নিউজ

খালেদা জিয়ার বাড়িতে মদের বোতলের নাটক ডিজিএফআইকে কলংকিত করেছে

।। সুরমা ডেস্ক ।।
লণ্ডন, ১৯ আগস্ট : ২০১০ সালের ১৩ নভেম্বর  খালেদা জিয়াকে তাঁর ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনায় তাঁর বেডরুম থেকে মদের বোতল রেখে নাটকের মাধ্যমে ডিজিএফআইকে কয়েকজন অফিসার কলংকিত করেছে। দীর্ঘ ১২ বছর পর সেই নাটকের পর্দা ফাঁস করলেন ডিজিএফআই দ্বারা দুইবার গুম হওয়া লেফটেন্যান্ট কর্ণেল হাছিনুর রহমান। ১৬ আগস্ট মঙ্গলবার লন্ডন বাংলা চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যানণ্ট কর্ণেল হাছিনুর রহমান বলেন, ‘সে দিন বেগম জিয়ার বাসভবনে মদের বোতল রেখেছিলেন লেফটেন্যান্ট কর্ণেল আক্তার হামিদ।’ হাছিনুর রহমান জানান, সব কিছুই ছিলো ডিজিএফআই’র কয়েকজন কর্মকর্তার পরিকল্পিত ও সাজানো নাটক। তিনি বলেন, বেগম জিয়া শুধু সাবেক সেনা প্রধানের স্ত্রী নন, একজন সেক্টর কমাণ্ডারের স্ত্রী, একজন মুসলিম বিধবা নারী। এই অপকর্মের মাধ্যমে বেগম জিয়ার ভাবমূর্তি বিনষ্ট করতে গিয়ে তারা ডিজিএফআই প্রতিষ্ঠানকেই সেদিন শেষ করে দিয়েছে। গুম-অপহরণ ছাড়াও ওই নাটকের জন্যে কর্নেল রহমান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী ও তার সহযোগী কয়েকজন কর্মকর্তাকে দায়ী বলে উল্লেখ করেন।

ঢাকা থেকে দেয়া ওই সাক্ষাৎকারে কর্নেল রহমানকে বারবার “মাননীয় প্রধানমন্ত্রী” কিংবা “মাননীয় প্রধানমন্ত্রীর সরলতার সুযোগ নিয়ে ওই ঘটনাগুলো ঘটানো হয়েছিলো” বলে কয়েকবার দাবী করেন।   

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close