নিউজ

নেবট্রা এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লণ্ডন, ২৬ মে : পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের অংশ হিসাবে নর্থ ইংল্যাণ্ড বাংলাদেশী টিভি রিপোর্টারস এসোসিয়েশন (নেবট্রা) এর উদ্যোগে গত সতেরো মে মঙ্গলবার সন্ধ্যায় ওল্ডহাম এর দ্য গ্রিল রেস্টুরেন্টে এক আলোচনা এবং ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। নর্থ ইংল্যাণ্ডের বিভিন্ন শহর তথা ওল্ডহাম, ম্যানচেস্টার, লিডস, ব্রাডফোর্ড এবং রচডেল থেকে নেবট্রা এরকার্যকরী কমিটির সদস্যরা এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খালেদআহমেদ।

নেবট্রা সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান শ্যামলের পরিচালনায় সংক্ষিপ্তআলোচনায় অংশ নেন নেবট্রা এর প্রধান উপদেষ্টা ফারুক যোশী, উপদেষ্টা গণি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এম জিকিবরিয়া, যুগ্ম সম্পাদক মওদুদ আহমেদ, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন শিবলি, সাংগঠনিক সম্পাদক শাহ কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মোবাশ্বির আলী, প্রশিক্ষণ সম্পাদক শামীম আহমেদ, তথ্য ও প্রচার সম্পাদক সৈয়দ জামাল হোসেনমিজান, ক্রীড়া সম্পাদক খালেদ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক  সারওয়ার হোসাইন, নির্বাহী সদস্য তখলিস মিয়া, আকমলহোসেন, মোহাম্মদ খায়রুজজামান প্রমুখ।

বক্তারা সবার  সাথে তাদের ঈদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামী কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন। 

অনুষ্ঠানে নেবট্রা এর পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি এম জি কিবরিয়াকে লিডস বাংলা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিতহওয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। নেবট্রা উপদেষ্টা এম জুনেদ আহমেদ এর পরিচালনায় বিভিন্ন পদের খাবার দিয়েনৈশভোজন আয়োজন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close