নিউজহোম

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে লন্ডনে ৭ ডিসেম্বর সমাবেশ

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ গ্লোবাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর ২০২৩ লন্ডনের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভলপমেন্ট অফিসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে বক্তব্য রাখবেন জোরপূর্বক গুমের শিকার নির্যাতিত সাংবাদিক শফিকুল ইসলাম কাজলসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন, গুম-খুনের শিকার মানুষদের পরিবারের প্রতি সহানুভুতি ও ন্যায়বিচার নিশ্চিতে জাতিসংঘের আহবানে ১০ ডিসেম্বর পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস।১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে দিবসটি পালন করা হয়।

লন্ডনে এই উপলক্ষে গ্লোবাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউম্যান রাইটস’র উদ্যোগে এবং যুক্তরাজ্য ভিত্তিক ২০ টি মানবাধিকার সংগঠন যৌথভাবে কমনওয়েলথ এন্ড ডেভলপমেন্ট অফিসের সামনে ৭ ডিসেম্বর দুপুর ১২ টায় এক সমাবেশের আয়োজন করেছে।এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে খুন ও গুমের শিকার মানুষের পরিবারের সদস্যরা যোগ দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে রয়েছে, সিটিজেন মুভমেন্ট ইউকে, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস (এসডিআর), ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল হিউম্যানিটি ক্লাব, নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকে, জাষ্টিজ ফর বাংলাদেশ, স্ট্যাণ্ড ফর বাংলাদেশ, পিস ফর বাংলাদেশ, অনলাইন অ্যাকিভিষ্ট ফোরাম ইউকে, সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে, সাপোর্ট লাইফ ইউকে, ইউনিভার্সেল ভয়েস ফর জাষ্টিস, ইকুয়াল রাইট ইন্টারন্যাশনাল (ইআরআই), ভয়েস ফর জাষ্টিস, হোয়াইট পিজিওন ইন্টারন্যাশনাল, হিউম্যানিটি ক্লাব ইউরো বিডি, ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরাম, রাইটস কনসার্ন, রাইটস মুভমেন্ট ইউকে ও রাইটস অব দ্যা পিপল।

আয়োজকরা ব্রিটেনের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও মানবাধিকার কর্মীদের এই সমাবেশে যোগ দিয়ে মানবাধিকার রক্ষা, জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের পরিবারের জন্য আরও সহানুভূতি ও সাহায্যে এগিয়ে আসার জন্য ব্রিটিশ সরকারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উপর চাপ প্রয়োগের আহ্বান জানান।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close