প্রধানমন্ত্রী বরাবরে ‘বারহাল ক্যাম্পেইন ইউকে’র স্মারকলিপি প্রদান

লণ্ডন, ২৬ অক্টোবর : সিলেটের জকিগঞ্জ উপজেলার ১ নং বারহাল ইউনিয়নকে বিয়ানীবাজার উপজেলার প্রস্তাবিত চারখাইথানার অন্তর্ভুক্ত না করার জন্য প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি প্রদান করেছেন বৃটেনস্থ অত্র এলাকার বাসিন্দারা।
গত ১৯ অক্টোবর, বুধবার ‘বারহাল ক্যাম্পেইন ফোরাম ইউকে’র’ প্রতিনিধিবৃন্দ, যুক্তরাজ্যস্হ বাংলাদেশের হাইকমিশনার মিসেসসাঈদা মুনা তাসনিমের সাথে সরাসরি দেখা করে তারা প্রধানমন্ত্রী বরাবরে এলাকার মানুষের দাবী সম্বলিত এই স্মারকলিপিপ্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে হাইকমিশনারের ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এ এফ এমজাহিদুল ইসলাম, হাইকমিশনের কাউন্সিলর পলিটিক্স দেওয়ান মাহমুদ।
এসময় প্রতিনিধিবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা ফরিদ উদ্দিন, কাওসার আহমদ চৌধুরী, জুবের লস্কর, জুবায়েরআহমদ তাপাদার জীবন, নাঈম আহমদ, ইসফাক চৌধুরী জাকি, এ কে আজাদ
তাপাদার লিটু, দেলওয়ার হোসেন, এ সি আজাদ চৌধুরী এবং আগামী প্রজন্মের নবীন প্রতিনিধি আমিরা চৌধুরী প্রমুখ।