নিউজ

শেখ হাসিনাকে ১০০ নোবেলজয়ীসহ ১৬০ বিশ্বনেতার কঠোর বার্তা

ড. ইউনূসকে হয়রানি বন্ধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করুন

।। সুরমা ডেস্ক ।।
লণ্ডন, ২৮ আগষ্ট : ড. ইউনুসকে হয়রানি বন্ধে বিশ্বনেতারা এবার আরও কঠোর অবস্থান নিলেন। এবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলাচিঠিতে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেছেন, “আমরা আন্তরিকভাবে কামনা করি তিনি যেনো নিপীড়ন বা হয়রানি মুক্ত হয়ে তার উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হন।” ১০০ নোবেলজয়ীসহ ১৬০ বিশ্বনেতার একযোগে কোনো বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশের ঘটনা নজিরবিহীন বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। তারা বাংলাদেশের গত দুটি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে আশা প্রকাশ (প্রকারান্তরে অনাস্থার সুরে নিশ্চিত করার সতর্কবার্তা) করেছেন, (শেখ হাসিনা যেন) “আগামীতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান (প্রদর্শন) নিশ্চিত করবেন”। উক্ত খোলাচিঠির ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী বরাবর ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ী সহ ১৬০ জনেরও বেশি বিশ্বনেতা একটি নতুন চিঠিতে স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা প্রেসিডেন্ট, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের মতো ব্যক্তিত্ব। উক্ত চিঠিতে স্বাক্ষরকারীদের একজন, রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস এক বিজ্ঞপ্তিতে চিঠিটি প্রকাশ করেছেন।

চিঠির শুরুতে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা” সম্বোধন করে লেখা হয়েছেঃ আমরা নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি।

কিন্তু, সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি যে, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল।

বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তা হলো- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা। আমরা উদ্বিগ্ন যে, সম্প্রতি তাকে টার্গেট করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। এর আগে ৪০ জন বিশ্বনেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন এই চিঠিটি তার উপর ভিত্তি করে গড়ে তোলারই চেষ্টা।

আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে, আপনি অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।

তারপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিশেষজ্ঞদের ভূমিকা রাখার সুযোগ সহ আপনার দেশের মধ্য থেকে নিরপেক্ষ বিচারকদের একটি প্যানেল দ্বারা অভিযোগের পর্যালোচনা করা হবে। আমরা নিশ্চিত যে, তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী এবং শ্রম আইনের মামলাগুলোর যে কোনও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার করলে তিনি খালাস পাবেন।

আপনি জানেন যে, ‘কীভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ আন্তর্জাতিক অগ্রগতির জন্য একটি শক্তি হতে পারে’ এ নিয়ে প্রফেসর ইউনূসের কাজ আমাদের সকলের জন্য অনুপ্রেরণামূলক।

সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশিরা কীভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রেখেছেন তিনি তার একটি প্রধান উদাহরণ। আমরা আন্তরিকভাবে কামনা করি তিনি যেনো নিপীড়ন বা হয়রানি মুক্ত হয়ে তার উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হন।

চিঠির সমাপ্তি টানা হয়েছে এভাবে “আমরা আশা করি, আপনি এই আইনি সমস্যাগুলোর সমাধান একটি সমীচীন, নিরপেক্ষ এবং ন্যায়সংগত পদ্ধতিতে নিশ্চিত করবেন। এর পাশাপাশি আসছে দিনে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান (প্রদর্শন) নিশ্চিত করবেন। সামনের দিনগুলোতে কীভাবে এই বিষয়গুলোর সমাধান করা হয় তা ঘনিষ্ঠভাবে নজরে রাখার জন্য আমরা বিশ্বের লাখ লাখ উদ্বিগ্ন নাগরিকদের শিবিরে যোগ দেবো”।

বিবৃতি প্রদানকারী  নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতাদের মধ্যে রয়েছেন-

Nobel Laureates:

PEACE

Barack H. Obama, 2009 José Ramos-Horta, 1996 Mairead Corrigan-Maguire, 1976 Shirin Ebadi, 2003, Leymah Roberta Gbowee, 2011 Albert Arnold Gore Jr., 2007 Tawakkol Karman, 2011 Denis Mukwege, 2018, Nadia Murad, 2018, Maria Ressa, 2021, Oscar Arias Sanchez, 1987 Juan Manuel Santos, 2016, Rigoberta Menchu Tum, 1992 Jody Williams, 1997

CHEMISTRY

Peter Agre, 2003, Thomas R. Cech, 1989, Martin Chalfie, 2008, Emmanuelle Charpentier, 2020, Aaron Ciechanover, 2004, Johann Deisenhofer, 1988, Jacques Dubochet, 2017, Joachim Frank, 2017, Walter Gilbert, 1980, Alan Heeger, 2000, Richard Henderson, 2017, Dudley R. Herschbach, 1986, Avram Hershko, 2004, Roald Hoffmann, 1981, Robert Huber, 1988, Martin Karplus, 2013, Brian K. Kobilka, 2012, Yuan T. Lee, 1986, Robert J. Lefkowitz, 2012, Jean-Marie Lehn, 1987, Michael Levitt, 2013, Tomas Lindahl, 2015, Paul L. Modrich, 2015, John C. Polanyi, 1986, Jean-Pierre Sauvage, 2016, Sir John E. , alker, 1997, Arieh Warshel, 2013, Sir Gregory P. Winter, 2018

ECONOMICS

Oliver Hart, 2016, Finn E. Kydland, 2004, Paul R. Milgrom, 2020, Edmund Phelps, 2006, Alvin E. Roth, 2012, Vernon L. Smith, 2002, Joseph E. Stiglitz, 2001,

LITERATURE

J. M. Coetzee, 2003, Herta Muller, 2009, Orhan Pamuk, 2006, Wole Soyinka, 1986

MEDICINE

Harvey J. Alter, 2020, David Baltimore, 1975, Françoise Barré-Sinoussi, 2008, J. Michael Bishop, 1989, Elizabeth H. Blackburn, 2009, William C. Campbell, 2015, Peter C. Doherty, 1996, Jeffrey Connor Hall, 2017, Leland H. Hartwell, 2001, Jules A. Hoffmann, 2011, Tasuku Honjo, 2018, H. Robert Horvitz, 2002, Sir Michael Houghton, 2020, Craig C. Mello, 2006, Edvard Moser, 2014, May-Britt Moser, 2014, Sir Paul M. Nurse, 2001, Ardem Patapoutian, 2021, Sir Peter J. Ratcliffe, 2019, Charles M. Rice, 2020, Sir Richard J. Roberts, 1993, Michael Rosbash, 2017, Gregg L. Semenza, 2019, Hamilton O. Smith, 1978, Jack W. Szostak, 2009, Harold E. Varmus, 1989, Eric F. Wieschaus, 1995, Torsten N. Wiesel, 1981, Michael W. Young, 2017

PHYSICS

Barry Clark Barish, 2017, Steven Chu, 1997, Andre Geim, 2010, Sheldon Glashow, 1979, David J. Gross, 2004, John L. Hall, 2005, Takaaki Kajita, 2015, Anthony J. Leggett, 2003, John C. Mather, 2006, Michel Mayor, 2019, Arthur B. McDonald, 2015, Konstantin Novoselov, 2010, Giorgio Parisi, 2021, James Peebles, 2019, Roger Penrose, 2020, William D. Phillips, 1997, H. David Politzer, 2004, Brian P. Schmidt, 2011, Horst L. Stormer, 1998, Daniel C. Tsui, 1998, Carl E. Wieman, 2001, David J. Wineland, 2012

Elected Officials & Business and Civil Society Leaders

Abdulaziz Altwaijri, Director-General of ISESCO 1999-2019, Enzo Amendola, Member of Parliament, Italy and Former Minister of European Affairs, Ban Ki-moon, 8th Secretary General of the UN, Laura Boldrini, Former President of the Parliament, Italy, Bono, Musician and Activist, Dumitru Bragish, Prime Minister of Moldova 1999-2001, Sir Richard Branson, Founder, Virgin Group, Jesper Brodin, CEO, Ingka Group (IKEA), Sharan Burrow, Former General Secretary, International Trade Union Confederation, Kathy Calvin, Former President and CEO, UN Foundation, Hillary Rodham Clinton, Former U.S. Secretary of State, Emil Constantinescu, President of Romania 1996-2000, Mirko Cvetkovic, Prime Minister of Serbia 2008-2012, Sam Daley-Harris, Founder, RESULTS and Civic Courage, Marian Wright Edelman, Founder and President Emerita, Children’s Defense Fund, Maria Fernanda Espinosa, President of the UN 73rd General Assembly, Ameenah Gurib Fakim, President of Mauritius 2015-2018, Christiana Figueres, Former UN Climate Change Executive Secretary, Walter Fust, Director-General Swiss Agency for Development and Cooperation 1993-2008, Peter Gabriel, Musician, Ron Garan, Former NASA Astronaut, Kul Gautam, Former Deputy Executive Director of UNICEF and Assistant Secretary General of the UN, Pamela Gillies, Former Vice Chancellor and Professor Emerita, Glasgow Caledonian University, Peter C. Goldmark, Jr., Former CEO, Rockefeller Foundation and International Herald Tribune, Justice Richard Goldstone, South African Former Judge and Former Chief Prosecutor of the UN International Criminal Tribunals for the Former Yugoslavia and Rwanda, Dr. Jane Goodall, DBE, Founder, the Jane Goodall Institute & UN Messenger of Peace, Mats Granryd, Director General, GSMA, John Hewko, CEO, Rotary International, André Hoffmann, Vice Chairman, Roche Holding AG, Arianna Huffington, Founder and CEO, Thrive Global, Mo Ibrahim, Entrepreneur and Philanthropist, Mladen Ivanic, President of Bosnia and Herzegovina 2014-2018, Baroness Helena Kennedy, KC Member of the House of Lords UK, Kerry Kennedy, President, Robert F. Kennedy Human Rights, Vinod Khosla, Venture Capitalist, Zlatko Lagumdzija, Former Prime Minister of Bosnia and Herzegovina, Annie Lennox, Singer, Songwriter, and Activist, Yves Leterme, Prime Minister of Belgium 2008, 2009-2011, Igor Luksic, Prime Minister of Montenegro 2010-2012, Giorgi Margvelashvili, President of Georgia 2013-2018, Rexhep Meidani, President of Albania 1997-2002, Hiro Mizuno, UN Special Envoy on Innovative Finance and Sustainable Investments, Narayana Murthy, Founder, Infosys, Susan Ness, Board Member, Vital Voices Global Partnership, Jacqueline Novogratz, Founder and CEO, Acumen, Francis Martin O’Donnell, Ambassador of SMOM to Slovakia 2009-2013, Resident Coordinator UN/UNDP Ukraine 2004-2009, Serbia and Montenegro 2000-2004, Jean Oelwang, Founding CEO and President, Virgin United, Dr. Michael Otto, Chairman of the Supervisory Board Otto Group, Borut Pahor, President of Slovenia 2012-2022, Rosen Plevneliev, President of Bulgaria 2012-2017, Paul Polman, Business leader, Sir Malcolm Rifkind QC, Former UK Defense Secretary and Foreign Secretary, Lord George Robertson, Former Secretary General, NATO, Mary Robinson, Former Prime Minister of Ireland, Ismail Serageldin, Co-chair Nizami Ganjavi International Center, Vice President of the World Bank 1992-2000, Emeritus Librarian of Alexandria, Wayne Silby, Founding Chair, Calvert Funds, Yeardley Smith, Actress, Sharon Stone, Mother, Petar Stoyanov, President of Bulgaria 1997-2002, Laimdota Straujuma, Prime Minister of Latvia 2014-2016,Dr. David Suzuki, Prof. Emeritus, University of British Columbia, Boris Tadic, Former President of Serbia, Eka Tkeshelashvili, Deputy Prime Minister of Georgia 2010-2012, Minister of Foreign Affairs 2008, Hamdi Ulukaya, Founder, Chairman and CEO, Chobani, Raimonds Vejonis, President of Latvia 2015-2019, Melanne S. Verveer, Executive Director of the Georgetown Institute for Women, Peace and Security at Georgetown University, Vaira Vike-Freiberga, President of Latvia 1999-2007, Co-chair Nizami Ganjavi International Center, Filip Vujanovic, President of Montenegro 2003-2018, Kateryna Yushchenko, First Lady of Ukraine 2005-2010, Viktor Yushchenko, President of Ukraine 2005-2010

Nicola Zingaretti, Member of Parliament, Italy

Concerned Citizens

Susan Davis (New York, USA), Roshaneh Zafar (Lahore, Pakisan), Dr. Eldrid Herrington (London, UK), Jo Ousterhout (Lisbon, Portugal), Beth Malcolm (Toronto, Canada), Prof. Dr. Morshed Nasir (Bangladesh), Laura Mosedale (London, United Kingdom), Dr. Sabrina Scherzer (Trondheim, Norway), Rebecca Eastmond (London, UK), Juliet Valdinger (London, UK).

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close