নিউজ

ওসমানী বিমান বন্দরে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে হয়রানীর প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের প্রতিবাদ সভা

লণ্ডন, ৩ আগষ্ট : সিলেটের ওসমানী বিমান বন্দরে যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে হয়রানী, ঘুষ দাবী ও লণ্ডন আসতে বাধা দেওয়ার প্রতিবাদে ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে গত ১ আগষ্ট, সোমবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক জরুরী প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।

সংগঠণের সচিব কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সচিব শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার কাউন্সিলার নাজির আহমদ। অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন -সংগঠণের অর্থ সচিব, ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মো. আফসর মিয়া ছুটু ,গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জালালাবাদ প্রবাসী কল্যান সংসদ ইউকের সভাপতি আশিকুর রহমান, মাষ্টার আমীর উদ্দিন আহমদ, মাওলানা রফিক আহমদ রফিক, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, কবি কলামিষ্ট শিহাবুজ্জামান কামাল, সাংবাদিক আফসর উদ্দিন, কমিউনিটি সংগঠক ও সোয়ানলী স্কুলের গভর্নর মিসেস ঝরনা চৌধুরী, মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব কলা মিয়া, প্রবীন কমিউনিটি নেতা সৈয়দ রফিকুল হক, মানবধিকার কর্মী জাকের এ চৌধুরী, হাফেজ মোহাম্মদ কামাল, হাজী আব্দুল খালিক, সৈয়দ আহরাজ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা যুক্তরাজ্য প্রবাসী জামিলা চৌধুরীকে বিমান বন্দরে হয়রানীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।বক্তারা, অবিলম্বে দোষী অফিসারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান ।

সভায় গৃহীত প্রস্তাবে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ,বিমান বন্দরের সিণ্ডিকেট ভেঙ্গে দেওয়া, প্রবাসী যাত্রীদের ক্রমাগত হয়রানী বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, জামিলা চৌধুরীকে ক্ষতিপূরণ প্রদান ও দোষী অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close