নিউজহোম

সরকারি লুটপাটের আন্তর্জাতিক তদন্তের দাবিতে লন্ডনে কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ ১৩ মে’২৪ সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যশনাল (এফআরআই) এর আহবানে বাংলাদেশের সরকারদলীয় লোকদের লুটপাটের আন্তর্জাতিক তদন্তের দাবিতে লন্ডনের ফরেইন এন্ড কমনওয়েলথ অফিসের সামনে এক বিশাল মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ রায়হান উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান।

এফআরআইয়ের সহ সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর, সিরাজুম মনির, রেজাউল করিম খান ও শিমুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ সভাপতি আহমদ আলি, আমিনুল ইসলাম মুকুল, আইন বিষয়ক সম্পাদিকা এডভোকেট রোকশানা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদিকা মোছাঃ নাজমুন নেছা দ্বীনা, সাদেক কেয়ার ক্লাবের চেয়ারম্যান সাদেক আহমদ, ওলামা দলের সভাপতি মাওলানা শামিম আহমেদ, ইউকে বিএনপির সহ প্রচার সম্পাদক ডঃ মোঃ মঈনুল ইসলাম ও রাইটস কনসার্ন ইউকের সভাপতি শফিক খান।বক্তব্য রাখেন, জাসটিস ফর ভিক্টিমস এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম, এফআরআইয়ের সহসভাপতি আবুল মনসুর, ফাইট ফর রাইটস ইন্টারন্যশনাল এর সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মোঃ কামরুল হাসান রাকিব , শেরওয়ান আলী, মোহাম্মদ ইকবাল হোসেন ,সহ সাংগঠনিক সম্পাদক এম এম ইয়াজদিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, অনলাইন বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া সুজা, সহ অফিস সম্পাদক তোফায়েল আহমদ, নির্বাহী সম্পাদক তজমুল আলী ,নিজাম উদ্দিন ,মাজেদ আহমদ উজজল, কাউছার আহমদ চৌধুরী, মোঃ মহসিন মিয়া ও মোঃ আব্দুল আহাদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুল ইসলাম লিটন বলেন, আমরা কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিশ্বের সকল দেশের সরকার প্রধান এবং ইউকের ফরেইন মিনিস্টার ডেভিড ক্যামেরনকে জানাতে চাই, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, আইনের শাসন এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা আপনাদের হস্তক্ষেপ কামনা করছি।

প্রধান বক্তা অলিউল্লাহ নোমান বলেন, দেশের জনগণের টাকা লুটপাট করে সরকারদলীয় লোকেরা বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলছে।একজন প্রতিমন্ত্রীর লন্ডনের মত জায়গায় ৩৫০ বাড়ি কিভাবে হয় সাধারণ মানুষ তা সরকারের কাছে জানতে চায়! পুলিশের সাবেক আইজি হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে কুক্ষিগত করে রিসোর্ট গড়ে তুলে।আমরা সকল লুটপাটের আন্তর্জাতিক তদন্ত দাবি করছি আজকের সমাবেশ থেকে।সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন বলেন, সাবেক ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান যুক্তরাজ্যে যে বাড়ি কিনেছে তা জনগণের টাকা হরণের মাধ্যমে করেছে।কিন্তু নির্বাচনী হলফ নামায় বলছে তার কোন সম্পত্তি নাই।আমরা ফরেন মিনিস্ট্রির কাছে বিদেশে পাচারকৃত সম্পদের আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি। যদি তদন্ত না করেন তাহলে আমরা আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক বালাগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তহুর আহমদ ,সাবেক মদন-মোহন কলেজের সাবেক শিবির সভাপতি নাসিম হোসাইন,যুবদল নেতা মোঃ হাসনাত আল হাবিব, মোঃ আমিনুল ইসলাম, রানু মিয়া সাবেক ছাত্রদল নেতা সিলেট মহানগর, এম এম বড়লেখা ডিগ্রি কলেজের সাবেক শিবির সভাপতি তারেক আহমেদ কামরুল ইসলাম, মোক্তাদির আহমদ, মোঃ মুজাক্কির আলী, জিল্লুর রহমান সাইমুন, আব্দুল হামিদ তাজুল, জাওয়াদ আহমদ, অলিদ আহমদ খান, খোরশেদ আলম, তারেক ইবনে জালাল, সরিফা বেগম, ইকুয়াল রাইটস এর ক্যাম্পেইন বিষয়ক সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম তারেক।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মানবাধিকার কর্মী শাহাব ফারহান চৌধুরী, মোঃ অহিদুজ্জামান, আব্দুল হাকিম,সোহাইল আহমদ, মোঃ তহুর আহমেদ, মোঃ মুজাক্কির আলী, মুহিত আহমদ আব্দুর রহমান,রাহিদ আলি, মাহবুব হাসান মাহফুজ, আনিসুর রহমান, আফজাল হোসেন, সৈয়দ গজনফর আলি, রানু মিয়া, শরিফা বেগম,মরিয়ম, জুনেদ আহমদ, মো জাকিরুল ইসলাম ,শাহজাহান আহমদ, শেখ আশরাফুজ্জামান নরউইচ বিএনপি, মো কামাল হোসেন, আব্দুস সালাম,আব্দুল আহাদ, মুন্সী আসাদুল ইসলাম, আশরাফ চৌধুরী, জুনেদ আহমদ, নাজমুল হোসাইন, মো মুজিবুর রহমান, মেহেদী হাসান সোহান, শাব্বির আহমেদ, রুহুল আজিজ, রিয়াজ উদ্দিন, কাজী মাহমুদ আহমদ নাবিল, জামাল উদ্দিন আহমদ ,আমিরুল মেমিন রেজা,বদরুল ইসলাম,তারেক আহমদ, তানজিদুর রহমান তানভীর, মারিয়া বেগম,মাজিদ মিয়া, আলমগীর আলম চৌধুরী, সাইফ উদ্দীন খান সাদি, মুজিবুর রহমান, সাদিক আহমদ, মোক্তাদির আহমদ, মো মিজানুর রহমান, সৈয়দ হাফিজ আহমদ, মো এহসানুর রহমান, আব্দুল আলী, ইমতিয়াজ আহমদ ইমন, মো হাবিবুর রহমান, আব্দুল আহাদ, জামাল উদ্দিন আহমদ, আমিনুল ইসলাম, জাওয়াদ,অলিদ, এমাদ, মোহাম্মদ রাহি আহমদ, কাজী ইমদাদ আব্দুর রহমান, তজমুল আলি, এ কে এম রুহুল আমিন সরকার,মোহাম্মদ আব্দুল কবির, রুহুল আমিন, রুমান আহমদ, আব্দুল্লাহ আল নাহিদ, উসুফ আহমেদ ,মাহফুজ আহমদ, আশরাফুল আলম শামিম, জুবায়ের আহমদ,সোহেল আহমদ,জোফায়েদ আহমদ,সালমা আক্তার, মিলন কাজী, আব্দুল হাকিম,আইমান আহমদ,মামুনুর রশিদ,ইউসুফ আহমদ,ছাদি আহমদ চৌধুরী, ছাবিদ মিয়া, ইমরান আহমেদ,জুনেদ,এস এম শামসুজ্জোহা,আশরাফ চৌধুরী শুভ ইশরাত জাহান নাজমিন, আতিক চৌধুরী শিপলু,লিটন মিয়া, এম আশরাফ উদ্দিন, রাবুল মিয়া, মো এমদাদুর রহমান,মোহাম্মদ মাজেদ হোসেন, আফছার আহমেদ চৌধুরী, নাঈমুর রহমান,মো সোয়াইবুর রহমান,আলি হোসেন, আজহারুল ইসলাম রাহি,আলী হোসেন ,মোহাম্মদ শামসুল ইসলাম,আফসার আহমদ চৌধুরী, আশরাফ আহমদ সাদিক,রাহিদ আলি, আব্দুল আলী, মোহম্মদ তানভীর হোসেন সিদ্দিকী প্রমুখ।

Tags
Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close