কাউন্ট ডাউন ১০ ডিসেম্বর

যেকোনো মূল্যে গণসমাবেশ সফল করার ঘোষণা দিলেন মির্জা ফখরুল

লণ্ডন, ৬ ডিসেম্বর: ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের দিকে কেবল দেশের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষও তাকিয়ে আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। খাদের কিনারে দাঁড়িয়ে গেছি। এই সমাবেশকে আমাদের যেকোনো মূল্যে সফল করতে হবে।’

গত সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) সঙ্গে এই সভা করে বিএনপি।

এ সময় তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকার কেমন হবে তা আগামী দিনে সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দেবেন। সরকার পতনের ডাক শুরু হয়ে গেছে। আমরা আর ঘরে ফিরে যাব না। সরকার পতন করেই ঘরে ফিরব।’

আন্দোলনের লক্ষ্য নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। সরকার পতনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন করব। নতুন নির্বাচন কমিশন গঠন করব। তারপর জাতীয় সরকার গঠন করব। আর আমরাই এ দেশের গণতন্ত্র ফিরিয়ে দেব।’

উপস্থিত লোকজনের উদ্দেশে ফখরুল বলেন, ‘এবার সময় এসেছে নতুন করে যুদ্ধ করার। আমাদের হাতে স্বাধীনতার পতাকা আর ওদের হাতে শৃঙ্খলের জিঞ্জির। তারা মনে করে, এদেশ তাদের। এদেশ তাদের বাপের দেশ। আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। বাধাবিপত্তি, গ্রেপ্তার আবারও শুরু হয়েছে। কিন্তু তা উপেক্ষা করে তাঁরা (দলের নেতা–কর্মীরা) কাজগুলো করছেন। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে পেশাজীবী ও বুদ্বিজীবীরা সামনে এগিয়ে এসেছেন। আবারও তাঁরা সামনে এগিয়ে আসবেন। এ যুদ্ধ জনগণের অধিকারের যুদ্ধ। আর যুদ্ধে আমারাই জয়ী হব ইনশা আল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমাদের কর্মসূচির মধ্যে ছিল ১০টি বিভাগে গণসমাবেশ। ৯টি আমরা সফল করেছি। এ দেশের মানুষ সফল করেছে। শত বাধা বিপত্তি উপেক্ষা করে, নদী সাঁতরে পার হয়ে, ভেলাতে চড়ে, সাইকেলে ও হেঁটে এসে দিন–রাত কাটিয়েছে সমাবেশস্থলে। তার জন্য কারও চোখে এতটুকু ক্লান্তি ছিল না। কোনো অভিযোগ ছিল না। গণসমাবেশে আগতদের এতটুকুও চাহিদা নেই প্রাপ্তির জন্য। তাদের একটাই চাওয়া এদের (ক্ষমতাসীনদের) হাত থেকে আমরা মুক্তি চাই। এবার আর রাতের ভোট হবে না। আমরা রুখে দাঁড়াব। দেশনেত্রীকে মুক্ত করব। আমাদের এক দফা এক দাবি- ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক বাংলাদেশ।’

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close