নিউজ

তীব্র শীত উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন শহরে মানবাধিকার দিবসের সমাবেশ

সুরমা প্রতিবেদন।
বিশ্ব মানবাধিকার দিবসে বিশ্বের বিভিন্ন শহরে বাংলাদেশের ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তা নিরসনে বিশ্ববাসীর কাছে আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের প্রতি সহমর্মী অনেক ব্যক্তি ও সংস্থা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানবাধিকার কর্মী অংশ নেন। কানাডার অটোয়া, মন্ট্রিয়েল ও টরন্টো, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, ফ্রান্সের রাজধানী প্যারিস এবং অস্ট্রেলিয়ার সিডনিতে এসব সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের আহবান ও সমন্বয়ে স্থানীয় মানবাধিকার, কমিউনিটি ও রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এসব সমাবেশের আয়োজন করে। কানাডা, যুক্তরাজ্য, বেলজিয়াম ও ফ্রান্সে প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী এসব সমাবেশে অংশ নেন।

লন্ডন
লন্ডনে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভের উদ্যোগে ও স্থানীয় ১৫টি মানবাধিকার সংগঠনের উদ্যোগে হাউজ অব কমন্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পার্লামেন্ট স্কয়ার থেকে ১০ ডাউনিং স্ট্রিট পর্যন্ত অনুষ্ঠিত র‌্যালি শেষে সমাপনী বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনার সরকার অব্যাহত গুম-খুনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে যে অপরাধ করেছে সেটার বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। তিনি অনলাইনে যুক্ত হয়ে এই বক্তব্য রাখেন।

লন্ডনের সমাবেশে অতিথি বক্তা ছিলেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের চেয়ার ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম হোসাইন এমবিই। অন্যান্যের মধ্যে বিএনপি’র আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, তেহরিকে কাশ্মীরের সেক্রেটারি রায়হানা ইয়াসমিন আলী, কাউন্সিলর ওহিদ আহমদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, খসরুজ্জামান খসরু,নিরাপদ বাংলাদেশ চাই’র চেয়ার মুসলিম খান ও উপদেষ্টা আব্দুল্লাহ আল মুনিম, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের চেয়ার রায়হান উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সমাপনী বক্তব্যে মাহমুদুর রহমান ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় যেন এই সরকারের ওপর চাপ সৃষ্টি করে এবং মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের বিচার যেন আন্তর্জাতিক আদালতে হয় সে লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখতে হবে।

ড. হাসানাত এম হোসাইন ব্রিটিশ সরকারের প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের মতো জরুরী ইস্যুতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি সেখানকার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতায় খুবই উদ্বিগ্ন। এই সময় ব্রিটিশ সরকার চুপ করে থাকলে তা কমিউনিটিকে বিভ্রান্তিকর বার্তা দেবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা “স্যাংশন শেখ হাসিনা এন্ড হার ডেথ স্কোয়াড”,” ফ্যাসিজম নেভার এগেইন”, “স্টপ হাসিনা- স্টপ ব্লাডশেড ইন বাংলাদেশ” স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

কানাডা
এই উপলক্ষে শুক্রবার ৯ডিসেম্বর কানাডার রাজধানী অটোয়া, মন্ট্রিয়াল ও টরন্টোতে কানাডা বিএনপি মানব বন্ধনের আয়োজন করে।

কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্টের সামনে মানববন্ধন

বাংলাদেশে সীমাহীন দূর্নীতি ও লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, গুম-খুন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ, বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন স্লোগানসম্বলিত বর্ণিল ব্যনার-ফেস্টুন সহকারে সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। মানব বন্ধনে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং ফ্যাসিবাদি শাসক শেখ হাসিনা ও তার ডেথস্কোয়াডের বিরূদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ এবং গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার বাংলাদেশকে সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়।

অবিলম্বে অবৈধ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করা হয়।
প্যারিস
ফ্রান্সে নির্বাসিত লেখক ও জনপ্রিয় রাজনীতি বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য্য’র উদ্যোগে এই দিন প্যারিসের দেয়ালে দেয়ালে বাংলাদেশে গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদী দেয়ালচিত্র অঙ্কন করা হয়েছে।

প্যারিসের দেয়ালে দেয়ালে বাংলাদেশে গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদী দেয়ালচিত্র

প্যারিসে এই দেয়ালচিত্রগুলো নিয়ে ফরাসী মিডিয়া ও বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রামাণ্যচিত্র তৈরী ও প্রচার করে থাকে। ইউরোপীয় একটি মানবাধিকার আর্ট গ্ৰুপ লিচি ডট কমের (এফআইডিএইচ) সহায়তায় ১০ ডিসেম্বর এমনি একটি চিত্রকর্ম সম্পন্ন ও প্রকাশ করা হয়েছে।

রিপাবলিক চত্বরে সমাবেশ

ফ্রান্সের প্যারিসে ঐতিহাসিক মানবতা চত্ত্বর রিপাবলিকে শনিবার এ উপলক্ষে ফ্রান্সের মানবাধিকার সংগঠন জাতীয়তাবাদী নগরিক মুক্তি পরিষদ, সংগঠনের সভাপতি শামীমা আক্তার রুবীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় |
সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন বিশ্বব্যাপি জনপ্রিয় ও নির্ভিক লেখক সাংবাদিক পিনাকী ভট্রাচার্য।‌

প্যারিসের রিপাবলিক চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন মি. পিনাকী ভট্টাচার্য

সভাপতির বক্তব্যে শামীমা আক্তার রুবী বলেন, বাংলাদেশে অবৈধ আওয়ামী সরকার কর্তৃক চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ভোটাধিকার হরণ, ব্যাক্তি ও সংবাদ মাধ্যমের বাকস্বাধীনতা হরণ এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রতিনিয়ত বিরোধী মতের নেতা কর্মীদের নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা । জনস্বার্থের কোনো দাবি বা অধিকারকে কতৃত্ববাদী এই সরকার কোন পরোয়া করছে না। মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ করছে । বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। গুম, খুন,হত্যা,ধর্ষন, নারী নির্যাতন , বিচাবর্হিভুত হত্যাকান্ড বন্ধ করতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, দুর্নীতি , বিদেশে টাকা পাচার, শেয়ার মার্কেট, ব্যাংক লুটপাট বন্ধ করতে হবে, বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে আনার লক্ষে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে হবে , ভোটারবিহীন সরকারকে পদত্যাগ করতে হবে | গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দাবী জানান |

বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি জানান |
পিনাকী ভট্রাচার্য তার বক্তব্যে অবৈধ ভোটচোর সরকারের তীব্র সমালোচনা করেন এবং সেই সময় সমাবেশ থেকে টেইক বেক বাংলাদেশ, ভোট চোর ভোট চোর , খালেদা জিয়ার মুক্তি চাই, বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে |
প্যারিসে প্রচন্ড শীতকে উপক্ষো করে মানবাধিকার দিবসের এই সমাবেশে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তারা বাংলাদেশে ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন।
সংগঠন থেকে বাংলাদেশে মানবতা লঙনের চিত্রসম্বলিত নিযাতনের বিভিন্ন পোস্টার পেষ্টুন প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানায় এবং লিফলেট বিতরন করা হয়|

সমাবেশে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্নান আজাদ , সাংবাদিক মাহবুব হোসাইন, বাগপার সভাপতি এডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন ,নাগরিক মুক্তি পরিষদের উপদেষ্টা ডঃ মোহাম্মদ কামরুল হাছান, সিনিয়র সহসভাপতি মোঃ লুৎফর রহমান, জিতেন্দ্র চন্দ্র, খোরশেদ আলম টিটু, তুহিন , মিলন, মিল্টন সরকার আহবায়ক সর্ব ইউরোপিয়ান যুবদল, মোঃ শফিকুর রহমান, দেওয়ান মাইনুদ্দিন, মোঃ আলামিন, সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মাহমুদ আজম, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ভুইঁয়া, আতিকুজ্জামান আশিক, কাজি তুহিন, আহমেদ জুয়েল, আতিকুল হক আক্তার, আহমেদ জামিল, আব্দুল কাদির, এনামুল হক বিন বারিক, আহমেদ সাহেদ, আরিফ হোসেন, নাসিম আহমেদ, আব্দুর রব রানা,,মনির হোসেন মুন্না, জিশাদ রহমান,আনামুল হক, রাশেদ প্রধান, আজিমুল হক, আবু হানিফ, মোঃ ফখরুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠনের কর্মীবৃন্দ।

বি এন পির সিনিয়র নেতৃবৃন্ সহ বি এন পির সেচ্ছাসেবক দল ,যুবদল , ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ও সাবেক ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী , বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্হিত ছিলেন | বক্তব্য রাখেন, আহসানুল হক বুলু, মিয়া সিরাজুল ইসলাম, এম এ তাহের, এম এ রহিম, মাহবুবুল আলম রাঙ্গা, রশিদ পাটোয়ারী কবির হোসেন পাটোয়ারি , রেজাউল করিম রেজা, কাজল, মানিক মিয়া, রফিকুল ইসলাম জুয়েল, প্রফেসর তসলিম, করিম মাষ্টার, মিলন, টিটু,তুহিন, মিল্টন সরকার, দেওয়ান মাইনুদ্দিন, মোঃ

তারা অবিলম্বে সকল কালাকানুন বাতিল করে বাংলাদেশে বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। অন্যান্যের মধ্যে ব্রাসেলস বিএনপি নেতা ইকবাল হোসেন, সাইদুর রহমান লিটনসহ কমিউনিটি ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close