কমিউনিটি নিউজ

কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মুমিন উদ্দীনের ইন্তেকাল

লণ্ডন, ১৯ ফেব্রুয়ারী : লণ্ডনের কমিউনিটি ব্যক্তিত্ব, বিলেতের সুপরিচিত সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক কবি ফারুক আহমদরনির পিতা আলহাজ্ব মুমিন উদ্দীন ১৭ ফেব্রুয়ারী বিকেলে রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহিওয়াইন্না ইলাইহি রাজিউন।

মরহুম মুমিন উদদীন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন। ৭১ সালে স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করতেবিলেতের বাঙালীদের সকল কর্মকাণ্ডে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ৬০ এবং ৭০ এর দশকে পূর্ব লন্ডনে সামাজিক, সাংস্কৃতিক এবং বর্ণবাদী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি পূর্ব লণ্ডনের বাঙালী কমিউনিটির একজনঅত্যন্ত সুপরিচিত- সজ্জন ব্যক্তি ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। মুমিন উদদীনের গত কয়েক বছর দেশে কাটিয়ে সম্প্রতি লণ্ডনে এসেছিলেন। গতসপ্তাহে ইনফেকশনজনিত কারণে রয়েল লণ্ডন হাসপাতালে ভর্তি হলে গতকাল রোববার ইন্তেকাল করেন।মরহুম মুমিন উদদীনেরআদি নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেবারাই সারেং বাড়ী। মৃত্যুকালে তিনি তিন পুত্র তিন কন্যা এবং অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জেষ্ঠ পুত্র কবি ফারুক আহমদ রনি তার বাবার আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। হাসপাতালেরআনুষ্ঠানিকতা শেষে হয়তো আগামী মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বাদ যোহর ইস্ট লণ্ডন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close