প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সর্বজনীন তালিকা প্রনয়ন ও সম্মাননা প্রদান করবে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ

।। সুরমা প্রতিবেদন ।।
লণ্ডন, ১০ আগস্ট : প্রবাসে মুক্তিযুদ্ধের ১২ জন সংগঠককে স্বীকৃতি প্রদানের বিতর্কে অবসানে এ ব্যাপারে সর্বজনীন একটি উদ্যোগ নিয়েছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ নামের যুক্তরাজ্য কেন্দ্রিক প্রবাসী পেশাজীবীদের সংগঠন। সম্প্রতি সংগঠনের কার্যকরী কমিটির সভায় আগামী ডিসেম্বরের মধ্যে সর্বজনীন ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করেন এবং সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় সংগঠনের কার্যকরী কমিটির সভায় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে প্রবাসী জামিলা চৌধুরীকে হয়রানীর প্রতিবাদ ও টোকিও অলিম্পিকে বিরল সম্মান অর্জনের জন্য নোবেল বিজয়ী ড. ইউনুছকে অভিনন্দন প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের কার্যকরী কমিটির এক সভা সম্প্রতি ভারচুয়েলী অনুষ্ঠিত হয় । সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ডিজি আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন— সিডনি থেকে ড. হুমায়ের চৌধুরী, জার্মানি থেকে আনোয়ারুল কবির, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে শরাফত হোসেন বাবু ও নিউইয়র্ক থেকে হাসান আলী, কুয়েত থেকে ফয়সল আহমদ,স্কটল্যাণ্ড থেকে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, নিউক্যাসল থেকে মাহতাব মিয়া ও সৈয়দ নাদির আজিজ দরাজ, কেন্ট থেকে মাহিদুর রহমান, বারমিংহাম থেকে এম এ লতিফ জেপি, লণ্ডন থেকে ডা. নুরুল আলম ,সাংবাদিক শামসুল আলম লিটন, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, কে এম আবুতাহের চৌধুরী, সাংবাদিক নুরুল আমিন প্রমুখ।
সভায় দীর্ঘ আলোচনাক্রমে গৃহীত প্রস্তাবে বিগত ২৮ জুলাই ওসমানী বিমান বন্দরে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে হয়রানী ও ঘুষ দাবীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং ১৯৭১ সালে যুক্তরাজ্য সহ বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের সংগঠকদের তালিকা তৈরি করে তাদের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদানের সিদ্ধান্ত হয় । সভায় নোবেল বিজয়ী ড: মুহাম্মদ ইউনুসকে অলিম্পিক লরেল এওয়ারড দেওয়ার সিদ্ধান্তে অভিনন্দন ও আগামী ৩,৪,৫ সেপ্টেম্বর আমেরিকার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে সংগঠণের পক্ষ থেকে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ।
সভায় সম্প্রতি কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নেতা জনাব ইজাজুর রহমান জুনেলের করোনা রোগে মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করা হয় । বাংলাদেশে মরহুমের লাশ পাঠিয়ে দাফনের ব্যবস্থা করায় সংগঠণের সভাপতি ড. হাসনাত এম হোসেইন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা মোমেন, কুয়েত সরকার ও বাংলাদেশী কমিউনিটি নেতা ফয়সল আহমদকে অশেষ ধন্যবাদ জানানো হয় ।