নিউজহোম

শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে ধাওয়া খেয়েছে লন্ডনে ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তা

লন্ডনে ইন্ডিয়া হাউজ ঘেরাও করেছে রাইট অফ দ্যা পিপল’এর শতাধিক মানবাধিকার কর্মী, এনিয়ে লন্ডনে ভারতীয় হাইকমিশন অবরুদ্ধ হলো দুইদফা

লন্ডন, ৭মে; লন্ডনে মানবাধিকার কর্মীদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতীয় হাই কমিশনের একজন কর্মকর্তা। ভারতীয় এই কর্মকর্তা হাইকমিশন থেকে বেরিয়ে চিৎকার করে ইংরেজিতে বলতে থাকে ”বাংলাদেশের উচিত ভারতের কাছে আজীবন কৃতজ্ঞ থাকা। তারা আবার বয়কট করে কিভাবে? তোমরা (বাংলাদেশ) আসলে পাকিস্তান রয়ে গেছো। এইজন্য পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে কথা বলছো।” এসময় ইন্ডিয়া হাউসের সামনে বিক্ষোভরত তরুণরা প্রথমে তার কথা শুনেন ও তাকে তাদের বিক্ষোভের কারণ বোঝাতে চেষ্টা করেন। সীমান্তে নির্বিচার হত্যাকান্ড এবং বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপ বন্ধের দাবিতে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন “রাইটস অফ দ্যা পিপল” এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা সমাবেশকে আক্রমণ করে চিৎকার করতে থাকলে বিক্ষুব্ধ তরুণরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। এসময় লন্ডনের এই গুরুত্বপূর্ণ এলাকা অল্ডউইচ, যেখানে সুপ্রিম কোর্টসহ অনেক বিশেষ স্থাপনা রয়েছে, উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মুখে ওই ভারতীয়কে পুলিশ সরিয়ে দেয়ার চেষ্টা করে ও কর্মকর্তা একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয়। বিক্ষোভকারীরা ওই কর্মকর্তার পরিচয় জানতে চাইলেও তিনি তার পরিচয় প্রকাশে অস্বীকার করেন।

গ্লোবাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউমেন রাইটস এর আহবায়ক শামসুল আলম লিটন সঙহতি প্রকাশ করে বক্তব্য রাখেন

ইন্ডিয়া হাউজের সামনে এই বিক্ষোভ সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফি’র সভাপতিত্বে, সেক্রেটারি ফয়েজ আহমদ ও সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মাসুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ওলী উল্লাহ নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ সিদ্দিকী, সংগঠনটির উপদেষ্টা সৈয়দ জুলকারনাইন জুম্মা।

আসাদুজ্জামান শাফি তার বক্তব্যে ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় খাদ্যদ্রব্যে বিষাক্ত উপাদান সম্পর্কে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলা, সীমান্ত হত্যা এবং বাংলাদেশে হস্তক্ষেপ বন্ধের আহবান বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। তিনি অবিলম্বে এই আহবানে সাড়া না দিলে মালদ্বীপ, নেপাল আর শ্রীলংকার মতো বাংলাদেশ থেকেও ভারতকে আজীবনের জন্য বয়কট করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।

গ্লোবাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউমেন রাইটস এর আহবায়ক শামসুল আলম লিটন রাইটস অফ দ্যা পিপল’এর সকল নেতাকর্মীকে নানামুখী হুমকি মোকাবেলা করে ইন্ডিয়া হাউস ঘেরাও কর্মসূচির মাধ্যমে প্রবাসী জনগণের আকাঙ্খা তুলে ধরার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের কর্মসূচি কমুনিটির সকলকে উজ্জীবিত করবে। তিনি গ্লোবাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউমেন রাইটস’এর আহবানে আগামী ২১মে জার্মানীর রাজধানী বার্লিন ও ১০ জুন কানাডার অটোয়াতে ভারতীয় দূতাবাস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট কমিউনিটির প্রতি আহবান এবং বিশ্বের প্রত্যেক শহরে একই কর্মসূচি গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে বাংলাদেশকে যেকোনো মূল্যে সফল হতে হবে। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ভারতীয় পণ্য বর্জন দিয়ে শুরু। ইন্ডিয়া আউটের মাধ্যমে হবে শেষ। পিন্ডির কবল থেকে মুক্ত হয়েছি; দিল্লির কবল থেকে মুক্তি শুধু সময়ের ব্যাপার।

ঘেরাও কর্মসূচীতে বক্তারা ৬ দফা দাবী জানিয়ে বলেন, সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধ করতে হবে। দেশের সকল ক্ষেত্রে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। বাংলাদেশে অগণতান্ত্রিক ফ্যাসিবাদি সরকার নয়, গণতন্ত্র ও মানবাধিকারকে গুরুত্ব দিতে হবে। তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য পানি দিতে হবে। বাংলাদেশে বাণিজ্য বৈষম্য কমাতে হবে। বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সাধারন সম্পাদক জুমেল হুসাইন, মো: সানাউর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক মো: কাওছার আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন শাকিব, মানবাধিকার কর্মী আশিক উদ্দিন, আবুল কালাম আজাদ লস্কর, সহ-সেক্রেটারি কাওছার আহমেদ রিফাত, সহ- সেক্রেটারি মো. রেজাউল করিম, দিলোয়ার করিম সাজু, পাবলিকেশন সেক্রেটারি: রুবেল আহমদ, জাহেদ হোসাইন, আব্দুল্লাহ আল নাঈম, সাইফুর রহমান মনি, ফাহিম চৌধুরী, শিপন আহমেদ, আলমগীর সামী, সৈয়দা রিপা বেগম, জবা আক্তার শুভা, মৌসুমী আক্তার সূবর্ণা, নাইমা সুলতানা, শরিফা বেগম, সাবিনা ইসলাম, মো: আব্দুল হাকিম সানিয়াদ, আশিক মোছাদ্দক নাঈম, রাসেল আহমদ, আব্দুল্লাহ নাঈম, মোশাহিদ আলী, মনসুরুল হাসান জাকারিয়া, আল আমিন ইসলাম, মো জামিরুল ইসলাম চৌধুরী, শাকিল আহমদ, মুন্সী আসাদুল ইসলাম, আরাফাত রহমান, জাহিদুল হাসান, রেদোয়ান আহমেদ, আশরাফুল ইসলাম, রানা ইফতেখার রশিদ, মো আব্দুল কবির, মো: নাসিফ উদ্দিন, রেজাউল হক, জাবের চৌধুরী, মোঃ আশিকুর রহমান, জাহিদুল হক মোমেন, নাইমা সুলতানা, মোঃ নাসিফ উদ্দিন, জাহিদুল হাসান, মোহাম্মদ নাজমুল হক, জুন্না আহমদ, মুন্সী আসাদুল ইসলাম, সায়মন আহমেদ, মো: এনামুল হাসান, মো জামিল আহমেদ, বিপ্লব মাহমুদ, মোহাম্মদ মুজিবুর রহমান, মিজানুর রহমান, রেদুয়ান আহম্মেদ, আলী আশরাফ, সুলতান আহমেদ, আফজাল হুসাইন শাকিল, শিমুল ইসলাম, মো: নূরুল ইসলাম (তোতা মাস্টার), আরিফুজজামান উকিল, মো: জাহেদুল ইসলাম, শাহরিয়ার আহমদ মাহি, তানভীর আহমদ শোভন, বেলাল আহমদ, মিলাদ আহমদ, মোঃ কামাল হোসাইন, ঈসা মোহাম্মদ, ইব্রাহিম মোহাম্মদ, আবু তাহের নাহিম, রায়হান উদ্দিন, নাঈম আহমদ, কামাল উদ্দিন, মিজান আহমেদ, মো: জহুর আলী নাঈম, বদরুল আমিন, কাজী মোজাম্মেল হুসাইন, মাহফুজুর রহমান মোবারক, ফেরদৌস আহমদ, ফাহিম আহমেদ, আবু তাহের জাকওয়ান, নিকোলাস মল্লিক, মো সিরাতুল ইসলাম আবির, জহিরুল ইসলাম মাহি, তারেক ইবনে জালাল, জুনেদ আহমদ জুনায়েদ, মাহবুবুর রহমান, মিজানুর রহমান মাছুম, ফাহিম আহমদ, আসরারুল হক, মাহি আহমদ, মোঃ জিল্লুর রহমান সাইমুন, মো আশরাফুল ইসলাম, সৈয়দ গজনফর আলী, এনামুল হক সাব্বির, ফাহমিদ আহমদ, এস এম আবিদ রেজা, ইমরুল হক ইমু, আব্দুল মুমিন রাহী, মো: ইছহাক চৌধুরী, নাঈম হোসেন, মোহাম্মদ ফয়সাল বিন মাহবুব, শামসুল ইসলাম, আব্দুল হাই সুফিয়ান, মাসউদ আহমদ মোফাসসির, আশরাফুজ্জামান জুয়েল, মো: জাবের চৌধুরী, শাহরিয়ার আহমদ, মস্তাক আহমদ, রেদুয়ান আহম্মেদ, শামীম আহমদ, জাহেদ হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, মো: রিফাত উজ্জামান, ঈসা মোহাম্মদ, ইব্রাহিম মোহাম্মদ, মো আবুল হাসনাত খান, মোহাম্মদ নাদিম খান, আব্দুল মুমিন রাহি, এমাদ উদ্দিন, নাহিদ আহমেদ, মুহিবুর রহমান বুলবুল, শাহীন সরকার, মো : ওমর ফারুক ইমন, সৈয়দ ফায়েদ আলী, আফজাল হোসাইন, কাজী মোজাম্মেল, রাসেল আহমেদ তালুকদার, হুসাইন, মোঃ আতাউর রহমান, মাহফুজুর রহমান মোবারক, ফেরদৌস আহমদ, জাহাঙ্গীর আলম, ফজরুল ইসলাম, আবু তাহের নাহিম, রাসেল আহমেদ, মোহাম্মদ ফুজেল আহমেদ, রফিক উদ্দিন, শাকিল আহমেদ, শাহ মাহমুদুল হাবিব ইমন, ইমতিয়াজ খান ও গোলাম মোস্তফা নিজাম,মোঃ বিল্লাল মিয়া , মোঃ আতাউর রহমান , আশিক মোছাদ্দেক নাঈম, আকরামুল ইসলাম ফাহিম, মোহাইমিনুল ইসলামপ্রমুখ।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close