কমিউনিটি নিউজ

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের সভায় প্রবাসী জামিলা চৌধুরীকে হয়রানীর প্রতিবাদ ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা প্রদানের সিদ্ধান্ত


লণ্ডন, ১০ আগস্ট : প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক সংগঠণ ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের কার্যকরী কমিটির এক বর্ধিত সভা সম্প্রতি ভারচুয়েলী অনুষ্ঠিত হয় ।সংগঠণের প্রেসিডেন্ট ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ডিজি আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন— সিডনি থেকে ড: হুমায়ের চৌধুরী ,জার্মান থেকে আনোয়ারুল কবির, আমেরিকা থেকে শরাফত হোসেন বাবু ও হাসান আলী ,কুয়েত থেকে ফয়সল আহমদ,স্কটল্যাণ্ড থেকে ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই ,নিউক্যাসল থেকে মাহতাব মিয়া ও সৈয়দ নাদির আজিজ দরাজ ,কেন্ট থেকে মাহিদুর রহমান, বারমিংহাম থেকে এম এ লতিফ জেপি ,লণ্ডন থেকে ডা: নুরুল আলম ,সাংবাদিক সামছুল আলম লিটন ,অধ্যাপক আব্দুল কাদের সালেহ ,কে এম আবুতাহের চৌধুরী ,সাংবাদিক নুরুল আমিন প্রমুখ।

সভায় দীর্ঘ আলোচনাক্রমে গৃহীত প্রস্তাবে বিগত ২৮ জুলাই ওসমানী বিমান বন্দরে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে হয়রানী ও ঘুষ দাবীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং ১৯৭১ সালে যুক্তরাজ্য সহ বহিরবিশ্বের মুক্তিযুদ্ধের সংগঠকদের তালিকা তৈরি করে তাদের সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদানের সিদ্ধান্ত হয় ।সভায় নোবেল বিজয়ী ড: মুহাম্মদ ইউনুসকে অলিম্পিক লরেল এওয়ারড দেওয়ার সিদ্ধান্তে অভিনন্দন ও আগামী ৩,৪,৫ সেপ্টেম্বর আমেরিকার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে সংগঠণের পক্ষ থেকে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ।

সভায় সম্প্রতি কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নেতা জনাব ইজাজুর রহমান জুনেলের করোনা রোগে মর্মান্তিক গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করা হয় ।পেনডেমিকের সময় বাংলাদেশে মরহুমের লাশ পাঠিয়ে দাফনের ব্যবস্থা করায় সংগঠণের সভাপতি ড: হাসনাত এম হোসেইন এমবিই ,বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে মোমেন ,কুয়েত সরকার ও বাংলাদেশী কমিউনিটি নেতা ফয়সল আহমদকে অশেষ ধন্যবাদ জানানো হয় ।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close