নিউজ
বগুড়ার শিবগন্জে বিএনপির অবস্থান কর্মসূচী ও জিয়া পরিবারের মঙ্গল কামনায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

ঢাকা অফিস।
বগুড়া শিবগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার(৮এপ্রিল) বিএনপির ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান। শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তৃতা করেন।


এদিকে শনিবার বিকালে বগুড়া শিবগন্জ উপজেলার দেওয়ানতলা মসজিদ চত্বরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বীর উত্তম এর পরিবারের মঙ্গল কামনায় অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার (ইফতারি) বিতরন ও দোয়া করা হয় ।


উল্লেখ্য, শিবগঞ্জে সপ্তাহের প্রতি শনিবার অসহায়দের মাঝে এ খাবার বিতরন করা হয়।