সেনা), র্যাব-৭, চট্টগ্রাম। কনস্টেবল/৬৮৫ মোঃ মমিনুল ইসলাম, বিপি-৯৬১৫১৭৫৩৮১, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম। কনস্টেবল/২৬৬৪ মোঃ ইব্রাহিম ইসলাম সুফন, বিপি-৯৮১৭১৯৫৫২৯, পুলিশ লাইন্স, এসএমপি, সিলেট। জনাব মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম, অতিরিক্ত আইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মীর শহীদুল ইসলাম, বিপিএম- সেবা, পিপিএম, অতিরিক্ত আইজি, এসবি, ঢাকা। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজি, টিএন্ডআইএম, ঢাকা। জনাব মোশারফ হোসেন, পুলিশ কমিশনার (ডিআইজি), বিএমপি, বরিশাল, বর্তমানে অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পিপিএম, ডিআইজি, ঢাকা রেঞ্জ, ঢাকা।  জনাব নিবাস চন্দ্র মাঝি, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ। জনাব মোঃ কামরুল আহসান, বিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট। খন্দকার গোলাম ফারুক, বিপিএম সেবা, পিপিএম- সেবা, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম। জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল। জনাব আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব বনজ কুমার মজুমদার, পিপিএম-সেবা, বিপি-৬৫৯১০২০৯২৩, ডিআইজি, পিবিআই, ঢাকা। জনাব গোলাম কিবরিয়া, পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট। ড. হাসান-উল-হায়দার, পরিচালক (ডিআইজি), কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। জনাব মোঃ হুমায়ুন কবির, পিপিএম, ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব ওয়াই এম বেলালুর রহমান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর। জনাব মোঃ মাহাবুবুর রহমান, পিপিএম- সেবা, পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম। ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, ডিআইজি (লজিস্টিক্স), পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। মীর রেজাউল আলম, বিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি, ঢাকা। জনাব মোহাম্মদ আলী মিয়া, পিপিএম, ডিআইজি, এসবি, ঢাকা। জনাব দেবদাস ভট্টাচার্য, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর। জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর। জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপি, ঢাকা। জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম, পুলিশ কমিশনার (ডিআইজি), আরএমপি, রাজশাহী। ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম, ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোঃ আবদুল বাতেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার, (ডিআইজি), ডিএমপি, ঢাকা। চৌধুরী মঞ্জুরুল কবির, পিপিএম (বার), বিপি-৬৬৯৮০৫১৭৭১, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র্যাব-৪। জনাব মোঃ কাইয়ুমুজ্জামান খান, পিপিএম, বিপি-৬৬৯৮০০৭৬৩৪, অতিঃ ডিআইজি, অধিনায়ক, র্যাব-১০। জনাব মোঃ আমিনুল ইসলাম, বিপিএম- সেবা, এ্যাডিশনাল ডিআইজি (পিএম-১), পুলিশ অধিদপ্তর, ঢাকা। শেখ নাজমুল আলম, বিপিএম (বার) পিপিএম (বার), যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ ইমাম হোসেন, বিপি-৭১৯৯০৭১৪০৫, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস), ডিএমপি, ঢাকা। জনাব মোঃ মনির হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা। জনাব এ কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ, খুলনা। জনাব মোঃ মনিরুজ্জামান, বিপিএম-বার, পিপিএম-বার, বিপি-৭৪৯৯০১০০৫৩, অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা। জনাব জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট। জনাব মোঃ মাহবুব আলম, পিপিএম (বার), যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি), ডিএমপি, ঢাকা। পিনং/১০২৬ কমান্ডার মোহাম্মদ মুফতি মাহমুদ খান (ট্যাজ), বিসিজিএম, পিপিএম, বিএন, র্যাব ফোর্সেস সদর দপ্তর, লিগ্যাল এন্ড মিডিয়া উইং, ঢাকা। বিএ-৬১৫০ লেঃ কর্নেল মোঃ সারওয়ার-বিন-কাশেম, পিএসসি, এসি, অধিনায়ক, র্যাব-১, ঢাকা। বিএ-৫৬০৭ লেঃ কর্নেল মোঃ আনোয়ার উজ জামান, পিএসসি, জি, পিপিএম, আর্টি:, অধিনায়ক, র্যাব-২,ঢাকা। বিএ-৪৭০৬ লেঃ কর্নেল মোঃ এমরানুল হাসান, এএসসি, অধিনায়ক, র্যাব-৩, ঢাকা। বিএ-৫৪৪৭ লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম, পিএসসি, পিপিএম, বীর, অধিনায়ক, র্যাব-৫, রাজশাহী। বিএ-৫৪০৫ লেঃ কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, জি+, আর্টি:, অধিনায়ক, র্যাব-৯। বিএ-৬০৭২ লেঃ কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন, পিএসসি, এলএসসি, এএসসি, অধিনায়ক, র্যাব-১৪। বিডি-৮৭৬১ উইং কমা: হাসান ইমন আল রাজীব, লজিস্টিক, অধিনায়ক, র্যাব-৬, খুলনা। বিডি-৮৭১৮ উইং কমান্ডার মোঃ আব্দুল আহাদ, জিডি (পি), পিএসসি, অধিনায়ক, র্যাব-১২। পিনং-১২২২ কমান্ডার রাসেল আহ্মেদ কবীর, (এল), বিএন, অধিনায়ক, র্যাব-১১। জনাব মোঃ সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার, সাতক্ষীরা। জনাব মিরাজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-সেবা, পুলিশ সুপার , নরসিংদী। শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম, পিপিএম- সেবা, পুলিশ সুপার, ঢাকা জেলা। জনাব মোঃ বরকতুল্লাহ খান, পুলিশ সুপার, সুনামগঞ্জ। জনাব মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ সুপার (ট্রেনিং), অতিঃ দায়িত্বে পুলিশ সুপার (জাতীয় জরুরি সেবা৯৯৯), পুলিশ টিএন্ডআইএম, রাজারবাগ, ঢাকা। মোল্যা নজরুল ইসলাম বিপিএম, পিপিএম-বার, বিপি-৭৩০১০২০৮৪০, বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম), সিআইডি, ঢাকা। জনাব জিহাদুল কবির, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর। জনাব মঈনুল হক, বিপিএম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, যশোর। জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, নোয়াখালী। জনাব নুরে আলম মিনা, বিপিএম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চট্টগ্রাম। জনাব মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম- সেবা, পিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়ীয়া। জনাব শাহ আবিদ হোসেন, বিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ। জনাব সাঈদ তারিকুল হাসান, এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব টুটুল চক্রবর্তী, পুলিশ সুপার, সিরাজগঞ্জ। জনাব মোঃ মারুফ হোসেন সরদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, রমনা, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশাল। জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা। জনাব মোঃ আনিসুর রহমান, বিপিএম, পিপিএম (বার), এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ। জনাব শেখ রফিকুল ইসলাম, পিপিএম- সেবা, পুলিশ সুপার, পাবনা। জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম, পুলিশ সুপার, কিশোরগঞ্জ। জনাব জয়দেব চৌধুরী, পুলিশ সুপার, নেত্রকোনা। জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার, তেজগাঁও, ডিএমপি, ঢাকা। জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, পিপিএম, বিপি-৭৫০৩০২০৮৯৬, কমান্ডিং অফিসার (এসপি), ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকা। জনাব এ এফ এম আনজুমান কালাম, বিপিএম, বিপি-৭১০৩০২০৯০০, এআইজি (এলআইসি), পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোঃ মিজানুর রহমান, বিপি-৭২০৩০২০৯০৮, বিশেষ পুলিশ সুপার (গোপনীয়), এসবি, ঢাকা। জনাব মোঃ দেলোয়ার হোসেন, পিপিএম (বার), পুলিশ সুপার, জামালপুর। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার, মতিঝিল, ডিএমপি, ঢাকা। খোন্দকার নুরুন্নবী, বিপি-৭৭০৩০২৭৮৫২, উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (পূর্ব) বিভাগ, ডিএমপি, ঢাকা। জনাব আবদুল মান্নান মিয়া, পুলিশ সুপার, গাইবান্ধা। জনাব এস এম মেহেদী হাসান, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার, দক্ষিণ, সিএমপি, চট্টগ্রাম। জনাব আবিদা সুলতানা, পিপিএম- সেবা, এআইজি (ডিএন্ডপিএস-২), পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব সঞ্জিত কুমার রায়, পুলিশ সুপার, টাঙ্গাইল। জনাব সৈয়দ আবু সায়েম, পুলিশ সুপার, দিনাজপুর। জনাব মোঃ আলিমুজ্জামান, বিপি-৭৬০৩২০৭৮৪৪, উপ-পুলিশ কমিশনার, সাইবার ক্রাইম, ডিএমপি, ঢাকা। জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, পিপিএম- সেবা, বিপি-৭৩০৫১০৮৭৯০, উপ-পুলিশ কমিশনার, ডিবি (পশ্চিম) বিভাগ, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ শহিদুল্লাহ, পিপিএম- সেবা, পুলিশ সুপার, রাজশাহী। জনাব মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম, পুলিশ সুপার, বগুড়া। জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপি-৭৫০৫১০৫১১১, উপ-পুলিশ কমিশনার, সদর দপ্তর ও প্রশাসন, ডিএমপি, ঢাকা।  জনাব এস, এম, শফিউল্লাহ (বিপি-৭০০৫১০৭৭৩০), পুলিশ সুপার, খুলনা। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১ শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মীর আবু তৌহিদ, বিপি-৭৯০৬১১৯৭৩২, পুলিশ সুপার, এলআইসি শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। কাজী শফিকুল আলম, বিপি-৭৪০৬১১২৯২৮, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ডিবি (উত্তর) বিভাগ, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ মাসুদ আলম, বিপি-৮১০৮১২১৬৯২, অতিরিক্ত পুলিশ সুপার, স্টাফ অফিসার টু আইজিপি,পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব ইসতিয়াক উর রশিদ, বিপি-৮১১০১২৬৯০১, অতিরিক্ত পুলিশ সুপার, এলআইসি শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোঃ জাহিদুল হক তালুকদার, পিপিএম (বার), বিপি-৮৩১০১২৬৮৮১, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ শাকিল আহমেদ, বিপি-৮১১১১৪২৫২০, অতিঃ পুলিশ সুপার, র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। জনাব দেবাশীষ দাশ, পিপিএম- সেবা, বিপি-৮৫১২১৪৭৬৯৩, অতিরিক্ত পুলিশ সুপার, এলআইসি শাখা,পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা।  জনাব এস.এম. শিবলী নোমান, পিপিএম-বার, বিপি-৬৩৮৬০৯৯৪৫৫, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ), ডিএমপি, ঢাকা। জনাব সৈয়দ মামুন মোস্তফা, বিপি-৮৭১৩১৫৯৩৮৮, সহকারী পুলিশ কমিশনার (মিরপুর জোন), ডিএমপি, ঢাকা। জনাব মোঃ ফজলুর রহমান, বিপিএম, পিপিএম, বিপি-৬৬৯০১০৪৭০০, সহকারী পুলিশ কমিশনার, ধানমন্ডি জোনাল টিম, ডিবি (দক্ষিণ) বিভাগ, ডিএমপি, ঢাকা। জনাব শ্যামল চৌধুরী, বিপি-৬৫৯০০৪৬৪৪৪, এএসপি, র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। জনাব সৈয়দ রহুল ইসলাম, বিপি-৬৫৯১০৪৬৮১৮, সহকারী পুলিশ সুপার, এসবি, ঢাকা। জনাব মাজহারুল ইসলাম, পিপিএম (বার), অফিসার ইনচার্জ, তেজগাঁও থানা, ডিএমপি, ঢাকা। জনাব শেখ মোস্তাফিজুর রহমান, বিপি-৬৮৯৩০০৬২১৫, পুলিশ পরিদর্শক, ইনচার্জ, মোবাইল মনিটরিং সেল (এমএমসি), গোপনীয় শাখা, এসবি, ঢাকা। জনাব মোঃ সোহেল রেজা, বিপি নং-৬৯৯৫০০৬১৯৩, পুলিশ পরিদর্শক (ছাত্র-শ্রম), স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা। জনাব মোছাঃ শবনম সুলতানা, বিপি-৮১০১০৯৮৬৫৭, এসআই, তেজগাঁও থানা, ডিএমপি, ঢাকা। বিএ-৫০৭৭ লেঃ কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ, বিপিএম (বার), বিপিএম (সেবা), ইবি, অধিনায়ক, র্যাব৭ ও ভারপ্রাপ্ত অধিনায়ক, র্যাব-১৫।  জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব), বগুড়া। (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। জনাব মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল, বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল। (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। বিএ-৭৪৩৮ মেজর মোঃ ফিরোজ কবির, ইবি, র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। বিএ-৭৭০৯ মেজর মোঃ রেজাউর রহমান, ইবি, র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। বিডি/৯৪৩১ স্কোয়ার্ডন লিডার মোঃ রাব্বি হাসান, জি ডি (পি), র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। বিডি-৯২৯৫ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ, র্যাব-৫, রাজশাহী। পিনং-২০৫০ লেঃ কমান্ডার মোঃ তৌফিকুর রহমান, র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। বিএ-৭৩৪৮ মেজর মোহাম্মদ আলী, র্যাব-২, আগারগাঁও, ঢাকা। বিএ-৬১৫৪ মেজর আশিক বিল্লাহ, উপ-অধিনায়ক, র্যাব-১১, নারায়ণগঞ্জ। বিএ-৭৮২৩ মেজর আরমিন রাব্বী, র্যাব-১৩, রংপুর। বিএ-৭৯৮১ মেজর সোহেল রানা প্রিন্স, র্যাব-১৩, রংপুর। জনাব এএএম হুমায়ুন কবীর, বিপি-৭৭০৮১২১৬০২, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিবি-পশ্চিম, ইনচার্জ, বোম্ব ডিসপোজাল ইউনিট, সিএমপি, চট্টগ্রাম। জনাব শম্পা রাণী সাহা, বিপি-৭৮১০১২৬৮৬৪, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুন্ড সার্কেল, চট্টগ্রাম। জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, বিপি-৭৯১০১২৬৭৬৩, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নেত্রকোণা। জনাব মোঃ আহমেদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিপি-৮৩১১১৪২৫১৫, ড্রাগ এনফোর্সমেন্ট এন্ড টেকটিক্যাল সুইপিং টিম, (সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ) সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ গোলাম সাকলায়েন, বিপি-৮৬১২১৪৭৫৫১, অতিঃ উপ-পুলিশ কমিশনার (টিম লিডার), গুলশান জোনাল টিম, ডিবি (উত্তর), ডিএমপি, ঢাকা। জনাস মোঃ একরামুল হক, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত, আরএমপি, রাজশাহী। পি নং/২৭০৬ লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, টেকনাফ ক্যাম্প, র্যা ব-৭, চট্টগ্রাম। জনাব ভাস্কর সাহা, বিপি-৮৫১২১৪৭৭২৫, সিনিঃ এসি (খালিশপুর জোন), কেএমপি, খুলনা। জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, বিপি নং-৮১১৩১৫৯৩৮৩, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা বিভাগ (বন্দর), সিএমপি, চট্টগ্রাম। জনাব এ, বি , এম, মুজাহিদুল ইসলাম, বিপি-৮৮১৩১৫৯৩৭৯, সিনিয়র এএসপি, র্যা ব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। জনাব মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, বিপি-৮৩১৩১৫৯৩৯৬, সিনিয়র এএসপি, র্যা ব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। জনাব মোঃ মাহবুব-উর-রশীদ বিপিএম, পিপিএম, বিপি নং-৬৬৯১০৬৯২৪২, সহকারী পুলিশ কমিশনার, সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ আসলাম আলী, নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ডিবি, বগুড়া। জনাব মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ, পিপিএম, বিপি-৭৬৯৬০৯৫৮৯৫, ইন্সপেক্টর (নিরস্ত্র), অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ। জনাব মোঃ হুমায়ুন কবির, বিপি-৭২৯৯০৩১০০৬, পুলিশ পরিদর্শক, কাউন্টার টেরোরিজম বিভাগ, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ আমিনুল ইসলাম, বিপি নং-৮১০৮১২৩১৪৭, পুলিশ পরিদর্শক (অপারেশন), গুলশান থানা, ডিএমপি, ঢাকা। জনাব আজিজুল হক মিঞা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), বিপি-৭৭০৪০৮০৩৬০, বোম্ব ডিসপোজাল ইউনিট, (সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ), সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব মোহাম্মদ মুমিন খাঁন, পুলিশ পরিদর্শক(নিঃ), বিপি-৭৯০৬১১২৯৯৫, বোম্ব ডিসপোজাল ইউনিট, (সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ), সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব সাব্বির আশিকুল আলম চৌধুরী, বিপি নং-৭২৯৪০১০৯৫১, পুলিশ পরিদর্শক (শঃযাঃ), সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা।  জনাব সদীপ কুমার দাশ, পিপিএম, বিপি- ৭৬০১০৭০৫৯৫, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম। জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার, বিপি-৬৮৯৮০৫৩৫৪৮, অফিসার ইনচার্জ, কক্সবাজার সদর মডেল থানা, কক্সবাজার। জনাব আবুল কালাম, বিপি-৮৫১০১২৩৯৩৬, পুলিশ পরিদর্শক (তদন্ত), সাটুরিয়া থানা, মানিকগঞ্জ।  জনাব মোঃ গিয়াস উদ্দিন, বিপি-৬৭৮৫০২৯১৭৪, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ। এসআই (নিরস্ত্র)/মোহাম্মদ হাবিবুর রহমান, জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ। এসআই (নিরস্ত্র)/জিয়াউর রহমান, বিপি-৮২০২০৯৭৯০৯, ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্র, হবিগঞ্জ। এসআই (নিরস্ত্র)/জাকির হোসাইন, বিপি-৮২১১১৪৫৩৮৪, যাত্রাবাড়ী থানা, ডিএমপি, ঢাকা। এসআই (নিরস্ত্র)/আমিনুল ইসলাম, বিপি-৮৮১৫১৭৩২৬৬, বোম্ব ডিসপোজাল ইউনিট, (সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ), সিটিটিসি, ডিএমপি, ঢাকা। সার্জেন্ট/এসএস শিহাব মামুন, বিপি-৮৩১১১৪৪৯৪৯, ট্রাফিক দক্ষিণ বিভাগ, ডিএমপি, ঢাকা। এসআই (নিরস্ত্র)/মোঃ শরিফুল ইসলাম, বিপি-৮৪০৩০৬৪৩৫৭, টেকনাফ মডেল থানা, কক্সবাজার। এসআই (নিরস্ত্র)/রাজেশ বড়–য়া, বিপি-৮১০১০৫৩১৩৯, শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ি, হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন, কুমিল্লা। এসআই (নিরস্ত্র)/আঃ গাফ্ফার, পিপিএম, বিপি-৭৮৯৮০৫৫৯০১, জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী। এসআই (নিরস্ত্র)/মোঃ মনিরুজ্জামান মোল্লা, বিপি-৭৮৯৮০৬৩৯৩৫, আশুলিয়া থানা, ঢাকা। এসআই (নিরস্ত্র)/কামরুল হাসান, বিপি-৭৮৯৭০২৩৬৬০, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ। এসআই (নিরস্ত্র)/রাসেল আহমেদ, বিপি-৮৪১৩১৫৭৮১২, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ। এসআই (নিরস্ত্র)/নিউটন কুমার দত্ত, বিপিএম, বিপি-৮৪০৩০৮৪০৭৫, অর্গানাইজড ক্রাইম, সিআইডি, ঢাকা।  এএসআই (নিরস্ত্র)/১২৩ মোঃ মিন্টু মিয়া, জেলা গোয়েন্দা শাখা, বগুড়া। এএসআই (সঃ)/৯২৬৮ মোঃ টিপু আলম, বিপি-৭৭৯৭০১৩৭৯৭, সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। এএসআই (নিরস্ত্র)/২১২৮ আব্দুল মালেক, পাঁচলাইশ মডেল থানা, সিএমপি, চট্টগ্রাম। নায়েক/২৯০৫৬ মোঃ মেহেদী হাসান, বিপি-৯৩১২১৪৯৬৪৭, সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। কনস্টেবল/৮০৬ আজিজুল শেখ, বিপি-৯৬১৭২০৩৮৭৯, গোপালগঞ্জ। কনস্টেবল/১৮৩ মোঃ নুরুল ইসলাম, বিপি-৬৭৮৫০৩৮৩৯১, গোপালগঞ্জ। কনস্টেবল/২৩৮২৫ মোঃ মাসুদ রানা, বিপি নং-৯০০৯১২৪০৪৭, সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। কনস্টেবল/৩৩৫৭৪ ইমন হোসেন, বিপি নং-৯৫১৫১৮৯৮৪৬, সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। কনস্টেবল/৩৬৫৩৭ মোশাররফ হোসেন, বিপি নং-৯৬১৬১৮৯৮৪৮, সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। কনস্টেবল/৩৭২২৮ রনি মিয়া, বিপি-৯৭১৬১৮৯৮৫১, সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। কনস্টেবল/৩৯৪৩ আল আমিন, বিপি নং-৯৪১৪১৬৭৫০৬, সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। কনস্টেবল/১২৪৫২ মোঃ লেবু মিয়া, বিপি-৮১০১০২৮৩৭৭, বোম্ব ডিসপোজাল ইউনিট, (সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ), সিটিটিসি, ডিএমপি, ঢাকা। কনস্টেবল/১৬০৯৪ মি. মিখায়েল মন্ডল, বিপি-৮২০১০৭৮৮১৫, বোম্ব ডিসপোজাল ইউনিট, (সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ) সিটিটিসি, ডিএমপি, ঢাকা। কনস্টেবল/১৮৪৩৯ মোঃ রবিউল হাসান রানা, বিপি নং-৯১১১১৩৩২৪৩, সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল অ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। কনস্টেবল/১৫০০ মোঃ সাইফুল ইসলাম, র্যা ব-৭, চট্টগ্রাম। জনাব মাহবুব হোসেন, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, এসবি, ঢাকা। জনাব মোঃ দিদার আহম্মদ, বিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, খুলনা। জনাব জামিল আহমদ, বিপিএম, বিপি-৬৪৯১০০৮০৭১, ডিআইজি, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র্যা ব। জনাব মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।  জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী। জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম, বিপি-৭০৯৮০৪৩৪৬৮, পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা। জনাব মোঃ ইকবাল হোসেন, পুলিশ সুপার, নওগাঁ। জনাব এস এম মোস্তাক আহমেদ খান, পিপিএম, বিপি-৭৫০১০১১৯৯১, উপ-পুলিশ কমিশনার, গুলশান, ডিএমপি, ঢাকা।  জনাব টি,এম, মোজাহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ। জনাব মোঃ জাকির হোসেন খান, পুলিশ সুপার, ফরিদপুর। জনাব মোহাঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার, ঠাকুরগাঁও। জনাব মোঃ মাহবুবুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। জনাব মোঃ মেহেদুল করিম, পুলিশ সুপার, কুড়িগ্রাম। জনাব মোঃ গিয়াস উদ্দিন আহ্মদ, পুলিশ সুপার, পঞ্চগড়। জনাব মোঃ আলমগীর কবীর, পুলিশ সুপার, রাঙ্গামাটি। জনাব মোঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার, সিলেট। জনাব সহেলী ফেরদৌস, এআইজি (কমিউনিটি পুলিশিং), পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা।  জনাব রুমানা আক্তার, বিপি-৭৫০১০১০০৬৮, বিশেষ পুলিশ সুপার, (ফরেনসিক), সিআইডি ঢাকা। জনাব মোঃ জোবায়েদুর রহমান, পুলিশ সুপার, ঝালকাঠী। জনাব মোঃ হামিদুল আলম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার, বন্দর, সিএমপি, চট্টগ্রাম। জনাব মোঃ রশীদুল হাসান, পুলিশ সুপার, জয়পুরহাট। জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, গোপালগঞ্জ। জনাব শামসুন্নাহার, পিপিএম-সেবা, পুলিশ সুপার, গাজীপুর। জনাব সাইফুল্লাহ আল মামুন, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ সুপার, নাটোর। খান মুহাম্মদ রেজোয়ান, পুলিশ সুপার, মাগুরা। জনাব মোঃ আসাদ উল্লাহ চৌধুরী, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা। জনাব মোহাম্মদ শাহ জালাল, বিপিএম, পুলিশ সুপার, মৌলভীবাজার। জনাব বিজয় বসাক, বিপিএম-সেবা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার, উত্তর, সিএমপি, চট্টগ্রাম। জনাব প্রবীর কুমার রায়, পিপিএম-সেবা, ডিসি (ট্রাফিক-উত্তর), ডিএমপি, ঢাকা। জনাব আ,স,ম মাহাতাব উদ্দিন, পুলিশ সুপার, লক্ষীপুর। জনাব মোহাঃ আহমার উজ্জামান (বিপি-৭৫০৩০২০৮৮৬), পুলিশ সুপার, খাগড়াছড়ি। ড. এ এইচ এম কামরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-পূর্ব বিভাগ, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, রংপুর। জনাব এস এম রশিদুল হক, পুলিশ সুপার, লালমনিরহাট। জনাব পংকজ চন্দ্র রায়, পুলিশ সুপার, বাগেরহাট। জনাব মোঃ মোকতার হোসেন, পুলিশ সুপার, ভোলা। জনাব সুব্রত কুমার হালদার, পুলিশ সুপার, মাদারীপুর। জনাব মোঃ মারুফ হোসেন, পুলিশ সুপার, বরগুনা। জনাব মোহাম্মদ সালাম কবির, পুলিশ সুপার, পিরোজপুর। জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম-সেবা পুলিশ সুপার, মুন্সীগঞ্জ। জনাব ফারুক আহমেদ, পিপিএম-সেবা, এআইজি, (পিআইও-২), পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পুলিশ সুপার, বান্দরবান। জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, বিপি, উপ-পুলিশ কমিশনার, মিরপুর, ডিএমপি, ঢাকা। জনাব এস এম জাহাঙ্গীর আলম সরকার, পুলিশ সুপার, ফেনী। জনাব নাসিয়ান ওয়াজেদ, পিপিএম, এআইজি, (ইউএনআ্যাফেয়ার্স), পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোঃ ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার, পশ্চিম, সিএমপি, চট্টগ্রাম। জনাব মোঃ হাসানুজ্জামান, পুলিশ সুপার, ঝিনাইদহ। জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার, ওয়ারী, ডিএমপি, ঢাকা। জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, পুলিশ সুপার, নড়াইল। জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পুলিশ সুপার, নীলফামারী। জনাব মোহাম্মদ মইনুল হাসান, পুলিশ সুপার, পটুয়াখালী। জনাব মোহাম্মদ ইব্রাহীম খান, উপ-পুলিশ কমিশনার, লালবাগ, ডিএমপি, ঢাকা। জনাব মোহাম্মদ উল্ল্যা, বিপিএম-সেবা, (বিপি-৭৬০৫১১৬৩৩৬), পুলিশ সুপার, হবিগঞ্জ।  জনাব আব্দুল্লাহ আল জহির, পিপিএম-সেবা, (বিপি-৭৬০৫১০৪৬০২), বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা। জনাব রিফাত রহমান শামীম, পুলিশ সুপার, মানিকগঞ্জ। জনাব নেছার উদ্দীন আহমেদ, এআইজি (ইনোভেশন এন্ড বেস্ট প্রাকটিস), পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব নাবিদ কামাল শৈবাল (বিপি-৭৫০৫১০৮১৮৩), উপ-পুলিশ কমিশনার, উত্তরা, ডিএমপি, ঢাকা। জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম-সেবা (বিপি-৭৭০৫১০৩৩৩১), পুলিশ সুপার, মেহেরপুর। জনাব ড. মোঃ মঞ্জুরে আলম প্রামানিক, বিপি-৭৮০৫১০৮১৯২, এআইজি (ডেভেলপমেন্ট-৩), পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা, পুলিশ সুপার, রাজবাড়ী। জনাব মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম-সেবা (বিপি-৭৬০৫১০৮১৭৪), উপ-পুলিশ কমিশনার, আইএডি, ডিএমপি, ঢাকা।  জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। ৬৪. জনাব কাজী আশরাফুল আজীম (বিপি-৭৫০৫১১৬৪৮৯), পুলিশ সুপার, শেরপুর। জনাব আব্দুল মোমেন, পুলিশ সুপার, শরীয়তপুর। জনাব এস,এম তানভীর আরাফাত, পিপিএম (বিপি-৭৭০৫১০২৪৬৭), পুলিশ সুপার, কুষ্টিয়া। জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব ছাইদুল হাসান, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। ডাঃ এস এম শহীদুল ইসলাম বিপি-৭২০৬১১৬৫২৩, পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ শাহাদাত হোসেন, বিপি-৭৬০৬১১৯৭৫০, পুলিশ সুপার, পিবিআই, মৌলভীবাজার জেলা। জনাব মাছুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার, অপরাধ (দক্ষিণ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ঢাকা। জনাব এসএম আশরাফুল আলম, বিপি-৭৭০৬১১৯৮২৯, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নেত্রকোনা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। জনাব আ,ফ,ম, আল কিবরিয়া, বিপি-৭৭০৬১১৯৬৮৫, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব মোহাম্মদ সাঈদুর রহমান, বিপি-৭৯০৬১১২৯২৭, অতিরিক্ত পুলিশ সুপার, অপরাধ, (উত্তর), ঢাকা জেলা। জনাব এম. নাজেম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তর, ঢাকা।  জনাব আ, ফ, ম, নিজাম উদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, পার্সোনেল ম্যানেজমেন্ট-১, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোঃ মাহবুব-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার, পার্সোনেল ম্যানেজমেন্ট-১, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর জেলা।  জনাব অশোক কুমার পাল, বিপি-৮৩১০১২৬৭৭৭, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী।  জনাব মোহাম্মদ নূরুল আমীন, বিপি-৭৯১০১২৬৭৬২, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী জোন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা। জনাব এম.এম. মাহ্মুদ হাসান, পিপিএম- সেবা, বিপি-৮২১০১২৬৯১৯, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঝালকাঠি। জনাব এ, এইচ, এম শাহাদাত হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ লিয়াজোঁ অফিসার, রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগ, বঙ্গভবন, ঢাকা। জনাব সুশান্ত সরকার, বিপি-৮৩১০১২৬৮৪৬, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, দিনাজপুর। জনাব মোহাম্মদ নুর আলম, বিপি-৮০১০১২৬৭৯৮, অতিরিক্ত পুলিশ সুপার, র্যা ব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। জনাব মাসুক মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব কাজী মাকসুদা লিমা, অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল, মুন্সীগঞ্জ। জনাব মোঃ আব্দুল্লাহিল কাফী, বিপি-৮৫১১১৪২৫২১, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ধানমন্ডি জোন, রমনা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। জনাব নূরানী ফেরদৌস দিশা, বিপি-৮১১১১৪২৫২৯, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সার্কেল, কুষ্টিয়া। জনাব জ্যোতির্ময় সরকার, বিপি-৮১১২১৪৭৬৯৮, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অপরাধ দক্ষিণ, এসএমপি, সিলেট। জনাব মোঃ মনিরুজ্জামান ফকির, বিপি-৮৫১২১৪৭৬৯০, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সরাইল সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া। জনাব মোঃ মিজানুর রহমান, বিপি-৬৫৮৯০৪৬৮২৬, অতিরিক্ত পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা। জনাব এস. এ. নেওয়াজী, পিপিএম, বিপি-৬১৮৪০৩৮৪৪৫, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), ময়মনসিংহ। জনাব মোঃ মিজানুর রহমান, বিপি-৮১১৩১৫৯৪৪০, সিনিঃ সহঃ পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন), ডিএমপি, ঢাকা। সাবেক সিনিঃ সহঃ পুলিশ কমিশনার (দক্ষিণখান জোন), ডিএমপি, ঢাকা। জনাব মোঃ বদরুল হাসান, বিপি-৮৮১৩১৫৯৪৮৬, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন), ডিএমপি, ঢাকা। জনাব আহসানুজ্জামান, বিপি-৮২১৩১৫৯৩৭৪, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিবি (দক্ষিণ) বিভাগ, ডিএমপি, ঢাকা।  জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, বিপি -৮৬১৩১৫৯৪১৭, সিনিয়র সহকারী পুলিশ সুপার, অর্গানাইজড ক্রাইম, সিআইডি। জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, বিপি-৮৬১৩১৫৯৩৪৫, সিনিয়র সহকারী পুলিশ সুপার, অর্গানাইজড ক্রাইম, সিআইডি, ঢাকা। কাজী শাহ্নেওয়াজ, বিপি-৮২১৩১৫৯৪৯৯, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নেছারাবাদ সার্কেল, পিরোজপুর। জনাব আবু নোমান, সিনিয়র এএসপি, বিপি-৮৬১৩১৫৯৩৬৭, স্পেশাল সিকিউরিটি ফোর্স, ঢাকা। জনাব ইশতিয়াক আহমেদ, বিপি-৮৫১৪১৬৬৩০৯, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিজিটাল ফরেনসিক টিম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা। জনাব মিশু বিশ্বাস, বিপি-৯০১৪১৬৬২২৭, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন), ডিএমপি, ঢাকা। জনাব সাইদ নাসিরুল্লাহ, বিপি-৮৯১৪১৬৬২৫১, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ওয়েবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিম, সিটিটিসি, ডিএমপি, ঢাকা।  জনাব মোহাম্মদ আবুতাহের, সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব ইসরাত জাহান, সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব ফারহানা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা। জনাব সুমন কুমার দাস, সহকারী পুলিশ সুপার, (সাইবার পুলিশ সেন্টার), সিআইডি, ঢাকা। জনাব মোঃ মোস্তফা মঞ্জুর, সহকারী পুলিশ সুপার, এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি। জনাব মোঃ জালাল উদ্দিন, বিপি-৬০৮৩০১০৮০৫, সহকারী পুলিশ সুপার, এসপিবিএন-২, মোহাম্মদপুর, ঢাকা। জনাব আবু মারুফ মোঃ শাহনুর, বিপি-৬৬৯০০৩১২২৮, এএসপি, র্যা ব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা।  জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, বিপি-৭৯০৬১১৫৯৮৮, পুলিশ পরিদর্শক, এনটিএমসি, গোপনীয় শাখা, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা। জনাব একেএম সাহাবুদ্দিন শাহীন, বিপি-৭৩৯৯০৮৩৯৩২, পুলিশ পরিদর্শক (রাজনৈতিক), স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা। জনাব একেএম দৌলত আকবর, বিপি-৬৮৯১০০৬২৩২, পুলিশ পরিদর্শক (ওসি-প্রটোকল), এসসিও, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা। জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), বিপি নং-৭৯০৪১২১৭১২, তদন্তকারী কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম- সেবা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকা জেলা। জনাব মোঃ আশিকুর রহমান, বিপি-৮০০৩১২১৯০২, নিরস্ত্র পুলিশ পরিদর্শক, রংপুর জেলা। জনাব মোহাম্মদ নেজাম উদ্দীন, বিপি নং-৭৮০৫১০১৩৩১, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অফিসার ইনচার্জ, সদরঘাট থানা, সিএমপি, চট্টগ্রাম।  জনাব এম. সাইফুল ইসলাম খালিদ, বিপি-৭০৯৩০০৬১৭৫, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সিআইডি, ঢাকা হতে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় সংযুক্ত। জনাব মোঃ জামাল উদ্দিন মীর, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অফিসার ইনচার্জ, মোহাম্মদপুর থানা, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ পারভেজ ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), বিপি ৮২০৪১০০৩৪৭, ধানমন্ডি মডেল থানা, ডিএমপি, ঢাকা।  জনাব মোঃ মশিউর রহমান, পিপিএম, বিপি-৭৫০০০৮৬৬৩৪, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অফিসার ইনচার্জ, খিলগাঁও থানা, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ নূরে আযম মিয়া, বিপি-৭৪৯৯০৮৫৯৬৪, অফিসার ইনচার্জ, বিমান বন্দর থানা, উত্তরা বিভাগ, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ নূরুল মোত্তাকিন, পিপিএম, বিপি-৬৮৯১০৪০৩৩৮, অফিসার ইনচার্জ, তুরাগ থানা, ডিএমপি, ঢাকা। জনাব মোঃ আবু হাসান কবির, বিপি-৮০০৬১০৩৩০৪, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পিবিআই, রংপুর জেলা। জনাব মোঃ আবুল কাশেম, বিপি-৬৬৮৫১৪১৭০২, পুলিশ পরিদর্শক (নিঃ), পিবিআই, ময়মনসিংহ জেলা।  জনাব মোঃ আব্দুল মজিদ, বিপি-৭৫০১০৪২৯২২, পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, ভৈরব রেলওয়ে থানা। এসআই/মোঃ মহিউদ্দিন, বিপি-৮৪১৩১৪৭৫৪৫, গোপনীয় শাখা, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা। এসআই(নিরস্ত্র)/মোঃ আনিসুর রহমান, বিপি-৬৪৯৬০১০৬৫২, ডিএমপি, ঢাকা হতে প্রেষণে তদন্ত সংস্থা, আইসিটি, ঢাকা। এসআই(নিরস্ত্র)/মোঃ আনোয়ার হোসেন, বিপি-৬৯৮৮০২৯৭৩১, সিংগাইর থানা, মানিকগঞ্জ। এসআই(নিরস্ত্র)/রুপণ কুমার সরকার, বিপি-৮২১১১৫২৬৫৯, জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী। এসআই(নিরস্ত্র)/মোঃ আবু আব্দুল্লাহ জাহিদ, বিপি-৮২০৮১২০৯৮৪, ইনচার্জ, আইসিটি শাখা ও সংযুক্ত- জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ। এসআই(নিরস্ত্র)/মোঃ মমিনুল ইসলাম, বিপি-৯৭৭৮০৯৬২৭২, ওসমানীনগর থানা, সিলেট জেলা। নং-৫৭৭৭৯ হাবিলদার মোঃ আফতাবুজ্জামান, বিজিবিএম, র্যা ব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। এএসআই(নিরস্ত্র)/শাহ আলম, বিপি-৮৮০৬১১৩৫৯৫, এলআইসি শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা।  এএসআই(নিরস্ত্র)/মোঃ কামরুল ইসলাম, বিপি-৮৭০৬১০৫০৩৮, এলআইসি শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা।  এএসআই(নিরস্ত্র)/মোঃ সুমন, বিপি নং-৮৫০৫০৯৮৪১২, পিটিসি, নোয়াখালী। কনস্টেবল/৩৫০ মোঃ শামসুজ্জামান, বিপি নং-৯১১১১৫৫৪৬৭, জেলা গোয়েন্দা শাখা, টাঙ্গাইল। বিডি নং ৪৬৮৯৯৪ কর্পোরাল মোঃ মামুনুর রশীদ, র্যা ব ফোর্সেস সদর দপ্তর, ইন্টেলিজেন্স উইং, ঢাকা। কনস্টেবল/২৭৮ মোঃ রেজাউল করিম, বিপি-৮৪০৪১১৬৭২১, এলআইসি শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা ও কনস্টেবল/৫৭৬ মোঃ আলমগীর হোসেন, বিপি-৮৪০৪০২৬৮২৩, এলআইসি শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, পুলিশ অধিদপ্তর, ঢাকা।

উল্লেখ্য, ২০১৮ সালের ভুয়া নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন ও তাদের সচিবালয়ের অফিসার, আইজিপি, ডিসি, এসপি, ওসি, ডিআইজি এবং আর্মি অফিসার যারা দায়িত্বে ছিলেন, যেসকল ম্যাজিস্ট্রেট ও বিচার বিভাগের কর্মকর্তারা দায়িত্বরত ছিলেন, যেসকল সচিবরা অফিসার্স ক্লাবে গোপন মিটিং করে নির্বাচনে কারচুপি করার পরিকল্পনা করেছিলেন, যেসব কর্মকর্তারা গোপন আদেশে জেলা মনিটরিংয়ের দায়িত্বে নিয়েছিলেন, নির্বাচনের পরদিন থানায় থানায় যারা বিশেষ ভোজের আয়োজন করেছিলেন তাদের সবার নামের তালিকা, পরিচিতি, এবং অপরাধের ধরণ সাপ্তাহিক সুরমা সংগ্রহ করছে। এসব তথ্য মার্কিন দূতাবাস, স্টেইট ডিপার্টমেন্ট এবং পশ্চিমা দূতাবাসগুলোতে প্রেরণ করা হচ্ছে এবং সাপ্তাহিক সুরমায় তা ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।

তৃতীয় পর্বে ২০১৮ সালের নির্বাচনকালীন দেশের প্রতি জেলায় দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকদের নামের তালিকা প্রকাশ করা হবে।

এর মধ্যে নৈশ ভোটে জড়িত না থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে কেউ আবেদন করলে তা বিবেচনা করা হবে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close