নিউজহোম

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, সব দল নির্বাচনে অংশ নেয়নি :যুক্তরাজ্য

মিনহাজুল আলম মামুন।

লন্ডন ৮ জানুয়ারী; যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৮ জানুয়ারী) এক বিবৃতিতে বলেছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতা–কর্মীকে গ্রেপ্তার করা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

নির্বাচন সামনে রেখে এবং নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।’ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলে, ‘সব দল নির্বাচনে অংশ নেয়নি। সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।’

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close