নিউজ

ভয়েস ফর গ্লোবাল প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকের তালিকা প্রকাশ করবে ১৬ ডিসেম্বর

।। নিউজ ডেস্ক ।।
লণ্ডন ১৫ ডিসেম্বর : প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা ও স্বীকৃতি প্রদানের উদ্যোগ নিয়েছে লন্ডনভিত্তিক প্রবাসী অধিকার সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ। প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদানের জন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৫০জনের তালিকা প্রকাশ করবেন আগামী ১৬ ডিসেম্বর। লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে লন্ডন সময় সাড়ে ৫টায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকবৃন্দের প্রথম তালিকা প্রকাশ করবেন। সংস্থার পক্ষ থেকে মার্চ ২০২২ লন্ডনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’এর চেয়ার ড. হাসনাত এম হোসাইন ও ডিজি ওহিদ আহমেদ এক বিবৃতিতে বলেন, ডিসেম্বর আমাদের বিজযের মাস । ৫০ বছর আগের এই দিনে, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ আর লক্ষ প্রাণের আত্মাহুতির বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ।মহান মুক্তিযুদ্ধে মাতৃভূমির এই বিজযের জন্য অসংখ্য প্রবাসীদের আত্মত্যাগ আর অবদান জাতি কোনদিন ভুলতে পারে না। ভযেস ফর গ্লোবাল বাংলাদেশিজ’এর পক্ষ থেকে বিজয়ের ৫০ বছরের এই মহান দিনটিতে ৫০ জন প্রবাসীর প্রথম তালিকা প্রকাশিত করে আমরা জাতির বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করার উদ্যোগ নেয়া হয়েছে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close