
সুরমা ।। এ সপ্তাহের সম্পাদকীয় ।। ইস্যু ২২৬০
মিস্টার বেনজির এর বক্তব্য কূটনৈতিকভাবে আপত্তিকরই নয় বরং বাংলাদেশের স্বার্থবিরোধী। কারণ তার এই বক্তব্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের লক্ষ কোটি আলেম-ওলামাদের উস্কানি দিয়ে বলেছেন, তারা কেন ইরাকসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের এমবার্গো (যে শব্দটি উচ্চারণ করতে তিনি ইতস্তত করছিলেন) এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? ওই ওই বক্তব্যে তিনি বলেন, (যুক্তরাষ্ট্রের) এমবার্গোর কারণে এক মিলিয়ন মুসলমান শিশু না খেয়ে মারা গেছেন। বেনজীর আলেম-ওলামা চিন্তাবিদ সকলকে এই এমবার্গোর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জোর আহ্বান জানান।তিনি আরো বলেন, অন্যথায় তারা (যুক্তরাষ্ট্র) টেরোরিস্ট গ্রুপ এই গ্রুপকে কোনঠাসা করে ফেলবে।”
মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে ইনিয়ে বিনিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী বক্তব্যে সোচ্চার বেনজির আহমেদ। তার এই দুঃসাহসের উৎস কোথায়? প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে পুরো দেশকে বিশ্বের সর্ববৃহৎ শক্তির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার মত সাহস তিনি কোথায় পান? অবশ্য সমালোচকরা বলেন, শাপলা চত্বরে লাখ লাখ আলেমদের উপর বর্বরোচিত হামলা, গুলিবর্ষণ এবং বিপুল মানুষকে গণহত্যার নেতৃত্ব দিয়ে বেনজির ও আজিজ সরকারকে টিকিয়ে রাখার প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেন। সেই শক্তি তারা দীর্ঘদিন ব্যবহার করে চলেছেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝাল মেটাতে আলেমসমাজকে উসকে দিয়ে মূলত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। বাংলাদেশ কি একজন দুর্নীতিবাজ এবং মাফিয়ার ঔদ্ধত্যের মূল্য পরিশোধ করতে পারবে?
এই ঔদ্ধত্যের শেষ কোথায়?