নিউজ

জালালাবাদ এসোসিয়েশন ঢাকাকে মুহিবুর রহমানের লিগ্যাল নোটিশ

সুরমা ডেস্ক। জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পাদকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব। গত রোববার সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এমদাদুল হক রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। নোটিশে ফৌজদারি আইনের অপরাধ, মানহানিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম কয়েস সামি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী গত ৯ই মার্চ জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কমিটি বিলুপ্ত ঘোষণা করে ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিবের নামে একখানা পত্র প্রেরণ করেন। এর আগে ৩১শে ডিসেম্বর  এসোসিয়েশনের আন্তুর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টু আরেক পত্রে জালালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতির কাছে কতিপয় বিষয় নিয়ে সতর্ক নোটিশ প্রেরণ করেন। নোটিশ পাওয়ার পর জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব ঢাকার সভাপতি-সম্পাদক বরাবরে ৭ই জানুয়ারি পাল্টা পত্রের মাধ্যমে পত্রের বৈধতা এবং এর জবাবদিহিতা দাবি করেন। কিন্তুু এসোসিয়েশনের পক্ষ থেকে কোনো উত্তর দেয়া হয়নি। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এমদাদুল হক জানান, রোববার ডাকযোগে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম কয়েস সামি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টুর নামে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধে ফৌজদারি আইনের অপরাধ, মানহানিসহ নানা অভিযোগ আনা হয়েছে। নোটিশে তার আইনজীবী উল্লেখ করেছেন, বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা-র সহযোগী সংগঠন খোলা, পরিচালনা কিংবা কোনো প্রকার অনুমোদন-অনুমতি প্রদান করার ক্ষমতা নেই।

তাই সংস্থার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে বিগত ২০১৭ সালের ১৭ই জুলাই জালালাবাদ এসোসিয়েশন ইউকে অনুমোদন এবং পরবর্তীতে গত ৯ই মার্চ উপযাজকীয় কর্তৃত্ব সম্বলিত প্রেরিত পত্র সংস্থার-সংগঠনের পরিপন্থি। লিগ্যাল নোটিশে অভিযুক্ত ৩ জনকে ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় ১০ কোটি টাকার মানহানিসহ নানা অপরাধে মামলা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close