নিউজ

নিরাপদ আশ্রয় পেলো দুই মেছোবাঘের ছানা

।। সিলেট থেকে দ্বোহা চৌধুরী ।।
সিলেট, ১ ফেব্রুয়ারী – সিলেটের কানাইঘাট উপজেলার একটি বন্ধ দোকান ঘর থেকে মেছোবাঘের দুটি ছানা উদ্ধার করে সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার তালবাড়ি এলাকার মো. আখলাকুল আম্বিয়া চৌধুরীর বন্ধ দোকান ঘরে মেছোবাঘের ছানা দুটি পাওয়া গেলে তা উদ্ধার করেন মো. আলী আকবর চৌধুরী কোহিনুর।

পরে তিনি পরিবেশকর্মীদের সাথে যোগাযোগ করলে ভূমিসন্তান বাংলাদেশের সহযোগিতায় মেছোবাঘের ছানা দুটিকে সিলেটের টিলাগড়ে বন্যপ্রানী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয় বলে জানান সংগঠনটির সমন্বয়ক আশরাফুল কবীর।

সিলেট বন বিভাগের ফরেস্টার মো. শামসুজ্জামান জানান, মেছোবাঘের ছানা দুটিকে আপাতত সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। দুটি ছানাই সুস্থ্য আছে।

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close