নিউজ

বাংলাদেশ সেন্টারে অমর একুশ উদযাপিত

সুরমা ডেস্ক।।বাংলাদেশ সেন্টারে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়। সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টারের জেনারেল সেক্রেটারি অধ্যাপক শহীদুর রহমান।
সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে সেন্টারের কালচারাল সেক্রেটারি এ. কে. এম. আব্দুল্লাহ ও সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ এর স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবদুল আহাদ চৌধুরী, মনজ্জির আলী শেঠ, ফেরদৌস রহমান, আব্দুল করিম নাজিম, হেলাল খান, কাউন্সিলর রিতা বেগম, আহমেদ আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা খালেদ চৌধুরী ও আহবাব মিয়া, আবুল কালাম আজাদ ছোটন, ফয়জুল হক, জবরুল ইসলাম, আব্দুল হাফিজ, দুলাল উদ্দিন রায়হান, শেখ শামীম আহমদ, মিসবা রহমান, ইমরান আহমদ, ইফতিখার আহমেদ শিপন, মোজাহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন দেলু, আবিদুর রহমান শিমু, সুলতান আহমদ, আনোয়ার হোসেন, জেবুল ইসলাম, সাদিক আহমদ, দিলাল আহমেদ, হাবিব উদ্দিন লেইস, আব্দুল ওয়াদুদ, আব্দুল কাদির, সৈয়দ সুরুক আহমেদ, আব্দুল হান্নান, জাবরুল ইসলাম, অলি আহমদ, নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম, ইলোরা আহমেদ, অধ্যাপক আব্দুল হাই, তাহির আলী, হিমাংশু গোস্স্বামী, হীরণ বেগ, তুহিন চৌধুরী, আঙ্গুর মিয়া, আতিকুর রহমান লিটন, সিরাজুল ইসলাম, মানসুর আহমেদ শাওন, অলিউদ্দিন শামীম, মনোয়ার ক্লার্ক, মিজু চৌধুরী, রফিকুল হায়দার, আবু জাফর , আব্দুর রহমান , আছানুল হক সুবিন, শওকত মাহমুদ টিপু, নূর উদ্দিন লুদি, আলাউর রহমান অলি প্রমুখ।

অনুষ্ঠিনটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন দিলাল আহমদ। সার্বিক পরিকল্পনা, টেকনোলজি, আইটি ও মিডিয়ার দায়িত্বে ছিলেন মোহাম্মদ শামীম আহমেদ।

দ্বিতীয় পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। বিলেতের জনপ্রিয় টিভি উপস্থাপিকা, অভিনেত্রী ও কণ্ঠ শিল্পী ইফ্ফাত আর খানম উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন হিমাংশু গোস্বামী, জান্নাত ই কাওসার লীনা, জীবন, তাহির আলী, সুমন ভূইয়াঁ, শিপু ও শিপলু। তবলায় ছিলেন মিন্টু গোস্বামী, কি বোর্ডে সুমন ভূইয়াঁ, সাউন্ড ও সঙ্গীত পরিচালনায় ছিলেন বিলেতের বিশিষ্ট নাট্যকার, সংগীতজ্ঞ ও অভিনেতা হীরণ বেগ। অনুষ্ঠিনটিতে গীত জাগরণী গান দর্শক-শ্রোতাদের উজ্জীবিত ও করে। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি আতাউর রহমান মিলাদ ও মোশাহিদ খান।

অনুষ্ঠানেই শেষ পর্বে শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা কৰা হয় এবং বাংলাদেশ সেন্টারের মাধ্যমে বাংলাভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সর্ব সম্মতিক্রমে একটি ঘোষণা গৃহীত হয়। বাংলাদেশ সেন্টারের সিনিয়র সহ সভাপতি মুহিবুর রহমান মুহিবের সমাপনি বক্তৃতা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close