কমিউনিটি নিউজ

বাংলা পোস্টের বার্তা সম্পাদক এর দায়িত্ব পেলেন হাসান মুহাম্মদ মাহাদী

লণ্ডন, ২৫ ফেব্রুয়ারী – ব্রিটেনের জনপ্রিয় সাপ্তাহিক বাংলা পোস্ট এর নিউজ এডিটর বা বার্তা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন হাসান মুহাম্মদ মাহাদী।
গত ১৮ ফেব্রুয়ারী বাংলা পোস্ট এর ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাকে বার্তা সম্পাদক ঘোষণা করেন। এদিকে, হাসান মুহাম্মদ মাহাদী এই পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং বাংলা পোস্ট পরিবারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

হাসান মুহাম্মদ মাহাদী এর বাংলাদেশের জনপ্রিয় টিভি গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড এ প্রযোজক, ক্রীড়া বিভাগ এবং ভারপ্রাপ্ত সম্পাদক (অনুষ্ঠান) হিসেবে দীর্ঘদিন করেছেন।
এছাড়া, ইংল্যাণ্ড এবং ওয়েলসে যৌথভাবে অনুষ্ঠিত হয়ে যাওয়া ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার সবক’টি ম্যাচ জিটিভি’তে সরাসরি সম্প্রচারের পাশাপাশি প্রতিটি ম্যাচের শুরুতে ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং ম্যাচের মধ্য বিরতি ও শেষে ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানগুলো মাঠে থেকে সরসরি সম্প্রচার করার প্রধান দায়িত্বেও ছিলেন হাসান মেহদী ।
তিনি ২০০৮ সালে বাংলাদেশের টেলিভিশন নাটক, বিজ্ঞাপন এবং প্রামাণ্যচিত্রের পাণ্ডুলিপি ও সহকারী পরিচালক হিসেবে কাজের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু করেন। এরপর ২০১২ গাজী টিভিতে প্রযোজক হিসেবে যোগদান করে ২০১৯ পর্যন্ত কর্মরত ছিলেন পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকাসহ বিভিন্ন অনলাইনেও লেখালেখি করেন। এরপর যুক্তরাজ্যে (লণ্ডন) আসার পরও একই পেশার সাথে যুক্ত থাকেন।

এদিকে, হাসান মুহাম্মদ মাহাদী নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে বলেন যে, ‘‘বাংলা পোস্ট মহোদয় আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন— এটা অবশ্যই আমার জন্য একটি বিশেষ প্রাপ্তি। এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেলো। তাদের এই আস্থার যথাযথ মূল্যায়ন করে আগামীতে বাংলা পোস্ট’কে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।’’ তাছাড়া বার্তা সম্পাদকের এই দায়িত্ব পাওয়ায় হাসান মুহাম্মদ মাহাদী’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী এবং বাংলা পোস্ট পরিবারবৃন্দ।

উল্লেখ্য যে, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির আস্থা ও ভরসার এই পত্রিকাটি গুটি গুটি পায়ে ১৭ বছর পূর্ণ করে ১৮ বছরে পদার্পণ করছে। বাংলা পোস্ট তার জন্মলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, পক্ষপাতহীন, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ সংবাদের মাধ্যমে পাঠকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close