ফিচার

ডেট লাইন- ‘মার্চ ২০২১ ‘পরিবর্তনের আভাস

মন্তব‍্যকথা:
।। আরিক শামস ।।

আল-জাজিরা আরব বসন্তের গণজাগরণে কার্যকর ভুমিকা রেখে ইতিহাস গড়েছিলো।
“ওরা প্রধানমন্ত্রীর লোক” শিরোনামে প্রামাণ্যচিত্রের টেগলাইন দেয়া হয়েছে ‘ঢাকা মাফিয়া’। গত কয়েক বছরে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যম বাংলাদেশে সন্ত্রাস, দুর্নীতি আর বিচারের নামে প্রহসনের অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেকারণে, সরকার আল জাজিরা’কে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে । বাংলাদেশে ইতিপূর্বে সরকারের রোষানলে পড়ে বিবিসি কয়েকবার বন্ধ হয়েছিলো এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে। সরকার বিরোধী আন্দোলনে মদদের অভিযোগ করা হয়েছিলো বিবিসি’র বিরুদ্ধে। একই অভিযোগ এখন আল-জাজিরার বিরুদ্ধেও। এই একই অভিযোগে মিশর, সৌদি আরব, বাহরাইনে সরকার পতনের ভয়ে সেসব দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেয়া হয় । তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপট আরও বিস্তৃত বলে মনে করছেন তথ্য ও রাজনীতি সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল । ইণ্ডিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের দোটানায় সরকার কূটনৈতিক বেড়াজালে জড়িয়ে আছে ।

দ্বিতীবারের মতো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে  ক্ষমতা আঁকড়ে থাকাকে সমর্থনকারী একমাত্র দেশ ইণ্ডিয়া শেখ হাসিনা সরকারের উপর আর পুরোপুরি ভরসা রাখতে পারছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।এসময় সরকার পরিবর্তনে আগ্রহী বিভিন্ন দল ও গোষ্ঠী ব্যাপক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এই আন্তর্জাতিক প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে গড়ে উঠা বিক্ষোভকে কাজে লাগাতে চেষ্টা করবে বলে রাজনীতি সংশ্লিষ্ট কিছু সূত্র আভাস দিয়েছেন । তারা বলছেন, শুধুমাত্র একটি মাফিয়া গোষ্ঠীকে জনসম্মুখে উন্মোচন করিয়েই  ঘটনা শেষ নয়, জেনারেল আজিজের ক্যারিয়ার শেষই শেষ কথা নয়। বরং স্বাধীনতার ৫০ বছর পূর্তির ইতিহাস যাতে সমগ্র জাতি সত্যিকারের স্বাধীন পরিবেশে পালন করতে পারে, তার জন্য রাজনৈতিক-অরাজনৈতিক সকল শক্তিকে নিয়ে একযোগে কাজ চলছে। সেখানে কোনো দল থাকবে না, গ্রামে ডাকাত পড়লে যেমন সকল বিরোধ ভুলে গ্রামকে প্রথম ডাকাত মুক্ত করতে সকলে ঝাঁপিয়ে পড়ে তেমনি বাংলাদেশকে মাফিয়ামুক্ত করার জন্যেও সকলে তাদের বিভেদ ভুলে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। আল জাজিরার রিপোর্ট সকলের চোখ খুলে দিয়েছে, চরমভাবে উদ্বিগ্ন করেছে। এই সূত্রগুলোর মতে মাফিয়ামুক্ত বাংলাদেশের  যাতে নতুন সূর্যদয় ও তার পূর্বাভাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই প্রামাণ্য চিত্রই হয়তো হতে যাচ্ছে আরব বসন্তের মতো বাংলাদেশের পরিবর্তনে এক হ্যামিলনের বাঁশিওয়ালা (whistleblower)।
প্রশ্ন উঠেছে, তাহলে ডেট লাইন মার্চই কি হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত নতুন সূর্যদয় !

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close