কাউন্ট ডাউন ১০ ডিসেম্বর

সকল বাধা ডিঙিয়ে বিএনপির গোলাপবাগের সমাবেশে মানুষের ঢল

লণ্ডন, ১০ ডিসেম্বর: বিএনপির ঢাকা বিভাগীয় মহসমাবেশ ঠেকাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেশ্যব্যাপী গায়েবি ও মিথ্যা মামলা গ্রেফতারের হিড়িক চলে। গতকাল গণপরিবহন বন্ধ করে রাখা, লঞ্চ ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করা, পথে পথে পুলিশি তল্লাশির নামে হয়রানি, ক্ষমতাসীন দলের নেতকর্মীদের সশস্ত্র পাহারা ও ভয়ভীতি ডিঙিয়ে সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। মাঠ ছাড়িয়ে সায়েদাবাদ থেকে কমলাপুর পর্যন্ত পুরো সড়ক জনসমুদ্রে পরিণত হয়। এর আগে গোলাপবাগে সমাবেশের ঘোষণা হলে মিছিলের পর মিছিল এই সমাবেশ আসতে থাকে শুক্রবার রাত থেকেই।

সমাবেশ সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি অভিনন্দন জানান ড. খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে দলের সিনিয়র নেতারা সমাবেশের মঞ্চে উপস্থিত হলে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোলাপবাগ মাঠ। ‘ফয়সালা হবে কোন পথে, রাজপথে রাজপথে’, ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীরা। এই গণসমাবেশকে ঘিরে সায়েদাবাদ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় মোতায়েন ছিলো। সাঁজোয়া যান, জল কামান, প্রিজন ভ্যানসহ বিভিন্ন যান রাখা ছিলো বিভিন্ন সড়ক মোড়ে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close