নিউজ

খৃষ্টান সম্প্রদায়সহ  সংখ্যালঘুদের উপর  হামলা ও নিপীড়নের  প্রতিবাদ

সুরমা প্রতিবেদন।বাংলাদেশের বিভিন্নপ্রান্তে খৃষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদজানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা।

ঢাকা থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,  বিচারহীনতার সংস্কৃতি ও আওয়ামী সরকারের দমননীতির কারণে দিন দিন সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েই চলেছে। ইতিমধ্যে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দমনে সরকার একশ্রেণীর দালালকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিবৃতিতে তিনি আওয়ামী লীগ সরকারের সংখ্যালঘু নির্যাতনের খতিয়ান তুলে ধরে অবিলম্বে এসব ঘটনার বিচার দাবী করেন।

বাংলাদেশ খৃষ্টান এসোসিয়েশনের সভাপতি তাঁর বিবৃতিতে বলেন, আওয়ামী দুঃশাসনের আমলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খৃষ্টানসহ সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচার – নিপীড়ণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।১৯৭১’এ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে খৃষ্টানদের  অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।অথচ প্রতীকী কিছু সুযোগ দিয়ে সকল ক্ষেত্রে তাদের অবহেলা ও বঞ্চিত করা হয়।এব্যাপারে বেশ কয়েকটি দৃষ্টান্ত তিনি তুলে ধরেন।

  •  ১৯৭৪ সনে আওয়ামী বাকশালীরা খৃষ্টানদের প্রতিষ্ঠান নটরডেম কলেজে হোস্টেল বিল্ডিং  হামলা ও ভাঙচুর করা হয়।
  • ১৯৯৬ সনে ক্ষমতায় এসেই আওয়ামী লীগ সন্ত্রাসীরা লক্ষীবাজারস্থ সেন্ট জেভিয়ার চার্চ এর সম্পত্তি দখলের চেষ্টা করে ।
  •  ২০০১ সনে বানিয়ারচর গির্জায় বোমা হামলায় ১০ জন নিহত।
  • ২০১৬ সনে নাটোরে সুনীল গোমেজ হত্যা।
  • ২০১৬ সনে রাজশাহীর বনপাড়ায় খৃষ্টান পল্লীতে হামলা।
  • ২০১৬ সনে  মধুপুরে সংখ্যালঘু আদিবাসীদের সম্পত্তি জবর দখল।
  • ২০১৯সনে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামে খৃষ্টান স্কুল শিক্ষক গাব্রিয়েল কস্তা ও উনার সহধর্মিনী বিনা পিরিজকে পিটিয়ে গুরুতর আহত করে যার বিচার আজও হয়নি।
  • ২০২১ সনে জামালপুরের বকশীগঞ্জে  সুবর রাসংকে হত্যার চেষ্টা।
  • ১৮ই অক্টোবর  ২০২১ বিডি নিউজ ২৪. কম পত্রিকায় প্রকাশিত হাওয়া সংবাদ এ বাংলাদেশ হিন্দুবৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত দাবি করেন, নয় বছরে হিন্দুদের উপর সাড়ে ৩ হাজারের বেশি হামলার তথ্য দিলেও প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি। দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি মণ্ডপে কুরআন অবমাননার কথিত অভিযোগ তুলে বেশ কয়েকটি মণ্ডপ ও স্থাপনা ভাংচুর হয়। তার জের ধরে তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি পূজামণ্ডপে হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিসাব দেয়।
  • আইন ও সালিশ কেন্দ্র আসকের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আট বছর নয় মাসে হিন্দুদের উপর ৩ হাজার ৬৭৯টি হামলা হয়েছে।
Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close