কমিউনিটি নিউজ

৩১শে অক্টোবর গোলাপগঞ্জ হেল্পিং হ্যাণ্ডস ইউকের বাৎসরিক সাধারণ সভা

লণ্ডন, ২৬ অক্টোবর : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যাণ্ডস্ ইউকে-এর বাৎসরিক সাধারণ সভা ( এজিএম) আগামী ৩১শে অক্টোবর রোজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা বিগল্যাণ্ড স্টীটস্হ দারুল উম্মাহ সেন্টার লণ্ডন E1 2ND অনুষ্ঠিত হইবে।
উক্ত বাৎসরিক সাধারণ সভায় সংগঠনের সদস্যাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন— সংগঠনের সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজ ও কোষাধ্যক্ষ হাসান আহমেদ।
– সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close