নিউজ

দলিতদের দ্রোহ

লণ্ডন, ২৬ আগষ্ট – ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেদারনইয়াম ও কারুর অঞ্চলগুলোর মন্দিরে চলছে উৎসব। দলিত সম্প্রদায়ের লোকজন উৎসবে যোগদানের জন্য গেলে তাদের মন্দিরে প্রবেশে বাধা দেয়া হয়। ভারতীয় গণমাধ্যমের বরাতে রাজ্যের দলিত সম্প্রদায়ের মানুষজন জানায়, ভেদারনইয়ামে মহাশক্তি আমমান মন্দিরে একটি উৎসবের সময়ে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়। আর এ কারণেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ৬ পরিবারের ইসলাম গহণ করার পরপরই আরও ৫০ পরিবার ইসলাম গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যায়।

https://www.jagonews24.com/m/religion/news/520586

নিপীড়িত নির্যাতিত মানুষ মানবিক মর্যাদার জন্য ব্রাহ্মণ্যধর্মের শৃঙ্খলা থেকে পালাতে চাচ্ছে এক দিকে। অন্যদিকে, ভারতের ব্রাহ্মণ্যবাদী সরকার চাচ্ছে ‘এন্টি-ধর্মান্তর’ বিল এনে শৃংখলে বেঁধে রাখতে। (মূলধারার সৌজনে‍্য)

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close