কমিউনিটি নিউজ

জলবায়ু সংকট মোকাবেলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফান্ড পেলো ইষ্টহ্যান্ডস

লণ্ডন, ২৩ অক্টোবর: জরুরী জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্বন রিডাকশন কমিউনিটি গ্রান্টস্ প্রোগ্রামের দ্বিতীয় রাউন্ডের আওতায় ইষ্টহ্যান্ডস চ্যারিটিকে মনোনীত করা হয়েছে।

৬ মাসের প্রজেক্টে ইস্টহ্যান্ডস টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের কিভাবে দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তনের মধ্য দিয়ে কার্বন নিঃসরণ হ্রাস করা যায় এমন বিষয়ে তথ্য প্রদান করবে। এছাড়া ক্লাইমেট ইমার্জেন্সি অর্থাৎ জলবায়ু জরুরী অবস্থার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কাজ করবে।

ইস্টহ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন জানান, জলবায়ু জরুরী অবস্থার ইস্যূ নিয়ে গোটা বারায় সকল কমিউনিটিকে যুক্ত করা হবে। বাসিন্দাদের বিশেষজ্ঞ দিয়ে কর্মশালা ও তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে সচেতন করা হবে।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই পূর্ব লন্ডনের কার্যালয় থেকে প্রজেক্ট শুরু হবে। একই সাথে বিভিন্ন সংগঠনের সাথে প্রশিক্ষনের আয়োজন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close